নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাথেই থাকুন…… ধন্যবাদ:-)

জে আর শুভ

ফেসবুকে আমিঃ www.facebook.com/zrshuvoo

জে আর শুভ › বিস্তারিত পোস্টঃ

প্রেমের প্রথম অলিখিত সংবিধান

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১:৪২



আজ ৭ই মার্চ, ছেলেটির পবিত্রতম ভালোবাসার এক বছর পূর্তি কিন্তু তার ভালোবাসার মানুষটি আর তার নেই...
প্রতিদিন আফিসের ক্লান্তি শেষে এখন সে রাস্তায় একা হাটে... শহরের অলিগলির ল্যাম্পপোস্ট গুলো তার এখন প্রেমের একমাত্র সম্ভল...
.
মানিক মিয়া এভিনিউ কিংবা সংসদ ভবনের সামনে সেই কদম ফুল গাছটা আর ফুসকাওয়ালা এখনো তাদের মত দাড়িয়ে আছে...
বেশ কয়েকটি সন্ধ্যায় সংসদ ভবনের সামনে বসে ছেলেটি মেয়েটির হাত ধরে ঘোষনা দিত,
"তোমার আর আমার বিয়ে হবে এই সংসদ ভবনে... ভাড়া নেয়া হবে পুরো এরিয়া... থাকবেনা কোন বিরোধী দলীয় সড়যন্ত্র কিংবা কোন ওয়াক আউট... সবাই সেদিন আমাদের বিয়ের দাওয়াত খাবে... আমি আর তুমি সবার পাশ কাটিয়ে এসে বসে থাকবো সবুজ ঘেরা বিশাল মাঠে... কিছুদূর পাশে পা মেলে দিয়ে শুয়ে থাকবে একটা লাল রঙা কুকুর, তা দেখে তুমি আমার বাহুতে আলতো ঘুসি দিয়ে বলবে, "কুত্তা!"
.
এসব ভাবতে ভাবতে রাস্তায় শুয়ে থাকা কোন এক কুকুরের কোমল লেজে পাড়া দিয়ে হুঁশ ফিরলো ছেলেটির...

আবারও মনে পড়লো আজ ৭ই মার্চ...
...গত বছর ঠিক এই দিনেই সন্ধের নিভু নিভু আলোতে মেয়েটার দেখা করার তুমুল ইচ্ছা আর পাগলামোর কাছে হার মেনেছিলো ছেলেটির লুকিয়ে থাকার স্বভাব... ভেবেছিলো এত ভালো তাকে না দেখেই একটা মেয়ে কিভাবে বাসতে পারে!! শংকীত ছিল ছেলেটি...

কিন্তু ছেলেটির সব শংকা আশংকা উড়ে গেল মেয়েটার কাজল মোড়ানো দুটি চোখের ভাষা দেখে... নিজের অজান্তেই একটা চকলেটে প্রেম নিবেদন হলেও শংকাটা যেন কাটছেই না ছেলেটির....
.
প্রেম ভালোবাসায় জড়ানোর আগে ভেবে চিনতে সিদ্ধান্তে পৌছা উচিৎ বলেই ভালোলাগাটাকে ভালোবাসায় নিতে আরো কিছুদিন সময় বাড়িয়ে নিজের গুরুদ্বায়িত্ব পালন করলো ছেলেটি... ভাবার সময় দিল মেয়েটিকে; কিন্তু ভাবনার সমীকরন শুন্য... ভাবতে ভাবতে ভাবলেশহীন ছেলেটি সব শংকা কে আকাঙ্ক্ষা বানিয়ে মুখোমুখি হয় মেয়েটির...
.
হ্যাঁ
সেদিন ছিল ৭ই মার্চ... অগ্নীঝরা মার্চ ফুল হয়ে ঝরেছিল সেদিন দুজনের চারপাশে... কোন এক অভাগার বাশির সূরে সেদিন দুজনেই মজেছিল প্রেমময় সন্ধ্যায়... ছেলেটির কাঁধজুড়ে বয়ে গিয়েছিল মেয়েটির উষ্ণ নিঃশ্বাস ... রচিত হচ্ছিলো দুজনের প্রেমের অলিখিত সংবিধান...
.

ধুলোমাখা পথ ধরে হেটে চলেছে ছেলেটি, কখনও কল্পনা নিয়ে কিংবা কখনও বাস্তবতা নিয়ে গন্তব্য থেকে বহু দূরে...
.
পরনে ট্রাউজার এর বাম পকেট টা ছোট্ট ছেঁড়া, সিগারেট টা বাম পকেটেই রেখেছিল সে... হয়ত পড়ে গেছে ফেলে আসা পথে যেমনটা চলে গিয়েছিলো মেয়েটি ছোট্ট একটা কারন দেখিয়ে...
.
হাটতে হাটতে ক্লান্ত ছেলেটি... বিকেল গড়িয়ে সন্ধে নামার আর বেশি বাকি নেই, গন্তব্যে পৌছাতে হবে, অনেক দূর হাটতে হবে তাকে... পকেটে থাকা বাকী টাকাগুলো সেদিনের মত আজও সাপুড়ে নিয়ে গেছে সাপের ভয় দেখিয়ে, কিন্তু ছেলেটি ভয় পায়নি আজ... কারন আজ ভয় পেলে যে তার পাশে কেউ সাহস দেয়ার জন্য থাকবে না সেদিনের মত...
সেদিনের কাজল মোড়ানো চোখের ভাষা মিথ্যে হলেও আজ সাপের চোখ গুলো সেদিনের মতই স্বচ্ছ ছিল, কোন মিথ্যে ছিলো না... তাইতো ছেলেটি আজ হাসিমুখে নিজেকে দেউলিয়া ঘোষনা করলো...
.
হেটেই চলেছে ছেলেটি, খুব দ্রুত হাটছে সে... কেননা আজ যে ৭ই মার্চ!!
সংকল্প করেছে ছেলেটি,
হোক তার ভালোবাসা নিষ্প্রাণ,
তবুও আজ সারাটা সন্ধ্যা বসে থাকবে সে, যেখানে রচিত হয়েছিল তাদের প্রেমের প্রথম অলিখিত সংবিধান..

.
গল্পঃ প্রেমের প্রথম অলিখিত সংবিধান
লিখাঃ জে. আর শুভ
০৭/০৩/২০১৮ খ্রীঃ
.
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/zr.shuvo

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.