নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধত্ব আর অন্ধকার বাদ দিয়ে, আলোকিত হই জেনে , নির্মাণ করি একটি সভ্য জাতি ।

ভারত ও পাকিস্তান বিরোধী

আশাফ আনিস

ভারত ও পাকি বিরোধী । পড়ছি ঢাবিতে । অবসরে বাংলা ভাষার উন্নয়নে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করি।

আশাফ আনিস › বিস্তারিত পোস্টঃ

একটা সেকেন্ড হ্যান্ড মডেম দরকার ! কোনটা নিলে ভালো হয় ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২

আমি ছাত্র মানুষ । বাজেট ৮০০ - ৯০০ , সেলবাজার এ গেলাম । বাংলালায়ণ নাকি সবচে ভালো মিরপুর এ । তাই প্রী-পেড নিতে চাইলাম । শুনলাম , পোস্টপেড প্রিপেড এর ঝামেলা নাকি একইরকম ! বুঝতেছি না , কোনটা নিবো ? নিলে ব্যাবহারটা শুরু করবো কীভাবে ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

বেকার সব ০০৭ বলেছেন: আপনি যেহেতু ছাএ প্রী-পেড মডেম ব্যাবহার করলে ভাল হবে, আর মডেমের জন্য টেলিটক ভাল হবে। টেলিটক মডেমে যে কোনো সিম খুব সহজে ব্যবহার করতে পারবেন যা অন্য মডেমে অনেক জামেলা

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

ভোরের সূর্য বলেছেন: ইনটারনেটের ব্যপারে সবসময় পোস্টপেইডে বা মাসিক প্যাকেজ ব্যবহার করবেন। সবাই মনে করে যে মোবাইলের মতন বোধহয় ইনটারনেটেও প্রিপেইড কেনে এবং বোকামি করে। যেমন সিটিসেলের ২৭৫টাকায় প্রিপেইডে ১জিবি ডাটা পাওয়া যায় কিনতু পোস্ট পেইডে পাওয়া যায় ১.৫জিবি ডাটা। আপনি কিউবি এবং বাংলালায়নের উভয়েরই পোস্টপেইড এবং প্রিপেইড প্যাকেজ গুলো কমপেয়ার করে দেখবেন। টেলিটকে promotional অফার চলছে কিনতু নরমালি ৫১২কেবিপিএস ২জিবি ডাটার দাম প্রিপেইডের (d20প্যাকেজ) দাম ৫০০টাকা কিনতু একই টাকায় পোস্টপেইডে (f4প্যাকেজ) পাওয়া যায় ৩জিবি ডাটা।চেক করে দেখেন। কিউবি এবং টেলিটক দুটোই আমিব্যবহারকরিনিজের Experience থেকে বলা সব সাইট ভিজিট করুন আর দাম গুলো দেখুন postpaid and prepaid।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৪

স্টকহোম বলেছেন: মডেম কেনার কি দরকার?
আপনার মোবাইলটাকেই তো মডেম বানিয়ে চালাতে পারেন।
এখনকার প্রায় সব মোবাইল দিয়েই মডেমের কাজ সারা যায়।
এতে সুবিধা দুইটা,
১/ মডেমের টাকা বা্ঁচবে
২/ আলাদা সিম কার্ডের প্রয়োজন হবে না, মোবাইলের সীম দিয়েই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.