নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধত্ব আর অন্ধকার বাদ দিয়ে, আলোকিত হই জেনে , নির্মাণ করি একটি সভ্য জাতি ।

ভারত ও পাকিস্তান বিরোধী

আশাফ আনিস

ভারত ও পাকি বিরোধী । পড়ছি ঢাবিতে । অবসরে বাংলা ভাষার উন্নয়নে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করি।

আশাফ আনিস › বিস্তারিত পোস্টঃ

একুশে ইটিভি কে ধন্যবাদ । বিএনপির হাতে বাঁশ খাইয়া ও এখনো বলিষ্ঠ সংবাদমাধ্যমের ভূমিকা পালনের জন্য

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

বিএনপির হাতে একুশে টিভি কি মাইরটা খাইসিল মনে আছে আপনাদের ? তারপর চালু হইলো আবার । ৭১ টিভি , দেখো । দেখে শিখো । এতো মাথা মোটার মতো নিজেরা কোন দলের এটা বইলা দিলে তো কেউ তোমাদের খবর আর দেখবে না । তোমরা আর দিগন্ত টিভির পার্থক্য কোথায় ?



গণমাধ্যম গনতন্ত্রের খুব শক্তিশালী একটা অংশ । শাহবাগ আন্দোলনকে কিভাবে জাগিয়ে তুলেছিল গণমাধ্যম মনে আছে আপনাদের ? গণমাধ্যম নিরপেক্ষ না থাকলে এই বাংলাদেশের আর অন্যায়ের প্রতিবাদ করার কেউ নাই । দুইটা পক্ষেরই তো অনেক কথা বলার আছে । আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ কে নিজেদের পক্ষে আনতে চাইবে তেমনি তাঁদের স্বৈর মনোভাব ও তো তুলে ধরতে হবে । যুদ্ধাপরাধীর বিচার জনগণ চেয়েছিল দেখেই আওয়ামী লীগ কে ভোট দিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা দিয়েছে । এখন জনগণ এটা নিয়ে কি ভাবে , জামাত কে জনগণ কিভাবে দেখে এগুলা নিরপেক্ষ ভাবে তুলে ধরেন ?



আর সম্মানিত বর্ষীয়ান রাজনিতিবিদ তোফায়েল আহমেদ , আপনার মতো সম্মানিত মানুষ যখন এভাবে চিৎকার করে বলেন গনতন্ত্রের বিজয় হয়েছে খারাপ লাগে খুব । দেশের জন্য একটু নেত্রীর বিরোধিতা বা তাঁকে তাঁর ভুল গুলো জানানো কি যায় না ? এই সংস্কৃতি কি চালু হতে পারে না ?



কোনটা সঠিক কোনটা ভুল সেটা জনগণ সিদ্ধান্ত নিবে । আপনাদের নিজস্ব মতবাদ থাকতেই পারে । কিন্তু সেটাকে প্রতিষ্ঠার জন্য এমন নির্লজ্জ হওয়াটা ঠিক না । লেট দা পিপল ডিসাইড ।



আমরা ক্লান্ত । ভারত , পাকিস্তান কিংবা আমেরিকা না ।





NOW LET THE PEOPLE OF BANGLADESH TO DECIDE.

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

মহাজাগতিক বলেছেন: ঐদিন টিভিতে মিথ্যা বলার পুরোটা সময় তোফায়েলের চোখমুখে উদ্বেগ প্রকাশ দেখা গেছে। সম্ভবত জীবনের সেরা মিথ্যাভাষণটি দেয়ার দায়িত্বটি পালন করেছেন কাল। আর কতো....

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

আশাফ আনিস বলেছেন: মহাজাগতিক , আমার নিজের কেন জানি অসহায় লেগেছে । তাঁর সেই ভাষণের অর্থ ছিল আরও শতাধিক লাশ , বিশ্ববাসির সামনে বাংলাদেশের অপমান । বোধশক্তিহীন আমাদের রাজনিতিবিদগণ । দেশটাকে যদি একটু ভালবাসত । । ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

পথহারা নাবিক বলেছেন: মানীর মান গুতা দিয়া বাইরাইলেও যায় না!! আপনে এইসব বইল্লা সরকারে ইমেজ নষ্ট করতে পারবেন না!! =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

আশাফ আনিস বলেছেন: সব নষ্টদের অধিকারেই চলে গেছে বোধয়

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

মদন বলেছেন: তোফায়েলের ঘাড়ে কয়টা মাথা যে হাসিনার ভুল ধরায়া দিবো?

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

আশাফ আনিস বলেছেন: যদি হত , ভুলে মাঝে মাঝে স্বপ্ন দেখি আর কি

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের নিজস্ব মতবাদ থাকতেই পারে । কিন্তু সেটাকে প্রতিষ্ঠার জন্য এমন নির্লজ্জ হওয়াটা ঠিক না । লেট দা পিপল ডিসাইড ।

আমরা ক্লান্ত ।

বিরক্ত!

আপনাদের জলকামান, টিয়ার গ্যাস আর গুলির বদলে নিরব ভোটাস্ত্রের মাধ্যমে আমরা ঘরে বসে থেকে জবাব দিয়েছি!!!

আর কত মিথ্যা বললে আপনাদের মিথ্যা বলা মিথ্যা দাবী করা থামবে??!!

আর কত দিন গেলে আপনারা নিজেদের ভুল বলার জন্য লজ্জ অনুভব করবেন।

আর কত ??? আর কত??????

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

আশাফ আনিস বলেছেন: ভীষণ বিরক্ত লাগছে । কিছুদিন আগেও আওয়ামী লীগ এর পক্ষ নিয়ে বাবা মার সাথে তর্ক করতাম । নিজেরি লজ্জা লাগে । তরুণ আমরা । ভোট টা যুদ্ধাপরাধীদের ও দিতে পারি না , এদেরও আর পারি না । সব কিছু নষ্টদের অধিকারে চলে যাচ্ছে

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহ হো আসলটা বলতেই ভুলে গেছি।

সত্যিই ধন্যবাদ একুশেকে। অনেক অনেক ধন্যবাদ।

অনন্ত সব পাগল আর ণ্যাংটোর দেশে পাগল বা ণ্যাংটো হয়নি বলে।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

আশাফ আনিস বলেছেন: ধন্যবাদ একুশেকে

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

হাসিব০৭ বলেছেন: Click This Link

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

আশাফ আনিস বলেছেন: কালো বিড়াল আর মখা - মিরাক্কেল এর ভাঁড়

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

রাবার বলেছেন: =p~

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

আশাফ আনিস বলেছেন: হাসেন কেলা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.