নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাথেই থাকুন…… ধন্যবাদ:-)

জে আর শুভ

ফেসবুকে আমিঃ www.facebook.com/zrshuvoo

জে আর শুভ › বিস্তারিত পোস্টঃ

তোমার খোঁজে

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫২

তোমায় কোথায় খুঁজিনি?
একাকিত্বে আমার অস্তিত্বের প্রতিটা অলিতে গলিতে আমি তোমায় খুঁজেছি। তেমনি তোমায় খুঁজেছি কিছু গানেও। কিছু কিছু গানের কিছু কিছু কথা শুনলেই চোখের সামনে যে বিম্বটি ভাসে, সেটা তুমি। আর তাই অনেক যত্নে প্লে লিষ্টে গানগুলো রেখেছি কারন প্রতিটা গানের কোন না কোন অংশজুড়ে তুমি রয়েছো। আর সেই অংশগুলোই আজ লিখে দিলাম অনুভব মিশিয়ে।

- যখন ইচ্ছে করেও ভুলে থাকতে পারিনা কিংবা ঘৃনা করতে পারিনা তোমায়। তখন এই গানটিই বলে দেয় কেন পারিনাঃ
"ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়,
বুঝিনি কবু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনিকোঠায়,
আপন মনের আড়াল থেকে,
ভালোবাসবো তোমায়…
ভালোবাসবো তোমায়..."

-যখন দেখি তুমি আমায় ভুলে থাকতে পার অনায়াসে, আমায় ভুলে যাও ঘৃনা কিংবা অজুহাতের দিয়ে... তখন এই গানটি যথার্থ মনে হয়ঃ
"হয়ত তুমি ভুলে গেছো আমায়,
আমি ভুলিনি তোমায়...
হয়ত তুমি ভাবছোনা আর আমায়,
আমি ভাবছি যে তোমায়...
ছোট্ট ছোট্ট আশা, তোমায় ভালোবাসা,
আবুঝ সে ভাষা, তোমার কাছে আসা,
তোমার চোখের মায়ায়,
আমি হারিয়ে যেতে যে চাই,
তোমার মাঝে এই আমি,
খুঁজে নিয়েছি আমার পৃথিবী…"

-যখন তুমি আমায় ভুলে থাকো তখন তোমায় ঘিরে আমার সব কল্পনা বিফল মনে হয়। আর তখন অপ্রাপ্তি গুলোকেই আমার সম্বল মনে হয়; যেটা এ গানেও আছেঃ
"তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমার, নিস্তব্ধ বুকে স্পন্দন...
যার স্মৃতি আমি আজও, অনুভবে ভেবে যাই, তাকে কৃতজ্ঞতা জানাই,
সে যে দিয়েছে আমায়, আধার মেঘের ক্রন্দন...
তবু স্বর্গদ্বারে একা থাকবো তার অপেক্ষায়,
যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত...
জানি তখনও সে আমার হবেনা তবুও, অপ্রাপ্তিটা যেন আমায় করে পরিপূর্ন..."

-যখন তোমার এই অবহেলাগুলো সহ্য করতে না পারি কিংবা খুব অভিমান করে থাকি তোমার উপর; তখন মনেহয় এই গানটা বুঝি আমার জন্যই গাওয়া হইছেঃ
"এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি...
বলেনা তো কেউ আগের মত, করোনা বাড়াবাড়ি…
আমার আকাশ, আমার সবই,
আমি আমার মত গুছিয়ে নিয়েছি..."

-যখন তুমি আমায় বুঝনা না কিংবা যখন তোমায় খুব দোষ দিতে ইচ্ছে করে; তখন গানের লাইন দুটি পৃথিবীর সেরা কথা মনে হয়ঃ
"যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে,
তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বোঝালে?
ভালোবাসি তোমায় আমি এ কথা জানি,
তবে বলবোনা আর আগের মত এখন আমি…"

-সব কিছুর পরেও যখন আশায় থাকি একদিন তুমি ফিরবে, আমার কথা তোমার মনে পড়বে; তখন গানের এই অংশটি আমায় অনুপ্রানিত করেঃ
"এ রাতের আকাশে নেই কোথাও আর কথা সান্তনার,
আগামী ভোরে আমাকে দেখবেনা তুমি আর।
তবু কপালের এ কালো টিপ দেখবে ছুঁয়ে যখন,
ভেবো যত দূরেই থাকি, করবো স্মরন,
ভালোবাসা রয়ে যাবে আগেরই মতন..."

-যখন ভাবি, তুমি দূরে সর আর যাই কর, তোমার জন্য সব করার সঙ্কল্প আমার কখনই নষ্ট হবেনা; তখন গানের এই দুটি লাইন আমাকে পথ দেখায়ঃ
"যদি চাও তুমি তোমার সুরে আমি গেয়ে যাবো তোমারি গান,
যেন এই আমি আছি তোমার আজও...
আর যত ভুল, তোমার রঙ্গে,
গড়া অভিমান, তোমায় ভেঙ্গে গড়া
আবারো বলছি তোমায় শোনো……"

-আর যখন সবকিছু ভুলে আগের মত তোমার সার্নিধ্য চাই; তখন গানটি মাঝে মাঝে আমিও গাইঃ
"চল নামি দূরের পথে, এক সাথে, দু'জনায়…
ছাঁয়া সাথি হও আমার, ভালোবাসার পথচলায়…"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.