নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধত্ব আর অন্ধকার বাদ দিয়ে, আলোকিত হই জেনে , নির্মাণ করি একটি সভ্য জাতি ।

ভারত ও পাকিস্তান বিরোধী

আশাফ আনিস

ভারত ও পাকি বিরোধী । পড়ছি ঢাবিতে । অবসরে বাংলা ভাষার উন্নয়নে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করি।

আশাফ আনিস › বিস্তারিত পোস্টঃ

এসে গেছে ফেয়ার অ্যান্ড লাভ্লি টয়লেট ফেয়ারনেস ক্রিম । পারফেকট ফেয়ারনেস এর এক অনন্য উপায় !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

হ্যাঁ !! ফেয়ার অ্যান্ড লাভ্লি কে আবারো হারিয়ে দিয়েছে ফেয়ার অ্যান্ড লাভ্লি । ভয়ের কোন কারণ নেই ! এটি আগের ফেয়ার অ্যান্ড লাভ্লি থেকে ১০০ গুণ বেশি কার্যকরী । শুধু মাত্র পায়খানা কিংবা প্রস্রাব এর আগে ব্যাবহার করতে হবে । অন্য সময়ে ব্যাবহার করলে অ্যালার্জি হবে । রাতে ঘুমুবার আগে অবশ্যই লাগাতে হবে ফেয়ার অ্যান্ড লাভ্লি নাইট ফেয়ারনেস । অবশ্য , ঘুমুতে যাওয়ার আগে হিসু পেলে অবশ্যই আগে টয়লেট ফেয়ারনেস ক্রিম লাগাতে হবে ।

ফলাফলঃ

সকালে উঠে আয়নার সামনে যাবেন । দেখবেন শুধু পেছনের সাদা দেয়াল এবং আপনার কাপড় শূন্যে ভাসছে । অর্থাৎ আপনি সাদা চুনের মতো ফেয়ারনেস লাভ করবেন ।



অতঃপর ;

বাইরে যাওয়ার আগে ব্যাবহার করতে হবে ফেয়ার অ্যান্ড লাভ্লি সানবার্ন ক্রিম । নয়তো আপনার ধবধবে চুনের মতো চেহারায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে সব চুন শুষে নেবে । তখন আপনার গায়ের আসল রঙটি আবার বেরিয়ে পড়তে পারে । তখন ফেয়ার অ্যান্ড লাভ্লি কোম্পানির সব পরিস্রম বৃথা হয়ে যাবে ।



অবশ্য সবাই ফর্সা আর "পারফেকট" ফেয়ারনেস লাভ করলে আমরা কি বেচবো বলেন ?

কাজেই বেশি করে রইদে পুড়েন । রাইতে , দিনে , টয়লেট এ সার্বক্ষণিক ফেয়ার অ্যান্ড লাভ্লি মাখতে থাকেন । শুভকামনা



ফেয়ার অ্যান্ড লাভ্লি ( অফিসিয়াল)

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

হতাশ নািবক বলেছেন: চরম হইছে =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

আশাফ আনিস বলেছেন: আশা করি আপনার হতাশা কাটছে

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

ফিলিংস বলেছেন: এরা যে কি পাইছে.......।

ফেয়ার এন্ড লাভলী ঐ জিনিস বানাই না ক্যান, কামের আগে খাইবে। ১০ মাস পর যা বাইর হয়বো সব সাদা। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

আশাফ আনিস বলেছেন: এইটা ভাল্লাগসে ! আপনার আইডিয়া আমরা বিবেচনা কইরা দেখমু ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

নিশাত তাসনিম বলেছেন: হা হা হা অবশ্য সবাই ফর্সা আর "পারফেকট" ফেয়ারনেস লাভ করলে আমরা কি বেচবো বলেন ?
কাজেই বেশি করে রইদে পুড়েন । রাইতে , দিনে , টয়লেট এ সার্বক্ষণিক ফেয়ার অ্যান্ড লাভ্লি মাখতে থাকেন । শুভকামনা

ফেয়ার অ্যান্ড লাভ্লি ( অফিসিয়াল) ;) ;) ;) ;) ;)

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: ফিলিংস বলেছেন:

ফেয়ার এন্ড লাভলী ঐ জিনিস বানাই না ক্যান, কামের আগে খাইবে। ১০ মাস পর যা বাইর হয়বো সব সাদা।

পোষ্ট থেকেও কমেন্ট টা চ্রম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

আশাফ আনিস বলেছেন: পোষ্ট থেকেও কমেন্ট টা চ্রম :(( :(( :(( :((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

আশাফ আনিস বলেছেন: আমার ফুস্ত :(( :(( :-0 অনেক চ্রম । হেহ

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

ঢাকাবাসী বলেছেন: দারুন মজার লাগল!

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

মাঘের নীল আকাশ বলেছেন: হাহাহাহাহহা...ব্যফক মজা পাইলাম গো দাদা!

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯

সুমন কর বলেছেন: =p~

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

মহিদুল বেস্ট বলেছেন: :D চুরুম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

আশাফ আনিস বলেছেন: ধইন্না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.