নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাথেই থাকুন…… ধন্যবাদ:-)

জে আর শুভ

ফেসবুকে আমিঃ www.facebook.com/zrshuvoo

জে আর শুভ › বিস্তারিত পোস্টঃ

"আমাদের টাইগার"

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৫

মাশরাফি,
তোর পায়ের ছিড়ে যাওয়া এক একটি
লিগামেন্ট আজও তোকে উৎসাহ দেয়
১৬ গজ দৌড়াতে। ওইগুলা শুধু লিগামেন্ট
ছিল না, ওইগুলা ছিল তোর দেশের
টানে দৌড়ানোর এক একটি
অনুপ্রেরনা।
.
সাকিব,
দেশের জন্য তুই যখনই গর্জে উঠিস, তখনই
কিছু মহল তোর পিছে লেগে যায়।
নিষিদ্ধ হয়ে বসে থাকতে হয় ম্যাচে পর
ম্যাচ। আসলে ওই ম্যাচগুলো ছিল তোর
এক একটি ফিরে এসে দেখিয়ে
দেওয়ার সংকল্প। যার প্রতিফলন আজও
দিচ্ছিস ব্যাটে বলে।
.
তামিম,
তোকে ক্রিকেট মহল সম্মান দিলেও তুই
সম্মান পাস নি তোর দেশেরই কিছু
কুলাঙ্গার সাপোর্টার্স থেকে। সেই
লর্ডস এর দ্রুততম শতক দিয়ে বন্ধ
করেছিলি বিদেশি হেটারদের মুখ,
কিন্তু বাংলাদেশের সফল ওপেনার
হয়েও নিজের দেশের হেটারদের মুখ
বন্ধ করতে পারলি না। তারা শুধু তোর
ডার্ক কিংবা বাজে ইনিংস গুলই মনে
রাখে। তোর পরিবার নিয়ে
গালিগালাজ করে। কিন্তু আমি খুব
অবাক হই, তুই যখন ফর্মে ফিরিস তখন
ফিফটি কিংবা শতক করলে ঠিকই সেই
হেটারদের দিকেই ব্যাট টা উঠিয়ে
আনন্দ ভাগাভাগি করিস। তখন ভাবি,
প্রতিটি হেটারকেই হয়ত তুই তোর
অনুপ্রেরনা ভাবিস।
.
মাহমুদুল্লাহ,
হাজার প্রতিকুলতার মধ্য দিয়ে
প্রবাহিত হোস তুই,
মাঠে যেমন দলের বিপদ তোকে
সামলাতে হয়, ঠিক তেমনি দর্শকের
হাজার গালি খেয়েও মাথা নিচু
করে ঠেকিয়ে ঠেকিয়ে তোকে দলের
হাল ধরতে হয়। এক শ্রেনীর দর্শক মনে
করে শুধু চার ছয় যারা বেশি মারতে
পারে তারাই ভালো খেলোয়াড়।
কিন্তু দর্শকের এই উগ্র চাওয়াকে
তোয়াক্কা না করে যখন তুই বলকে
কব্জির মোচড়ে ঘুরিয়ে দিয়ে একটি
রান নিয়ে উইকেট বাঁচিয়ে রাখিস,
তখনই আমি কেঁপে উঠি আর ভাবি
ধৈর্য্য কাকে বলে? সাহস কাকে বলে?
অবাক হয়ে দেখি একজন নির্বিক মাঝি
ডুবে যাওয়া নৌকার হাল কিভাবে
ধরে রাখে।
.
লিটল লিজেন্ড সৌম্য,
তুই বাংলাদেশের ব্রাইট ফিউচার্।
সেদিন ১২ রানের জন্য শতক মিস করলি,
আজ আবার শতক মিস করলি মাত্র ১০
রানের জন্য! আমি জানি তোর
ভিতরটা কেমন করছে। তবে তুই আসলেই
ভাগ্যবান, কারন তুই নিজেও হয়ত
জানিস না এই অপ্রাপ্তিগুলো তোর
জন্য এক একটি পাওয়ার ব্যাংক।
এই অপ্রাপ্তিগুলোই একদিন তোকে
নিয়ে যাবে হাজারও প্রাপ্তির
দিকে।
.
যাইহোক, সব কিছু যোগ বিয়োগ করে
আজ আমাদের প্রাপ্তি অনেক।
আমরা পেয়েছি অফ কাটার
মুস্তাফিজুর,
আমরা পেয়েছি পেরিস্কুপার সৌম্য
সরকার,
আমরা পেয়েছি ট্যালেন্টেড
ক্যাপ্টেন ম্যাশ কে,
আমরা পেয়েছি ঘরের মাঠে টানা
চার সিরিজ জয়ের স্বাদ…
.
এই যাওয়া পাওয়া অব্যাহত থাকুক সেই
কামনাই করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.