নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন সুন্দর কেবল উপভোগের জন্য নয়, অন্যের জন্য কিছু করা উচিৎ সবার ।

রিয়াদ ফেরারী

Wait

রিয়াদ ফেরারী › বিস্তারিত পোস্টঃ

। কোঠা পদ্ধতির বিলুপ্তি প্রয়োজন ।

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

প্রিয় পাঠক আমি আগেই বলে নিচ্ছি এটা কেবল আমার চাওয়া সুতরাং লেখাটি পড়ে কারো মনে কষ্ট পেলে আমি আগের ক্ষমা চেয়ে নিচ্ছি । আমাদের ১ লক্ষ ৪৪ হাজার বর্গ কিঃমিঃ ছোট্ট একটি দেশে । শষ্য শ্যমলা এই দেশ দেখে যে কেউ মুগ্ধ হবে কিন্তু এটা তো বহ্যিক দৃষ্টি এবার একটু ভেতরে আসা যাক ।আমাদের এই দেশে বিভিন্ন ধরনের নিয়োম প্রচলন রয়েছে ভ্যট, ট্রাক্স,লেভি এগুলো সরকারী রাজস্ব এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কোঠা একটি শব্দ প্রচলন রয়েছে । আমি ব্যক্তিগত ভাবে কোঠা পদ্ধতির বিরোধিতা করছি । কেন করছি তা ধাপে ধাপে জানতে পারবেন । শিক্ষাক্ষেত্রে আমাদের একটা কোঠ পদ্ধতি রয়েছে । স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা , উপজাতি কোঠা, রাজনৈতিক কোঠা,অবসর প্রাপ্ত শিক্ষক পোষ কোঠা ইত্যাদি ইত্যাদি । কেবল শিক্ষার ক্ষেত্রে নয় চাকুরী , ব্যবসা এমন কি এখন লোন নিতে গেলেও কোঠা পের হতে হয় । কিন্তু এই কোঠা ব্যবস্থা দেশের জন্য একটা বড় হুমকি সরুপ । এই কোঠা ব্যবস্থা আমাদের কোন প্রকার লাভ তো হচ্ছেনা বরং আমার মনে হয় ক্ষতি হচ্ছে বেশী । আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এটাই হল রড় পাওয়া । কিন্তু তার জন্য কোঠা কেন ? আমার বাবা বাংকে চাকুরী করেছেন ৭১ সনে, সে সরাসরি যুদ্ধে যোগদান করতে পারেনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, সাহায্য করেছেন নিজের বেতনের পুরো টাকা দিয়ে । এমন কি বাবা একবার তাদের হাতে আটোক ও হয়েছিলেন । কিন্তু আমার বাবার কোন মুক্তিযোদ্ধা সনদ নেই বা মুক্তিযোদ্ধা বলেন না। আমার ফুপাতো ভাই কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা কারও জানা নেই কিন্তু তার মুক্তিযোদ্ধা সনদ রয়েছে । তার ছেলে ছাত্র খুব ভাল না কিন্তু মুক্তিযোদ্ধা কোঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ।উপোজাতি কোঠা বলে একটা কথা রয়েছে । উপোজাতিদের শিক্ষা বিস্তার করতে সরকার উপোজাতি কোঠার প্রবর্তন করেন । ভাল উদ্দোগ মনে হলেও আসলে মান সন্মত শির্ক্ষাথী বের হচ্ছে না । বাকি কোঠা গুলো নিয়ে আর বলতে চাই না ।



রিয়াদ ফেরারী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

মঞ্জু রানী সরকার বলেছেন: বিষয়টি নিয়ে এখনই ভাবতে হবে

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ফ্রিটক বলেছেন: কোটা পদ্ধতি একটা প্রহসন ছাড়া কিছু নয়। সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.