নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ও শান্তির অন্বেষায় ...

জোবাইর

বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।

জোবাইর › বিস্তারিত পোস্টঃ

ওয়াইফাই কী ও কিভাবে কাজ করে

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৩



WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কী:

একটি সীমিত এলাকা অর্থাৎ একই ভবন, পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি অফিস বা এপার্টমেন্টে অবস্থিত কমপিউটারসমূহ, প্রিন্টার ও অন্য কোন বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তারের পরিবর্তে রেডিও তরঙ্গের মাধ্যমে স্থাপিত আন্তঃসংযোগ ব্যবস্থাকে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) বলে।



উপরের ছবিটি একটি ব্রডব্যান্ড লাইন থেকে একাধিক কমপিউটারে ইন্টারনেট কানেকশনের একটি ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কে প্রয়োজন একটি মডেম ও একটি ওয়ারলেস রয়টার। যে কোন কমপিউটারে ওয়্যারলেস এডাপটার অথবা ওয়্যারলেস কার্ড ইন্সটল থাকলে এই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেকশন শেয়ার করতে গারবে।



Wi-Fi ("wireless fidelity") হচ্ছে একটি বিশেষ ধরনের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের টার্ম বা ট্রেড মার্ক যেখানে ওয়াইফাই এলাইয়েন্স নামে একটি কমিটি কর্তৃক পরীক্ষীত ও অনুমোদিত হার্ডওয়্যার ও স্পেসিপিকেশন ব্যবহার করা হয়। এর প্রধান উদ্দেশ্য বিভিন্ন কোম্পানীর ওয়্যারলেস নেটওয়ার্কের ডিভাইসরগুলি যাতে পরষ্পরের সাথে কাজ করতে পারে। এছাড়া নেটওযার্কটির কনফিগারেশনসহ অন্যান্য টেকনিক্যাল বিষয়ের একটি স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করা। ব্যাবহারকারীদের জন্য সুবিধা হচ্ছে, যদি কারো মোবাইল ফোন বা ল্যাপটপে Wi-Fi এডাপটার থাকে, তবে এটি যে কোন Wi-Fi নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে। সুতরাং আমরা বলতে পারি সব ওয়াইপাই নেটওয়ার্ক হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু সব ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইপাই নেটওয়ার্ক নয়।



একটি ওয়াইফাই রয়টার/একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে কোন বিশেষ স্থানে যখন ওয়ারলেস ইন্টারনেট কানেকশনের সুবিধা প্রদান করা হয় তখন সেই স্থানকে Hot Spot বলা হয়। একাধিক একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে সৃষ্ট হটস্পটগুলোকে সমন্বয় করে যখন বড় এলাকা ভিত্তিক একটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয় তখন সেই এলাকাকে Wi-Fi Zone বলা হয়।

মোবাইল ব্রডব্যান্ড বনাম ওয়াইফাই হটস্পট: মোবাইল ব্রডব্যান্ড সেবা সাধারণত মোবাইল ফোনের কোম্পানীগুলো দিয়ে থাকে। সুতরাং প্রায় সব জায়গা থেকে (মোবাইল ফোন নেটওয়ার্ক) মোবাইল ফোন বা ওয়ারলেস মডেমের সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। ওয়াইফাই হটস্পটে এই সুযোগ একটি সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ। ইদানীং বড় বড় শহরের বাস/ট্রেন স্টেশন, শপিং সেন্টার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ওয়াইফাই জোন সৃষ্টি করা হচ্ছে। মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের মাসিক চার্জ বেশী। এছাড়া একদেশ থেকে অন্য দেশে গেলে মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস কাজ করে না, যদি কাজ করে তবে চার্জ হয় খুবই বেশী। তাই নিজস্ব ল্যাপটাপ বা মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় সময়ের জন্য ওয়াইফাই হটস্পট থেকে ইন্টারনেট কানেকশন সস্তা। ইদানিং বিভিন্ন শহরের ওয়াইফাই হটস্পটের তালিকা নেটে পাওয়া যায়।

যারা ব্যাবসা ভিত্তিক কাজে ওয়াইফাই নেটওযার্ক ব্যাবহার করতে চান তাদের জন্য নিম্নে কিছু লিংক দেয়া হল।

PolkaSpots

W-HotSpot Business

VPN Network



পুরানো পোস্ট:

এম পি থ্রী কিভাবে কাজ করে

ব্লু রে কিভাবে কাজ করে

(চলবে)

মন্তব্য ২৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৮

ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভাই কোডে কোন জায়গায় width height লেখেন বললেন না:(

html এ তো ডাবল কোট দিয়া লিঙ্ক ব্লক থাকে, এইখানে তো অন্য জিনিস। একটূ মেইল কইরা বলেন দরকার হইলে।
[email protected]

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৯

জোবাইর বলেছেন: আসলে আমি সামহুর 'ছবিযুক্ত' বা ' ছবি আপলোড' ফাংশান ব্যবহার করি না। লিংকের মাধ্যমে অন্য পেজ থেকে ছবি যুক্ত করি। তাই ব্যাপারটা বুঝানো একটু জঠিল!!!

২| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫১

ট্র্যানজিস্টার বলেছেন: উদ্যোগ প্রশংসার দাবিদার, কিন্তু আপনার উপস্থাপনা অতি জটিল। এভাবে এগোনো যেত না? ল্যান>রাউটার>ওয়্যারলেস রাউটার> ৮০২.১১ প্রটোকল > WLAN

তদুপরি এই চমৎকার উদ্যোগকে স্বাগত জানাই।

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৯

জোবাইর বলেছেন: ধন্যবাদ। ওয়াইফাই সম্পর্কে বেসিক ধারণা দেয়ার উদ্দেশ্যে পোস্টটি লেখা। তাই অন্যান্য প্রসঙ্গ আলাপ করিনি।

৩| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৬

মাজুল হাসান বলেছেন: সুন্দর পোস্ট। ধন্যবাদ আপনাকে।

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০২

জোবাইর বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৮

ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমিও আসলে তাই ট্রাই করতাছি। কিন্তু এইচটিএমএল আর সামুর ছবি যোগ করার কোড একরকম না দেখে বুঝতাসি না।

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৫

জোবাইর বলেছেন: আপনার কোড শুরুর দিকে ঠিক আছে, শেষের দিকে হবে এরকম:
.jpg' width='500' height='318]
টেস্ট করে দেখুন। তবে খুব বেশী বড় ছবি ব্লগে দেওয়া উচিত না।

৫| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৬

পথিক!!!!!!! বলেছেন: Hi tech Post

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৬

জোবাইর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩৬

অলস ছেলে বলেছেন: ধন্যবাদ। কিভাবে কাজ করে জানিনা, ব্যবহার করি। ভালো জিনিস। :)

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৯

জোবাইর বলেছেন: ধন্যবাদ, কাজ চললেই হল।

৭| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৬

ফিউশন ফাইভ বলেছেন: ভালো পোস্ট। ঢাকায় আমরা ওয়াই-ফাই যুগের সূচনা হওয়ার অপেক্ষায় প্রহর গুণছি।

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৮

জোবাইর বলেছেন: ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই চালু হবে। ওয়াই-ফাই যুগে স্বাগতম।

৮| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৮

ফারহান দাউদ বলেছেন: ভালো পোস্ট।

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১২

জোবাইর বলেছেন: ধন্যবাদ

৯| ১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

অ্যামাটার বলেছেন: আমি তো বনানীতে কয়েকটা হটস্পটে এখন পাই।

১০| ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

চাতকপাখি বলেছেন: ভাই আপনে একজন টেকি ব্লগার ।
আমাদের মত দরিদ্র ব্লগার অনায়াসে আপনার উপর নির্ভর করতে পারি।
ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৩

জোবাইর বলেছেন: এভাবে লজ্জা দেবেন না! আমার মত একজন সাধারণ ব্লগারের পোস্টে আপনার আগমন ও মন্তব্যের জন্য সহস্র ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৭

উরিবাবা বলেছেন: ধন্যবাদ। ভালো পোস্ট। অনেক কিছু জানতে পারলাম।

২২ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৩

জোবাইর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১২| ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৫

শত রুপা বলেছেন: +

১৩| ২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:১২

মহসিন০৮ বলেছেন: ভাল পোস্ট। ধন্যবাদ .............

১৪| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৮

সুমন জেবা বলেছেন: [একটি ওয়াইফাই রয়টার/একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে কোন বিশেষ স্থানে যখন ওয়ারলেস ইন্টারনেট কানেকশনের সুবিধা প্রদান করা হয় তখন সেই স্থানকে Hot Spot বলা হয়। একাধিক একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে সৃষ্ট হটস্পটগুলোকে সমন্বয় করে যখন বড় এলাকা ভিত্তিক একটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয় তখন সেই এলাকাকে Wi-Fi Zone বলা হয়।]

অনেক কিছু জানতে পারলাম।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০

অরনপ বলেছেন: খুব কাজের টপিক। ধন্যবাদ শেয়ার করার জন্য। ।আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস । এর আগেও একটা টিপস্ পেয়েছিলা এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম এখানে< http://muktomoncho.com/archives/1497

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.