নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাথেই থাকুন…… ধন্যবাদ:-)

জে আর শুভ

ফেসবুকে আমিঃ www.facebook.com/zrshuvoo

জে আর শুভ › বিস্তারিত পোস্টঃ

অগোচালো অনুকাব্য

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মানুষের জীবনের

সাথে তুলনা দেয়া যায় এমন কিছু

পৃথিবীতে আছে কি??

হয়ত এক সময় ছিলো, কিন্তু কালের

বিবির্তনে তা ডাইনসর এর মত

হারিয়ে গেছে।

অনুভুতি গুলো ঝরে যায় গাছের পাতার

মত, আর

বাস্তবতা গুলো ঝুলে থাকে জীবন

নামের গাছের শুকনো ডাল গুলো ধরে।



…মানুষের জন্ম ও মৃত্যু, আর

এর মাঝের কিছু অদ্ভুদ গল্প…

একটা জীবনের সমষ্টি এগুলোই।

কখনও প্রান খুলে হাসা, কখনও

বা নিরবে কাঁদা।

আনেকটা হিমালয়ের বরফ গলার মত। আর

সব কিছুই ঘিরে আছে ভালোবাসা নামক

সত্য-মিথ্যের মায়াজাল।



কিছু সম্পর্ক, যা একজন মানুষের মলিনতার

কারন।



কিছু আবেগ, কারও কারও মৃত্যুর কারন।



কিছু ভালোবাসা, কারও কারও হাজার বছর

বেঁচে থাকার অনুপ্রেরনা।



কিছু আনুভুতি, এক সাথে সারাটা জীবন

পার করে দেয়ার অঙ্গিকার্।



কিছু ছলনা, যা কারও কারও ভালোবাসার

প্রকাশ, যদিও

সে ভালোবাসা অনেকটা এক

হাতে তালি বাজানোর মতই।



কিছু অভিমান, যার

মাঝে লুকিয়ে থাকে প্রিয়জনকে আরও

কাছে পাওয়ার তুমুল ইচ্ছা।



সব কিছু তো মানুষ নামের প্রানীদের

ক্ষেত্রেই হয়।

তাই বুঝি এরা সৃষ্টির সেরা???

হা হা হা হা হা,

জানেন, লেখাগুলো লিখছি আর

হাসছি…

কি পড়লেন এত কষ্ট করে??

একদম আজাইরা, তাই না??

আসলেই, লেখাগুলো আমার

অগোচালো অনুকাব্য।

মনের হিজিবিজি ছাডা কিচ্ছুই

বলা চলে না।

মাপ করবেন……

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.