নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাথেই থাকুন…… ধন্যবাদ:-)

জে আর শুভ

ফেসবুকে আমিঃ www.facebook.com/zrshuvoo

জে আর শুভ › বিস্তারিত পোস্টঃ

কবিগুরু ও আমি

০৮ ই মে, ২০১৮ রাত ১১:১৬


কবিগুরু রবীন্দ্রনাথ একটু আগে ফেসবুকে মেসেজ দিলেন.. আজকাল উনার জন্মদিনে উইশ করাও যে ফেসবুকের ট্রেন্ড হয়ে যায়, এই ঘটনা উল্যেখ করে ছোট্ট কয়েকটা কবিতার লাইন পাঠিয়েছেন....

শর্ট কনভার্সেশন ঃ

: শুভ, অনলাইনে আছিস রে?

: জ্বি গুরু, অলওয়েজ!

: বুড়া হয়ে গেছি রে, সবুজ বাতি চোখে ঠাওর পাইনা

: ওকা, কি কইবা কও

: আজ আমার জন্মদিন, উইশ কর হারামজাদা!

: ওহ ভুলে গেছি :-( বাই দ্য ওয়ে! এই বয়সে জন্ম তারিখ মনে রাখো কেমনে?? এত হুঁশ কই পাও!!

: আরে বোকা ছেলে, আমারও তো মনে ছিল না!
সকালে ঘুম থেকে উঠে দেখলাম অনেকেই আমার জন্মদিনে উইশ করছে! মনে মনে খুশিই হইছিলাম কিন্তু স্বর্গে লাঞ্চ করে যেই না ফেসবুকে ঢুকলাম, আমিতো টাস্কি! সবাই যেভাবে আমার জন্মদিন নিয়া ট্রল মল শুরু করে দিছে, এতে হুঁশ না ফিরে পারে বল??

: ওহ তাই কও! তো আমারে নক দিছো কেন? আমিতো ট্রল মল করিনাই

: বোকা বালক, মনের দুঃখে একটা কবিতা লিখছি, তোকে পাঠাবো বলে নক দিছি...

: (সীন, নট রিপ্লাই)

: কই আছিস?

: হুম আছি, পাঠাও

: এই নে পড়, পড়ে জানা কেমন হইছে..
.
... "গগনে গরজে মেঘ, ঘন বরষা,
ফেসবুকে একা একা, আছি বসিয়া

রাশি রাশি উইশ আর বাসি বাসি ট্রল,
এসব দেখার পর, কেমন লাগে বল?

একটুখানি ফেসবুক আমি একেলা,
চারি দিকে কাপলেরা করিছে খেলা

পরপারে দেখি আঁকা,
ফাইজলামির সীমারেখা,
মুডটাই অফ হল, দুপুর বেলা,
একটুখানি ফেসবুক, আমি একেলা"
.

: বাহ! গুরু, ফাটিয়ে দিছো, টাইমলানে পোস্ট করে দেও

: নারে! দিমুনা.. পোলাপাইন কপি করে নিজের নামে চালাই দেয়

: কিন্তু গুরু, তোমার লেখা কবিতাটা কেমন জানি চেনা চেনা লাগছে

: ইয়ে মানে, বাচা, কপি করেছি "সোনার তরী" কবিতা থেকে.. কাউকে বলিসনে...!

: গুরু তুমিও!! যাইহোক, শুভ জন্মদিন গুরু

: (সীন, নট রিপ্লাই)

-----------------------------------------------------------------------------------------------------
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/zr.shuvo

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৫

শাহারিয়ার ইমন বলেছেন: B-) ;)

০৮ ই মে, ২০১৮ রাত ১১:৪৫

জে আর শুভ বলেছেন: :)

২| ০৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৭

দেবাশীষ দাস বলেছেন: ভালই তো কপি করেছেন সরি, কবিতা লিখেছেন, রবি দাদু বেচে থাকলে আজ অনেক খুশী হতো।

০৮ ই মে, ২০১৮ রাত ১১:৪৬

জে আর শুভ বলেছেন: উনি দিব্যি বেঁচে আছেন বাঙ্গালির অন্তরে

৩| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ বেঁচে থাকলে খুব রাগ করতেন।

১১ ই মে, ২০১৮ রাত ১:০২

জে আর শুভ বলেছেন: তখনকার চাইতে এখন স্যরি বলাটা অনেক সহজও বটে

৪| ১১ ই মে, ২০১৮ রাত ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি গুরুকে অসম্মান করা অনুচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.