নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন সুন্দর কেবল উপভোগের জন্য নয়, অন্যের জন্য কিছু করা উচিৎ সবার ।

রিয়াদ ফেরারী

Wait

রিয়াদ ফেরারী › বিস্তারিত পোস্টঃ

কাজের সময় মোবাইল নয়

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করতে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
লেখাটি গতকাল গড়ে খুব ভাল লাগলো কেননা ডিউটিরত অবস্থায় মোবাইল ব্যবহার করলে সঠিক ভাবে দায়িত্ব পালোন করা সম্ভব না ।
তবে তিনি এইটুকু বলেছেন প্রয়োজন হলে ইউনিটের যে দায়িত্বে থাকবেন তিনি নির্দিস্ট একটা নম্বর ব্যবহার করতে পারবেন ।
সুন্দর , সব সুন্দর কথা.....................................................

এবার আসি কিছু ঘটনায়-
১. কাল আমার সেমিস্টার পরীক্ষা থাকায় আমি ৫টায় অপিস থেকে বের হই। টিক বনানী ১১ নম্বরের মাথায় আসতে দেখি একজন সার্জেন্ট এবং একজন এ,এস.আই দায়িত্বে রয়েছেন এবং তারা দুজন-ই মোবাইলে কথা বলছেন । বাহ.. তাদের কর্মকান্ড আগের দিন মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক কি বলেছেন আর তারা কি করছেন ।

২.পরীক্ষা শেষ করে র্ফাম-গেটে যাই একটা ব্যক্তিগত কাজে, রোকেয় সরনী এবং বিজয় সরনীর সংযোগ স্থানে একজন টি.আই খুব হাস্যজ্জল ভাবে কার সাথে কথা বলে যাচ্ছে । অফিসের কথা কেউ এভাবে বলবেনা ।


৩.নিজের মনের সাধ মিটাতে আরো একটু সামনে খুজতে থাকি কেউ আর কথা বলে কি না । মজার ব্যপার হলো খামার বাড়ী, সংসদের সামনে, রাপা প্লাজার সামনে যেখানেই ট্যাফিক পুলিশের একাধিক কর্মকর্তা বা কর্মচারী আছে তাদের কেউ না কেউ মোবাইলে কথা বলছে । হা...হা...হা...হাসি পেলো এদের দেখে ।

৪.কেবল ট্যাফিক পুলিশ ই না থানা পুলিশতো সব সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত । কি করা যাবে তাহলে ্

৫. শেষ ঘটনা আজ সকালে অফিসে আসার সময় জাহাঙ্গির গেটে সিগনালে পরি দেখি এক টি.আই ফোনে কথা বলে যাচ্ছে । তো আমি পাশে দাড়িয়ে থাকা একজন কে কথা টা বলতেই তিনি বললেন স্যার হয়তো জ্যাম ক্লিয়ার করার জন্য কথা বলছেন । তাহলে ওয়াকি-টকী কেন দেওয়া হল পুলিশদের ?


পরিশেষে অমি বলতে চাই আমি কোন উসকানি বা খারাপ ভাবে পুলিশ কে উপস্থাপন করছি না , কেবল বলছি আমাদের মানষীকতা ।
আসলে আমরা নিজেরা সংসধোন না হলে বলে কোন লাভ নাই ।



রিয়াদ ফেরারী

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.