নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।ইসলামের সাথে অন্য কিছু মিলাতে রাজি না।আমি সেই ইসলামে বিশ্বাস করি যা মধ্য যুগে এসেও সর্বাধুনিক। যারা কুরআন হাদিসের আধুনিকায়ন চায় তারা মুনাফিক।

অবিবাহিত জাহিদ

আল্লাহর কাছে আত্মসমর্পনকারী একজন মুসলিম।

অবিবাহিত জাহিদ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা আসে কোত্থেকে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১

তাওহিদভিত্তিক ভালবাসা না হলে সে সম্পর্ক কখনই টিকবে না, টিকবে না। টেকেনি।
বাবা-মা, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব ইত্যাদি যেকোন সম্পর্কের ভিত্তি অবশ্যই তাওহিদ হতে হবে। যদি না হয়, তবে সে সম্পর্ক আল্লাহই নষ্ট করে দেবেন।
নুহ(আ)-কিনআন, ইব্রাহিম(আ)-আযর, মুহাম্মাদ(স)-আবু লাহাব ইত্যাদি সম্পর্কগুলোর শুরুতে পাহাড় পরিমান ভালবাসা থাকলেও, স্রেফ তাওহিদের উপস্থিতিতে সে সম্পর্কগুলো তাসের ঘরের মত ভেঙে পড়েছে।
আবার আওস ও খাযরাজ গোত্রের মধ্যে শত বছরের শত্রুতা থাকা সত্বেও তাদের ভেতরে আল্লাহপাক এমন অতুলনীয় ভালবাসা ও সম্প্রীতি স্থাপন করে দিয়েছেন যে, তাঁরা আজও উপমা হয়ে আছেন।
আল্লাহপাক বলেন,
'আর তিনি তাদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করেছেন। যদি তুমি যমীনে যা আছে, তার সবকিছু ব্যয় করতে, তবুও তাদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন, নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান।'
Al-Quran (8:63)

Rowshon Kabir

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:


শুধু ভ্যালেন্টাইন ডে পালন না করে, "তাওহিদ ভ্যালেন্টাইন ডে" চালু হোক, তা'হলে ভালোবাসা মজবুত হবে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

অবিবাহিত জাহিদ বলেছেন: মুসলিম কোন দিবস পালন করাকে সমর্থন করে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৬

অবিবাহিত জাহিদ বলেছেন: মুসলিম হলে তার ভালবাসা একমাত্র আল্লাহর জন্য হবে, আমার পোষ্ট মুসলিমদের জন্য।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৭

নতুন বলেছেন: তাওহিদভিত্তিক ভালবাসা না হলে সে সম্পর্ক কখনই টিকবে না, টিকবে না। টেকেনি।
বাবা-মা, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব ইত্যাদি যেকোন সম্পর্কের ভিত্তি অবশ্যই তাওহিদ হতে হবে। যদি না হয়, তবে সে সম্পর্ক আল্লাহই নষ্ট করে দেবেন।


তাহলে দুনিয়াতে অমুসলিমদের মাঝে ভালোবাসা নেই?? আর যদিও তারা চেস্টা করে সেটা আল্লাহ নস্ট করে দিয়েছেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

অবিবাহিত জাহিদ বলেছেন: তাদের ভালবাসার নমুনা তো দেখতেই পারছি.।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

অবিবাহিত জাহিদ বলেছেন: ডাস্টবিনে বাচ্চা ফেলে রাখা কোন ভালবাসার নমূনা?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৯

বক্রহীন বলেছেন: বিয়ের আগে বা পরে, অন্য নারী বা পুরুষের সাথে বিনা প্রয়োজনে বা অযাচিত ভাবে কথা বলাটা হল প্রথম পযায়ের নষ্টামো যার থেকে সকল নষ্টামোর উৎপত্তি ...........................................

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

অবিবাহিত জাহিদ বলেছেন: সহমত। মন্তব্যর জন্য ধন্যবাদ

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

বিজন রয় বলেছেন: ভালবাসা একটি পবিত্র ব্যাপার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

অবিবাহিত জাহিদ বলেছেন: যদি তা বিয়ের পর হয় স্বামী-স্ত্রীর ভিতর

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

মুদ্‌দাকির বলেছেন: কি যে বুঝাইলেন? অন্যদের করা প্রশ্ন গুলোর উত্তর দিন!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

অবিবাহিত জাহিদ বলেছেন: আপনার প্রশ্ন বলেন অন্যদেরটা না ভাবলেও চলবে...।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

মুদ্‌দাকির বলেছেন:

আল কুরয়ান ৮ঃ৬৩ এর ব্যাখ্যা করেন। আর জানতে চাই অমুসলিমদের ভালোবাসার ভিত্তি কি ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

অবিবাহিত জাহিদ বলেছেন: কুরআন তো কোনদিন পড়েন নি বুঝবেন কি? ৮ মানে ৮ নম্বর সুরা আর ৬৩ মানে ৬৩ নং আয়াত

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

অবিবাহিত জাহিদ বলেছেন: তাদের ভিওিও তাওহিদ হতে হবে......

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

মুদ্‌দাকির বলেছেন: আমি সূরা আনফালের ৬৩ নং আয়াত এর ব্যাখ্যা চাইলাম। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

অবিবাহিত জাহিদ বলেছেন: ও
কষ্ট করে তাফসির থেকে পড়ে নিবেন আমার এতো সময় কই

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: ডাস্টবিনে বাচ্চা ফেলে রাখা কোন ভালবাসার নমূনা?

দুনিয়াতে কতজন অমুসলিম আছে আর কতটা বাচ্চা ফেলে রেখে যেতে দেখেছেন আপনি??

তাহলে দুনিয়াতে অমুসলিমদের মাঝে ভালোবাসা নেই?? আর যদিও তারা চেস্টা করে সেটা আল্লাহ নস্ট করে দিয়েছেন?

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

মুদ্‌দাকির বলেছেন: যখন ব্লগে লিখবেন সময় নিয়ে লিখবেন!! যা লিখবেন বুঝে লিখবেন !! না বুঝে কুরয়ান হাদিস কপচাবেন না, কেউ ভুল বুঝলে আল্লাহ দায় আপনার ঘারে চাপাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.