নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাথেই থাকুন…… ধন্যবাদ:-)

জে আর শুভ

ফেসবুকে আমিঃ www.facebook.com/zrshuvoo

জে আর শুভ › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় সিরিয়াল ও একজন চিরকুমারের গল্প

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০



বর্তমানে যে হারে দেশে সিরিয়ালের রাজত্ব চলছে, এতে করে ভবিষ্যতে বাবা মাকে জানিয়ে
কোন ছেলেই বিয়ে করতে পারবে না।
.
ছোট একটা গল্প বলি:
রহিম সাহেব, মিসেস রহিমা ও তাদের
ছেলে রহমান।
রহিম সাহেবের ৩০ বছরের সংসার
জীবনের ১৮ বছরই কেটেছে ঝগড়া করে।
ঝগড়ার টপিক একটাই__
সিরিয়াল, সিরিয়াল, সিরিয়াল. .
…যাইহোক, তাদের ছেলে রহমান বড়
হয়েছে। বিয়ে করানোর জন্য মেয়ে
দেখতে হবে।
রহিম সাহেব প্লান করেছেন আর যাই
হোক, ছেলেকে সিরিয়াল আসক্ত মেয়ে
বিয়ে করানো যাবে না।
...এদিকে মিসেস রহিমা প্লান করেছন,
ছেলের জন্য যদি একটা সিরিয়াল ভক্ত
মেয়ে পাওয়া যায় তাহলে তাকে আর
একা একা রিমোট নিয়ে যুদ্ধ করতে
হবেনা। বউ শাশুড়ি এক সাথে বসে
সিরিয়াল দেখব। অন্যদিকে বেচারা ছেলে রহমানের প্লান,
বাবা মা যেখানে বিয়ে করায়
সেখানেই বিয়ে করবে।
.
তো একদিন তারা মেয়ে দেখতে
গেলো।
মেয়েকে জিজ্ঞেস করল,
-মা তুমি সিরিয়াল পছন্দ কর???
-জ্বি না। এগুলো আমার একদম ভালো
লাগে না।
মেয়ের কথা শুনে রহিম সাহেবের মুখে
হাসির ইমো, মিসেস রহিমার মুখ
ভেংচির ইমো।
অবশেষে রহিম সাহেবের মেয়ে পছন্দ
হল কিন্তু মিসেস রহিমার হল না। এ
নিয়ে বাসায় এসে দুজনের আবার সেই
ঝগড়া, অত:পর বিয়ে ক্যান্সেল।
.
…আরেকদিন গেল মেয়ে দেখতে।
মেয়ে পাখি ড্রেস পরে সামনে এসে
বসেছে। এই দেখেই মিসেস রহিমার
চোখ আনন্দে কপালে উঠে গেছে। তো
আগের মতই যথারীতি মেয়েকে
জিজ্ঞেস করল,
-মা তুমি সিরিয়াল দেখ???
মেয়ে যথারীতি মেহজাবীন স্টাইলে
জবাব দিলো,
-জি আমি সিরিয়াল দেখতে এত্তগুলা
ভালোবাসি।
কিরনমালা, ইস্টি কুটুম, বোঝেনা সে
বোঝেনা,
এগুলো ছাড়া আমার চলেই না..
…মেয়ের কথা শুনে মিসেস রহিমা খুশিতে গদগদ হয়ে বললেন,
"ও মা গো!! কত্ত সুইট মেয়ে!!"
আর ওদিকে রহিম সাহেব ব্রু কুচকালেন।
এতেও অবশেষে রহিম সাহেবের মেয়ে
পছন্দ হয়নি কিন্তু মিসেস রহিমার হয়েছে।
তারপর বাসায় এসে ঝগড়া অত:পর বিয়ে
ক্যান্সেল।
…এদিকে বাবা মায়ের এমন অবস্থা দেখে ছেলে রহমান সিদ্বান্ত নিলো
সে আর বিয়েই করবে না।
অত:পর সে চিরকুমার'ই রয়ে গেলো।
. . . আর এভাবেই বাড়তে থাকে দেশে
প্রতিটি পরিবারের ঝগড়া ও ছেলেদের চিরকুমারত্ব।
...ভারতীয় সিরিয়ালের শেষ কোথায়
তা যেমন কেউ বলতে পারেনা,
ঠিক আমার এই গল্পেরও শেষ কোথায় করবো তা বুঝে উঠে পারছি না।
. . .নিজেকে কেমন জানি সিরিয়াল মেকার মনে হচ্ছ

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/zr.shuvo

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: . . .নিজেকে কেমন জানি সিরিয়াল মেকার মনে হচ্ছ

আপনার ভাগ্য সু-প্রসন্ন, ৩৬০ ডিগ্রি এঙ্গেলে পাবনামুখি হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

জে আর শুভ বলেছেন: ভয় ধরিয়ে দিলেন ভাই

২| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

শায়মা বলেছেন: হা হা আর আমি মাঝে মাঝে আমাদের বাসায় যারা সিরিয়াল পাগলা মানে সন্ধ্যার পর লাইন দিয়ে বসে যায় যারা তাদেরকে জিগাসা করেই কুল পাইনা সম্পর্কগুলা!!!!!!!!! কাল যে একজনের বউ ছিলো আজ সে আরেকজন বউ হয়ে গেছে, আজ যে একজনের বন্ধু কাল সেই তার মহা শত্রু, নিজের শত্রুকে এনে হাসব্যান্ডের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে এমনই গাঁজাখোর ভালো বউ!!!!!!!!! ও মাই গড!!!!!!


যত ভালো মানুষ আর তত শয়তান মানুষ যে এই দুনিয়ায় আছে তা তো এই সব না দেখিলে কন্যারা শিখিবেই না।

১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

জে আর শুভ বলেছেন: যথার্থ বলেছেন

৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

আনিসা নাসরীন বলেছেন: মজা পেলাম। এটা হতেও আর দেরী নেই।

ভালো লিখেছেন।

১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

জে আর শুভ বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

আজীব ০০৭ বলেছেন: হা হা হা...........।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

অাকাশ কালো বলেছেন: অনেক ধন্যবাদ দারুন লিখেছেন

১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

জে আর শুভ বলেছেন: ওয়েলকাম :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.