নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবন সুন্দর কেবল উপভোগের জন্য নয়, অন্যের জন্য কিছু করা উচিৎ সবার ।

রিয়াদ ফেরারী

Wait

রিয়াদ ফেরারী › বিস্তারিত পোস্টঃ

পুলিশ প্রধান, নগর পিতা এবং যোগাযোগ মন্ত্রী কাছে প্রশ্ন,ফ্লাগ স্ট্যান্ড আর কালো কাঁচের গাড়ি কি ?

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

সকল জন-সাধারনদের সালাম দিয়ে লেখা শুরু করলাম ।

ঘটনা ১:- আজকের বিযয়টা পড়ে আপনিও বুঝতে পারছেন কি পরিমান বিড়ম্বনায় আপনিও পড়ের ফ্লাগ স্ট্যান্ড আর কালো কাঁচের গাড়ির জন্য । একটা একটা করে বলি যদি সময় হয় তাহলে একটু মনোযোগ দিয়ে পড়বেন, যে আমাদের সরকারী কর্মকর্তা কত খারাপ ।
গতকালের একটা ঘটনা দিয়ে শুরু করি । সাইন্স ল্যাব দিয়ে সেন্ট্রাল রোডে যাচ্ছিলাম, কালো রংয়ের একটা পাজেরো গাড়ি হলুধ ক্যাবকে পেছন থেকে আঘাত করে যার কারনে জ্যামের সৃষ্টি হয় । গাড়িতে বসা যিনি তিনি কোন সরকারী চাকুরীজিবী নন , তিনি গাড়ি প্রাপ্ত ব্যক্তির কন্যা । বাবাকে ফোন করে বলতেই ,কই থেকে ট্যাফিক এসে ক্যাব চালককে বকাবকি শুরু করলো । আমি কাছে যেতেই ট্যাফিক বলে উঠলো এটা আইনের ব্যপার আপনি চলে যান । যাই হোক আমি থাকাতে পরে ট্যাফিক অবশ্য গাড়ি ছেড়েদেয় ।

ঘটনা ২ :- মিরপুর থেকে ফার্মগেট যাচ্ছিলাম , তালতলার কছে একটু জ্যাম আর শুরু হলো সেই কাল জয়ী হর্ণ । কালো কাচে গাড়ি ঢাকা , দেখার উপায় নাই কে ভিতরে বসে আছে । ট্রাফিক-তো পাগল হয়ে গেল রাস্তা পরিষ্কার করার জন্য ।


ঘটনা ৩ :- আজ সকালের কথা বলি কারন এমন এতো অনিয়ম আছে যা হয়তো আপনাদের পরতে আর ভাল লাগবে না ।
সকালে এফ.ডি.সি দিয়ে হাতির ঝিল রোড দিয়ে গুলশান অফিসে আসছিলাম । হাতির ঝিল এ ঢুকে বায়ে মোড় নিতেই জ্যাম করন রং সাইড দিয়ে ফ্লাগ স্ট্যান্ড একটি গাড়ি চলে এসেছে । আমি ইসারা করতেই চেচিয়ে উঠল গাড়িতে বসা পুলিশ, পাশের পুলিশ এসে আমাকে পারলে মেরে পেলে । হঠাৎ একজন আমার ব্যাগ প্যাক টা চেক করতে চলে আসলো । আমি তাদের ব্যাগ দিয়ে এস.আই কে বলরাম আমরা তো আইন মানী বা না মানলে কেস হয় আপনারা কি করলেন এটা । একজন বলে বসল আমাদের ক্ষমতা নেই তাদের কিছু বলার ।


যাই হোক এবার আমার প্রশ্ন, এই আমলারা তো আমাদের টাকায় বেতন পান , আমাদের টাকায় চলেন - তাদের ব্যস্ততা আছে আমাদের কি নাই । পুলিশ প্রধান, নগর পিতা এবং যোগাযোগ মন্ত্রী কাছে প্রশ্ন----- আমি উত্তর চাই .........................



রিয়াদ ফেরারী

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের কানে তুলো চোখে ঠুলি!

তারা কি জানেনা মনে করেন!

বরং বেশ সস্নেহ প্রশয়েই চলছে অনিয়ম! ভাটা ঐ পুলিশের মতো যে বলেছে আপনার অধীকার নাই তাদের কিছূ বলার- মানে পারলে ঠেকা টাইপ!
এখন পারলে ঠেকান?
ঠেকাতে গেলে হয়ে যাবেন জঙ্গি, সন্ত্রাসী! নিজেরাই পকেটে পুটলা ঢুকায়া দিব চালান কইরা!
ব্যাস!

সুশীল প্রশ্নে সমাধান আসবেনা। চাই কাল বদলের জোর চপেটাঘাত! তবে যদি কিছু আশা করা যায়!!!!!!

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

রিয়াদ ফেরারী বলেছেন: ভাই মত প্রকাশের উপর কবে যে আবার ফ্লাগ স্ট্যান্ড থাকবে তাই ভাবছি ।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

তট রেখা বলেছেন: এখানেই কবি নিরব!

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

ঢাকাবাসী বলেছেন: এরকম ট্রাফিক আইন বিহীন বা আইন অমান্য করার দেশ দুনিয়াতে আর নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.