নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন সুন্দর কেবল উপভোগের জন্য নয়, অন্যের জন্য কিছু করা উচিৎ সবার ।

রিয়াদ ফেরারী

Wait

রিয়াদ ফেরারী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এখন বীজ রপ্তানিকারক দেশ

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

প্রিয় পাঠক আজ আপনরা জেনে অনেক খুশি হবেন যে বাংলাদেশ এখন বীজ রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে শক্ত স্থান করে নিয়েছে । হয়তো অনেকের কাছে ব্যপারটা স্বাভাবিক মনে হলেও ব্যপারটা কিন্তু অনেক গূরুত্বপূর্ন ।

আজ থেকে ৫ বছর আগে আমাদের দেশ বিভিন্ন দেশ থেকে বীজ সংগ্রহ করে কৃষিতে ব্যবহার করতো ।হাইব্রিড সবজি বীজের শতভাগই আসত বিদেশ থেকে।বাংলা লিংক এর বিঞ্জাপনের মত করে বলতে হয় "দিন বদলেছে''।
আসলেও দিন বদলেছে গত ৫ বছর ধরে আমরা পর্যায়ক্রমে বীজ রপ্তানি বাড়িয়ে চলছি ।
কেবল গত অর্থবছরেই বীজ রপ্তানি করে দেশ আয় করেছে ৫ লাখ মার্কিন ডলার। সূত্র মতে, মরিশাসে ১০ টন বীজ রপ্তানির মধ্য দিয়ে রপ্তানিকারক দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। বীজের গুণগত মানে সন্তুষ্ট হয়ে আরও ১৫ লাখ টন বীজ আমদানি করতে প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি।এটি আমাদের মত দেশের জন্য একটি বড় পাওয়া ।

আমাদের দেশের চাহিদা পূরণ করে আমরা বীজ রপ্তানী করছি এখন প্রায় ৬ টি দেশে এবং আসা করা যায় আমরা গুনগত মান ভাল রাখতে পারলে আরো বীজ রপ্তানী করে প্রচুর বৈদেশীক মূদ্রা আয় করতে পারবো ।


রিয়াদ ফেরারী

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.