নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন সুন্দর কেবল উপভোগের জন্য নয়, অন্যের জন্য কিছু করা উচিৎ সবার ।

রিয়াদ ফেরারী

Wait

রিয়াদ ফেরারী › বিস্তারিত পোস্টঃ

নগর পিতাকে কিছু প্রশ্ন এবং উত্তর

৩০ শে জুন, ২০১৫ সকাল ১০:৩৭

পাঠক আপনারা লেখাটি পড়ে রাগ করবেন না কারন লেখাটি সম্পূর্ন কাল্পনিক ।
আমরা জানি যে মাত্র কয়েক দিন আগে আমরা নগর পিতা পেয়েছি অনেক দিন পর ।তাাদের কাছে আমাদের কিছু চাওয়া আছে সন্তান হিসাবে, সেই উদ্দেশ্যে কিছু কাল্পনিক প্রশ্ন এবং উত্তর । আমি কোন কথা উঠার আগেই ক্ষমা চাই ।।।।।।

প্রশ্ন কর্তাঃ- বাবা নগরের জলাবদ্ধতা দুর হবে কবে ?

পিতাঃ- জলাবদ্ধতা একটি সামাজিক সমস্যা, এই সমস্যা থেকে আমাদের বের হয়ে আসতে হবে । আসা করি বর্ষা মৌসুম শেষ হলে আর এই সমস্যা থাকবে না ।

প্রশ্ন কর্তাঃ-ড্রেনেজ লাইনের অবস্থা বেহাল, ময়লা যথা সময় পরিস্কার করার কোন পরিকল্পনা আছে কি ?

পিতাঃ-এ ব্যপারে আমার অনেক বড় একটা পরিকল্পনা রয়েছে, সেটা পরে বলবো । কিন্তু বর্তমানে তোমাদের অসুবিধার জন্য আমি সকল ড্রেন ভেঙ্গে সু----রঙ্গ তৈরীর ব্যবস্থা গহন করছি । যাতে করে ড্রেনেজ লাইনের উন্নতিসহ এফ.ডি.সি এর কিছু শুটিং করা যায় । সরকারের আয় বৃদ্ধি হবে বলে আমি মনে করি ।

প্রশ্ন কর্তাঃ- যানজট নিরোসনের কোন পথ দেখলেন কি ?

পিতাঃ-সকল পথেই-তো জট, তুমি বাবা কি যে প্রশ্ন করো বুঝিনা । একটা সহজ প্রশ্ন করো যাতে উত্তর easy দিতে পারি ।
যানজট নিরোসনের জন্য প্রধান সমস্যা হল যানবাহন তাই আমি চাইছি শহরে কোন যানবাহন রাখবো না । হিঃ হিঃ হিঃ ভাল ভালনা বাবা ।

প্রশ্ন কর্তাঃ- আপনার আওতায় যে রাস্তাগুলো সেগুলোর ও তো বেহাল অবস্থা তাই না ?

পিতাঃ- আমার সকল রাস্তার-ই বেহাল অবস্থা, তোমাদের বলে বোঝাতে পারবো না ।

প্রশ্ন কর্তাঃ- সড়কের বাতিগুলো যায় যায় অবস্থা ?

পিতাঃ- হ্যাঁ আমি সেটা দেখেছি, আসলে বাতি গুলো টুনি বাতির মতো জ্বলে আর নেভে তাই না । আমার কিন্তু ভালই লাগে মনে হয় কোন বিয়ে বাড়িতে যাচ্ছি। তুমি কিন্তু এভাবে দেখলে পারো যে ঈদের আগে lighting করা হয়েছে সড়ক গুলোতে ।

প্রশ্ন কর্তাঃ- অবৈধ দখল মুক্ত করার চিন্তা কি?

পিতাঃ- খুবই একটা চমৎকার প্রশ্ন । আমরা সবাইতো দখলদার সুতরাং মুক্ত করবো কিভাবে । তবে আসা আছে কিছু জমি দখল মুক্ত করে মার্কেট তৈরী করবো । দেখ একটা কথা বলি আমাকে আর প্রশ্ন করো না , আমি তোমাকে একটা দোকান বরাদ্ধ দিয়ে দেব ।



পাঠক আমার পুরো লেখাটা একটা কল্পণিক সুতরাং কেউ যদি কষ্ট পান তাহলে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি । ভাল থাকবেন ।

রিয়াদ ফেরারী

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৬

জুনায়েদ জুবেরী বলেছেন: কস্ট পায়নি, হাসি পেলো।

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৯

রিয়াদ ফেরারী বলেছেন: ভাই গত পরশু দেখলাম পিতারা বিভিন্ন প্রশ্নে উত্তর দিচ্ছে, তাই তুলে দিলাম । কিন্তু সবাই তো স্বভাবিক ভাবে নাও নিতে পারে তাই কস্টের কথা বলা ।

২| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:০১

ভয়ংকর বিশু বলেছেন: সকল পিতাই প্রায় একই ধরনের কথা কয়: ১০০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, মন্ত্রনালয়ের অনুমদনের অপেক্ষায় আছি।

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:২০

রিয়াদ ফেরারী বলেছেন: অনুমদনের অপেক্ষায় থাকবে সবসময়, হবে না কিছুই আর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.