নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন সুন্দর কেবল উপভোগের জন্য নয়, অন্যের জন্য কিছু করা উচিৎ সবার ।

রিয়াদ ফেরারী

Wait

রিয়াদ ফেরারী › বিস্তারিত পোস্টঃ

গ্রামীন ফোনের ১ সেকেন্ড = ? মিনিট

১৭ ই মে, ২০১৫ সকাল ১০:২৭

পাঠকদের আগেই বলে রাখি আমি কোন ভাল লেখক নই, সুতরাং যদি লেখায় কোন ভূল হয় তবে আমাকে সূধরাতে সাহায্য করবেন ।
১ সেকেন্ড = ? মিনিট এটা হল আজকে বিষয় ।

আমরা কম বেশী সকলেই সেল(মোবাইল) ফোন ব্যবহার করি । বাংলাদেশে গ্রামীন, বাংলা লিংক, রবি, এয়ারটেল ও টেলিটক ছারাও আরো ৪ টা পি.এস.টি.এন কোম্পানী রয়েছে । আমাদের জনগনের প্রায় ১/১০ ভাগ লোকের হাতে এই কোম্পানী গুলোর সিম রয়েছে । কোম্পনীগুলো বিভিন্ন ভাবে আমাদের সেবা করছে আবার বিভিন্ন ভাবে আমাদের বাঁশ দিচ্ছে ।

মূল কথায় আসি, আজ সকালে আমি গ্রামীন ফোনের ১২১ নম্বরে কল করি আমার হারানো সিম টা ব্লক করার জন্য । কল করতেই সয়ংক্রয় ভাবে রিসিভ করতেই বলে উঠলো Q তে আপনার অবস্থান ১, আপনাকে অপেক্ষ করতে হবে ১ সেকেন্ড । কিন্তু ৫ মিনিট ২৪ সেকেন্ড পর আবার বলে উঠলো Q তে আপনার অবস্থান ১, আপনাকে অপেক্ষ করতে হবে ৭ সেকেন্ড। এবার অপেক্ষা করলাম ৪ মিনিট ২৮ সেকেন্ড । Then অপর প্রান্ত থেকে একজন মহিলা দরাজ কন্ঠে বলে উঠলেন, স্যার কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ? কিন্তু তার কন্ঠ শোনার আগেই আমার ৯ মিনিট ৫২ সেকেন্ড নাই । সিম ব্লক করতে আবার গেল ৫ মিনিটের একটু বেশী । এটাই হলো আমাদের দেশের সেবার মান ।

আরো একটু বলি আমি তাকে বললাম যে ম্যাডাম ১ সেকেন্ড এর কথা বলে প্রায় ১০ মিনিট গেরলা কেন বলতে পারেন?
এক উত্তর সিসটেম এ প্রবলেম ছিল, এটা কেবল আমার বেলাই হয়েছে ভেবে অফিসে আসতেই জানতে পারলাম আমার কলিগরা ও একই বিরম্বনায় পরেছে বহুবার ।

তাহলে আমার প্রশ্ন কল থেকে টাকা আয়ের উৎস কি এই Help Center নাকি ব্যবহারকারীদের সাহায্যের নামে সময় নিয়ে খেলা ।
আসা করি এই সমস্যা আর হবে না গ্রামীন ফোনের ১২১ নম্বরে ।


রিয়াদ ফেরারী

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৩৪

নতুন বলেছেন: আপনার টাকা ফেরত দিয়েছে?

১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৩৫

রিয়াদ ফেরারী বলেছেন: ভাই নতুন টাকা ফেরত দিয়েছে এমন নজির কি আছেন ।

২| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: এই বিড়ম্ভনা থেকে মুক্তির পথ খোরা নেই।

৩| ১৭ ই মে, ২০১৫ সকাল ১১:০২

রুপম হাছান বলেছেন: যখন যে কোম্পানি কিংবা প্রতিষ্ঠান (হতে পারে সরকারী কিংবা বেসরকারী) যতই সুযোগ-সুবিধা ঘোষণা করে থাকে না কেনো ততই বিড়ম্বনার জালে আটকা পড়বে সাধারণ গ্রাহক। এটা মূলত গ্রাহক লেভেলের মানুষের সাথে এক ধরনের প্রতারণা। এতে করে কেউ অভিযোগ করার সুযোগ পায় না। এখানে আপনার অভিযোগটুকুও ডিনাই যোগ্য। হা হা হা।

{বিঃ দ্রঃ- সাময়িক অসুবিধার জন্য দুঃখিত- এর বাহিরে তাদের আর কিছু করার থাকে না!}

আপনার সমস্যার সমাধান হয়েছে তাতেই খুশি।

১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৩৬

রিয়াদ ফেরারী বলেছেন: ভাই রুপম হাছান আমি হাসি-কে গ্রহন করিলাম ।

৪| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১:৩৫

টি এম মাজাহর বলেছেন: শুধু কি গ্রামীন ফোন ! সবগুলাই একই রকম ধান্দাবাজ। আমার এক বন্ধুর ক্রেডিট কার্ড চুরি যাবার পরপরই বাস থেকে নেমে কল করে কার্ড ব্লক করবার চেষ্টা করতে গিয়েও সেই একই ধন্দা! ইতোমধ্যেই বেচারার ৮০ হাজার টাকা চলে গেছে, এবং দুই বছর ধরে সে এই ব্যাক্কেল সালামী দিতে দিতে ফতুর! অব্শ্য ক্রেডিট কার্ড কোম্পানী একটু দয়া করেছিলো শেষবেলায়, সামান্য কিছু ইন্টারেস্ট ওয়েইভ করে বিশাল সম্মান (!) দিয়েছিলো।

৫| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

নতুন বলেছেন: এই কম্পানিগুলি যেমন বিদেশি ভাব দেখিয়ে সবকিছু অফার করে তেমনি তাদের আফটার সেলস সাভি`স, কম্প্লেন এর বিষয়টিও বিদেশিদের মতন করুক...

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

ব্লগ সার্চম্যান বলেছেন: কম্পানীগুলো আমাদের সাথে ভালো পতারনা করছে ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

৩ তারকা বলেছেন: টাকা পেরত লাগবে না শুধু বাটপারি টা বন্দ করলেই হবে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.