নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

aalaapchari

আলাপচারী

alone and keep silence

আলাপচারী › বিস্তারিত পোস্টঃ

ভন্ডামি : প্রথম আলো ষ্টাইল

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

স্থান ঃ ধানমন্ডি সুলতানা কামাল ক্রিড়া কমপ্লেক্স। প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারী।
প্রথম ২ বছর ফ্রি সার্ভিস। এরপর এখন থেকে ফেলো কড়ি মাখো তেল। অনুষ্ঠানের নামে কর্পোরেট পণ্য বিক্রির পসরা। আগের বছর গুলোতে ডাম্পি করে পণ্য বিক্রি করে এখন সুদে আসলে উসুল।

ভয়ংকর লম্বা লাইন ভিতরে ঢোকার জন্য। একটি মাত্র আর্চওয়ে। চাইলেই ৪টি আর্চওয়ে করে মানুষকে দ্রুত ঢোকানো যেত। কিন্তু উদ্দেশ্যতো ভিন্ন। বিজ্ঞাপণ। এত্তো বড় লাইন দেখে আগতদের মনে সমীহ পয়দা করা, ”কত্তো বড় আয়োজক !”। নব্য মধ্যবিত্ত হওয়ার উদগ্র বাসনায় নিমজ্জিত লাইনে দাড়ানো মানুষের মনে দেবতার আসন পায় ”প্রথম আলো”।

অনেক ব্যাংক এই আকামটি করে। লম্বা লাইনে গ্রাহক দাড় করিয়ে গ্রাহকের মনে এই প্রতীতি জন্মায়, ”দেখো আমরা কত ব্যস্ত বাগীশ বড় ব্যাংক।” অথচ মাল্টিন্যাশনাল ব্যাংকে দেখেছি ভীড় বাড়া মাত্রই স্বয়ং ম্যানেজার এসে তাৎক্ষণীৎ এক বা একাধিক কাউন্টার খুলে চটপটে এক্সিকিউটিভ বসিয়ে গ্রাহক বিদায় করে। তাদের ভীড় দেখিয়ে বিজ্ঞাপনের দরকার হয় না। কাজ দ্রুত এক্সিকিউট করাই বিজ্ঞাপন।

একমাত্র আর্চ দিয়ে ঢুকতে ঢুকতে প্রধান নিরাপত্তা অফিসারকে বললাম, ” এই যে আমরা ঢুকছি, এ পর্যন্ত অন্ততঃ দশ হাজার হবে না ঢুকেছি?” বিদ্রুপ আচঁ করতে না পেরে গর্বিত হাসি দিয়ে অফিসার বললো, ”এর বেশি হবে স্যার।”
বললাম, ”দশ হাজার আগতদের অন্ততঃ চার হাজার আগতদের হাতে ব্যাগ, প্রত্যেককে চেক করলেন ফিজিক্যালি, ইলেকট্রনিক বীপ থাকা সত্তেও, কিছু পেলেন ??” উত্তর, ”নাহ্”।
আমার আবার প্রশ্ন, ”কেন তা হলে চেকিংয়ের নামে এ হয়রানী ??” চাইলেই অন্ততঃ ৪টি আর্চওয়ে করে দ্রুত লোক ঢুকানো যেত, যেত না ??, নাকি দর্শনাদারীর বাণিজ্য ??”
নিরাপত্তা অফিসারতো। সামরিক বাহিনীদের জাত ভাই। মাথায় কিছু ঢুকলো বলে মনে হোল না। লেফট রাইট করতে করতে মাথার ঘিলু বুটে চলে যায়।
প্রথম আলোর আয়োজিত এবারের মেলায় ফ্রি সার্ভিস এবার নেই। এবার শুধু ষ্টল বসিয়ে বাণিজ্য আর বাণিজ্য। শুধু প্রথম আলোর নিজস্ব উপজাত পণ্য। কে বলে বাঙালীর ব্যবসা বুদ্ধি নেই ? দিন বদলাইছে না ??

