নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাথেই থাকুন…… ধন্যবাদ:-)

জে আর শুভ

ফেসবুকে আমিঃ www.facebook.com/zrshuvoo

জে আর শুভ › বিস্তারিত পোস্টঃ

"স্মৃতি-কথন"

১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫১

-"যে আমাকে মনে রাখার মত অসংখ্য
স্মৃতি উপহার দিয়েছে, তাকে ভুলে
যাওয়া অনেক কঠিন"

-"তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে
সম্ভব না...
কারন তোমাকে ভুলে যেতে হলে
আমার অনেকগুলো স্মৃতি ভুলে যেতে
হবে...
স্মৃতি গুলো ভুলে যাওয়া কোন সমস্যা
না, কিন্তু সমস্যা হলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় আর সেই সময়ের
সব চেয়ে সুন্দর স্মৃতি গুলোর সাথে
তুমি জড়িয়ে আছো"

-স্মৃতির পরিনতি আসলেই কি এগুলো:

স্মৃতি মানে যা ভোলা যায়না,
স্মৃতি মানে যা বার বার মনে পড়ে,
স্মৃতি মানে যত না আনন্দ
তার চাইতে অনেক বেশী দুঃখ।

স্মৃতি মানে হারানো পৃথিবী,
স্মৃতি মানে অশ্রু ও কান্না।

স্মৃতি মানে বিমর্ষতা,
স্মৃতি মানে বিষন্নতা,
স্মৃতি মানে কাতরতা,
স্মৃতি মানে স্বপ্নকথা,
স্মৃতি মানে না ফেরার দেশ,
স্মৃতি মানে ফেলে আসা সুখের রেশ।

স্মৃতি মানে হৃদয়ের ঝড়,
স্মৃতি মানে বাষ্পরুদ্ধ কন্ঠস্বর,
স্মৃতি মানে বুকচাপা ক্ষোভ,
স্মৃতি মানে অসমাপ্ত নাটক,
স্মৃতি মানে দমকা হাওয়া,
স্মৃতি মানে একটি ঘুঁড়ির হঠাৎ কেটে
যাওয়া ,
স্মৃতি মানে অঝোর ধারায় বৃষ্টি
স্মৃতি মানে অজস্র নির্ঘুম রাত্রী।

স্মৃতি মানে মোবাইলের দিকে
বৃথাই চেয়ে থাকা
যেখানে আর রিংটোন বাজবে না,
স্মৃতি মানে ই-মেইল, ফেইসবুক খুলে
বারবার হতাশ হওয়া।

স্মৃতি মানে কিছু উজ্জ্বল দুপুরের উদাস
হয়ে যাওয়া,
স্মৃতি মানে কিছু সোনালী
বিকেলের বিষন্ন হয়ে যাওয়া,
স্মৃতি মানে কিছু জোছনা-মাখা
রাতের ম্লান হয়ে যাওয়া,
স্মৃতি মানে মুহূর্তে হৃদয়ে ভীড় করা
অজস্র কথামালা,
স্মৃতি মানে দগদগে ঘাঁ, স্মৃতি মানে
হারানোর দুখ,
স্মৃতি মানে সেই সব সকাল-দুপুর-সন্ধ্যা-
নিশির পটভূমিতে
কোন এক মুখ!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬

জে আর শুভ বলেছেন: অনেক ধন্যবাদ @শাহরিয়ার কবির ভাই

২| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭

সুমন কর বলেছেন: মোটামুটি।

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৭

জে আর শুভ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.