নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধত্ব আর অন্ধকার বাদ দিয়ে, আলোকিত হই জেনে , নির্মাণ করি একটি সভ্য জাতি ।

ভারত ও পাকিস্তান বিরোধী

আশাফ আনিস

ভারত ও পাকি বিরোধী । পড়ছি ঢাবিতে । অবসরে বাংলা ভাষার উন্নয়নে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করি।

আশাফ আনিস › বিস্তারিত পোস্টঃ

লেট দা পিপল ডিসাইড

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

নির্বাচনে কত ভোটার সেটা তো দেখেই বোঝা যাচ্ছে । এই অগ্রহণযোগ্য ও প্রহসনের নির্বাচন কে আসলে নির্বাচন বলা উচিত না । আওয়ামী লীগ যদি আক্রোশ থেকে বাঁচতে চায় , ঘৃণা থেকে বাঁচতে চায় তাহলে তাঁদের আজ থেকেই পরবর্তী নির্বাচনের ব্যাপারে কিছু একটা বলা উচিত । যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী করে কিছুদিন ক্ষমতার বৈধতা হয়তো পাওয়া যাবে কিন্তু তাতে জনগনের ঘৃণা আরও বাড়বে । আসলে পাকি দালাল না ভারতের দালাল না জনগণের সেটা নিয়ে প্রশ্ন করাটা অর্থহীন । মূল ব্যাপার টা হচ্ছে জনসমর্থন কার পেছনে আছে ? জনসমর্থনটা কার দিকে ?

যদি যুদ্ধাপরাধএর বিচার বানচালের জন্য জামাত এমন করছে আর জামাত নেতৃত্ব দিচ্ছে এমনটা বলে তত্ত্বাবধায়ক ইস্যু কে প্রায় হালকা করে দিয়ে মুলত যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধ লেবু কচলাতে থাকে আওয়ামী লীগ তাহলে কি তাঁরা নিশ্চিত হয়ে গেছেন নির্বাচনে নিশ্চিত তাঁরা হারবেন আর জনসমর্থনটা যুদ্ধাপরাধীর দিকে এখন ? তাহলে তাঁদের জেনে রাখা উচিত এমন বাড়াবাড়ি করলে ক্ষমতার বৈধতা তো পাওয়াই যায় না আর মাতবরি করলে ঘৃণা ছাড়া কিছু মেলে না ।



লেট দা পিপল ডিসাইড তাঁরা কার বিচার চায় বা চায় না । এদেশের মানুষের হাতে ক্ষমতা দেন । বুদ্ধিজীবী , পাকিস্তান বা ভারতের হাতে না ।



লেট দা পিপল ডিসাইড।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

এনজেল মাইন্ড বলেছেন: শুভ তামাশা দিবস

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

আশাফ আনিস বলেছেন: শুভ তামাশা দিবস

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

শাহীন উল্লাহ বলেছেন: পবালিক বৃদ্ধাঙুল দেখিয়ে দিয়েছে

আবার ও প্রমানিত হলো চল্লিশ বছর শুধু পাবলিকই ঠিক আর সব রাজনৈতিক দলগুলো ভুল

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

আশাফ আনিস বলেছেন: প্রমানিত হলো চল্লিশ বছর শুধু পাবলিকই ঠিক আর সব রাজনৈতিক দলগুলো ভুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.