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে বলে বাঙালীর ব্যবসা বুদ্ধি নেই ? দিন বদলাইছে না ??
=p~ =p~ =p~

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

আলাপচারী বলেছেন: ধন্যবাদ। সেলিব্রিটি ব্লগার।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

আবু শাকিল বলেছেন: মতিআলুর ব্যবসা ভাল।
দেশপ্রেম!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

আলাপচারী বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

মুদ্‌দাকির বলেছেন: সবই ব্যাবসা অথবা তার জন্য বিজ্ঞাপন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

আলাপচারী বলেছেন: ওরা জাষ্ট কোলকাতার আনন্দ বাজারকে অনুসরণ করছে। কদমে কদমে। ওরা (আনন্দ বাজার) প্রথমে পত্রিকা খুলেছে। অতঃপর প্রকাশনী (আনন্দ বাজার প্রকাশনী), তার আগে দালাল লেখক, পোষ্য লেখক পয়দা করেছে।
তেমনী প্রথম আলো প্রথমে পত্রিকা, তারপর প্রথমা প্রকাশনী, এর ফাঁকে মুষ্টিমেয় লেখক শ্রেনী।
"প্রথম আলো" নামটাও কোলকাতা থেকে ধার করা। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস "প্রথম আলো" থেকে আলোকিত হয়ে। "প্রথম আলো" উপন্যাস পড়লেই বুঝতে পারবেন এরা (মতির প্রথম আলো) কি চাইছে, কি হতে আশা করছে।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

আলাপচারী বলেছেন: মতি বাম দল করতেন, এখন মাড়োয়ারি ব্যবসায়ীর বাড়া।
সহ. সম্পাদক - সাজ্জাদ শরীফ নিম বুদ্ধিজীবি, নিম নাস্তিক এখন আনন্দ বাজারের অনুসারী।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

আরণ্যক রাখাল বলেছেন: প্রথমালু যারা পড়ে, তারা আকাঠ অকর্মা! নিজের টাকায় দেশদ্রোহী পোষে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আলাপচারী বলেছেন: "প্রথম আলো" প্রগতিশীল বেশে ঝুপা পেটি বুর্জোয়া।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫২

প্রবাসী পাঠক বলেছেন: সবটুকুই ব্যবসা!!!

৭| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: বানিজ্য বসতি লক্ষী।।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: আনন্দবাজারের পদাঙ্ক সবার প্রথমে শুরু করেছে জনকন্ঠ যার গ্লোবাল টাওয়ারটা হলো সবচেয়ে বড় উদাহরন। তার আগেও এই শিল্প ছিলো এই যেমন বিএনপির দিনকাল বা জামাতের দৈনিকসংগ্রাম। জনকন্ঠ এটিকে প্রথম কর্পোরেট রূপ দেয়ার চেষ্টা করে। কিন্তু লীগের পতনের পর তারা সেটা অব্যাহত রাখতে পারেনি। এমনকি জনকন্ঠের প্রধান প্রতিষ্ঠান টেন্ডারবাজীতে যে বিপুল সুবিধা পেতো তাও বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাবসার ব হু শাখা প্রশাখা তৈরী হওয়ায় তাদের আর তেমন গায়ে লাগে না। প্রথম আলো এসে নান্দনিক রূপ দেয় যদিও ট্রান্সকমের টাকা তার ব হু আগে থেকেই।

সবাই খালি উপরেরটা দেখে, আদিতে কি ছিলো সেটা দেখে না!

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

আলাপচারী বলেছেন: আলাপচারী বলেছেন: ধন্যবাদ ভাই।
হ্যাঁ, জনকন্ঠের উত্থানও এই ভাবেই। এখনও ওরা ইন্ডিয়ান কাগজ মুদ্রণে ব্যবহার করে।
নানা মুখী ব্যবসায় ফুলে কলাগাছ।
নিজ জনকন্ঠের সাংবাদিক, লেখকদেরকে অবজ্ঞা, দূব্যর্বহার মালিক কর্তৃক কয়েকবারই হয়েছে।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

আলাপচারী বলেছেন: ধন্যবাদ ভাই।
হ্যাঁ, জনকন্ঠের উত্থানও এই ভাবেই। এখনও ওরা ইন্ডিয়ান কাগজ মুদ্রণে ব্যবহার করে।
নানা মুখী ব্যবসায় ফুলে কলাগাছ।
নিজ জনকন্ঠের সাংবাদিক, লেখকদেরকে অবজ্ঞা, দূব্যর্বহার মালিক কর্তৃক কয়েকবারই হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.