নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন সুন্দর কেবল উপভোগের জন্য নয়, অন্যের জন্য কিছু করা উচিৎ সবার ।

রিয়াদ ফেরারী

Wait

রিয়াদ ফেরারী › বিস্তারিত পোস্টঃ

যানজটে ঢাকা শহর

১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:২১

অনেক গুলো অন-লাইন পত্রিকায় আজ শিরোনাম হলো যানজটে ঢাকা শহর আজ ঢাক ।
ঢাকা শহর হলো পৃথিবীর মদ্ধে প্রথম শারির যানজটের শহর । জট-হীন ঢাকা ভাবাই যায় না ।
কিন্তু এই ভাবনা থেকে আমাদের বেড়িয়ে আসার প্রয়োজন । আর এই প্রয়োজনের কথা চিন্তা করে ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনাবল এনভায়রনমেন্ট প্রকল্পের অধীনে দুই সিটি করপোরেশন ও ডিএমপির ট্রাফিক বিভাগ যৌথভাবে এই কার্যক্রম শুরু করে গত শুক্রবার ।

কিন্তু বিধীবাম উদ্দ্যগ প্রথমেয় শেষ । শুক্রবার ও শনিবার একটু ভাল গেলেও আজ সকাল থেকে শুরু হয়েছে প্রচন্ড যানজট ।
পত্রিকায় দেখলাম যে সকালে যানজট পরিদর্শনে বের হন কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং তিনি যানজটের কথা চিন্তা করে নব্য পরীক্ষামূলক ডিজিটাল পদ্ধতি আপাততো বন্ধ রাখতে বলেন । এদিকে ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনারের নির্দেশের পর আজ সকাল সোয়া নয়টার পর থেকে সংশ্লিষ্ট সড়কে ডিজিটালের বদলে ম্যানুয়াল সিগন্যাল পদ্ধতি পুনরায় চালু করা হয় অর্থাৎ ৩ দিনের মাথায় system closed .ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মোসলেউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মূলত ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই যানজট সৃষ্টি হয়েছে। হাঃ হাঃ হাঃ না হেসে পারলাম না । সারা বিশ্ব ম্যানুয়াল সিগন্যাল পদ্ধতি বদলে ডিজিটালের দিকে যাচ্ছে আর আমরা কোই যাচ্ছি ।

কোটি কোটি টাকা খরচ করে এইসব ডিজিটাল শব্দ ব্যবহার না করে ম্যানুয়াল-এ থাকা ভাল , কারন হয়তো আমরা ভাল মানুষ না ।
আরো একটা ব্যপার মাথায় রাখা উচিৎ সরকারী উদ্ধতন কর্মকর্তা অথবা আসন প্রাপ্ত ব্যক্তিদের যে, তারা কিন্তু যানজটের বড় একটা কারন । তাদের মানশিকতার উন্নতি হওয়া প্রয়োজন অথবা উন্নত মানশিকতার পরিচয় বহন কার প্রয়োজন ।যানজটি পরলে wrong side দিয়ে গাড়ি নিয়ে যানজট সৃাষ্ট না করে ২/৪ মিনিট বসে সুষ্ঠুভাবে যওয়া ভাল ।
চলবে............................



রিয়াদ ফেরারী



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:২৮

হামিদ আহসান বলেছেন: হায়রে যান জট ...

২| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:২০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: Click This Link
তখন আর সমস্যা থাকবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.