নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধত্ব আর অন্ধকার বাদ দিয়ে, আলোকিত হই জেনে , নির্মাণ করি একটি সভ্য জাতি ।

ভারত ও পাকিস্তান বিরোধী

আশাফ আনিস

ভারত ও পাকি বিরোধী । পড়ছি ঢাবিতে । অবসরে বাংলা ভাষার উন্নয়নে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করি।

আশাফ আনিস › বিস্তারিত পোস্টঃ

মাননীয় সরকার , একটুও কী মনে হয় না বেশী করছেন ?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

আমি কখনো আগে প্রত্যক্ষভাবে বুঝি নি , ১৯৭১ সালের অসম্ভব জনপ্রিয় একটা দল , একজন প্রবাদ-প্রতিম নেতা কীভাবে ১৯৭৫ এ জনপ্রিয়তার শূন্যতার কোঠায় নেমে আসে ? বর্তমান বাংলাদেশ দেখলে বোঝা যায় আসলে । বিরোধী দলের একটা কর্মসূচী । আর কোন নেতাকর্মী গ্রেফতারের বাকী আছে কী ? সংবাদ সম্মেলনের সাথে সাথে গ্রেফতার । সেনাবাহিনী , পুলিশ , বীডিআর , সাথে ক্যাডার বাহিনী । একটা ব্লগ লিখতে ভয় লাগে গ্রেফতার হয়ে যাবো কিনা । বি এন পি যদি জামাত ছেড়ে দেয় , তাহলে এই সরকার আর কি অজুহাত দিবে তাদের ক্ষমতার বৈধতার ?

দেশটা চূড়ান্তভাবে বিভক্ত । রাস্তায় অঘোষিত কারফীঊ । আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম ?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

দৃঢ়তা০০৭ বলেছেন: nize to likhi e na...emon ki amar 12yrs er chele ke o net e thaka obosthay kichu e likhte dei na...voy pai....

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

আশাফ আনিস বলেছেন: এই দেশ , আমাদের বাংলাদেশ হবে কোনদিন ?

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

মুহসিন বলেছেন: ভাই যে দলই ক্ষমতায় যায়, বিরোধী দলকে সহ্য করে পারেনা। এরশাদ সরকার, খালেদা সরকার সব আমলেই দেখা গেছে দলে দলে লোককে জেলে ঢুকাতে।

আর প্রমোশন যদি ধরপাকড়ের সংখ্যা দিয়ে হয়, তবে পুলিশ অতি উৎসাহী হবে সেটাই স্বাভাবিক। তেমনি রাজনৈতিক কর্মীরাও যদি পত্রিকার পাতায় ছবি আসতে দেখে এবং বিনিময়ে নেতা বনে যায়, একটু বাড়াবাড়ি করবেই।

এটা তো আর উন্নত দেশ না, এটা হলো কাদা ছুড়াছুড়ির দেশ।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

আশাফ আনিস বলেছেন: আমাদের সবসময়ের মতোই কিছুই করার নেই

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

সোহানী বলেছেন: একটা ব্লগ লিখতে ভয় লাগে গ্রেফতার হয়ে যাবো কিনা..............

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

আশাফ আনিস বলেছেন: অসম্ভব জনপ্রিয় অনেক ব্লগারই এখন লেখা ছেড়ে দিয়েছেন , এই আতঙ্কে । সরকার পরিবর্তন হলেও এই আতঙ্ক আর কমবে বলে মনে হয় না । ভাগ্যের নির্মম পরিহাসে আমরা সবসময় আতঙ্কগ্রস্থ থাকতে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.