নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধত্ব আর অন্ধকার বাদ দিয়ে, আলোকিত হই জেনে , নির্মাণ করি একটি সভ্য জাতি ।

ভারত ও পাকিস্তান বিরোধী

আশাফ আনিস

ভারত ও পাকি বিরোধী । পড়ছি ঢাবিতে । অবসরে বাংলা ভাষার উন্নয়নে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করি।

আশাফ আনিস › বিস্তারিত পোস্টঃ

এবার তাহলে যুদ্ধশিশু ? গুন্ডের কথা মনে নাই?মনে নাই ফেলানির কথা ?

১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:১৩

আপনাদের যে কি করা উচিত জানি না । আমাদের স্বাধীনতা , আমাদের গণহত্যা আপনাদের কাছে একটা জোক ! একবার এই স্বাধীনতা ভারত পাকিস্তানের যুদ্ধের ফসল ! আবার , আপনারা নাকি বিনা স্বার্থে আমাদের সাহায্য করার জন্য ৭১ এ সাহায্য করছিলেন !!





যুদ্ধশিশু শৈল্পিক মান থেকে অসাধারণ হবে তাতে সন্দেহ নেই । কিন্তু এই ছবির মেসেজটা কি ? একজন ও বাংলা বলে না ! আর আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি !



https://www.youtube.com/watch?v=P3xWa-pBtdQ

যুদ্ধশিশুর ট্রেইলার এর লিঙ্ক ।



বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আপনারা আপনাদের পৈত্রিক সম্পত্তি ভেবে নিয়েছেন কিনা জানি না । কিন্তু গুন্দে ছবির ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি প্রতিবাদ জানানো হলেও বিন্দুমাত্র কর্তন করতে আপনারা রাজি হন নাই ।



সীমান্তে মানুষের পর মানুষ হত্যা করছেন । ফেলানির লাশ ঝুলছে কাঁটাতারে ।



বাঁধ দিয়ে মরুভুমি বানিয়ে ফেলছেন বাংলাদেশকে । কিন্তু আপনাদের জোক থামে না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের আনন্দে আপনারা আজো দিশেহারা । একজন ভারতীয়ও মনে করেন কিনা যে এটা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ , ভারত পাকিস্তান যুদ্ধ নয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এনেছে এই স্বাধীনতা , জানা নেই ।



থাকুক অতীত । আসুক বর্তমান ।



তাঁরা অস্ত্র দিয়ে মেরেছে , আপনারা বাংলাদেশ নামক দেশকে বারবার ধর্ষণ করছেন প্রতিদিন । ফেলানি , তিস্তা , গুন্দে, ক্রিকেট আরও হাজারও জিনিষ দিয়ে ।



নতুন প্রজন্ম পাকিস্তানকে যতটুকু ঘৃণা করে , আপনাদের প্রতিও ঘৃণার পরিমাণ এতোটুকু কম নয় । বিশ্বাস করেন ,আমি আপনাদের এতোটুকু কম ঘৃণা করি না ।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবিটা কি দেখেছেন নাকি?

২| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৩

আশাফ আনিস বলেছেন: না ভাই । দেখার ইচ্ছাও নাই

৩| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৩

নীল আকাশ ২০১৩ বলেছেন: ভারতকে ঘৃণা করা যাবেনা, কারণ আমাদের এই স্বাধীনতা ভারতেরই দয়ার দান। এত বিরাট যার বুকের পাটা, তার আহার যগানর জন্য দুয়েকটা ফেলানি কিছুই না

১৯ শে মে, ২০১৪ রাত ৮:১৪

আশাফ আনিস বলেছেন: তার ক্ষুধার জ্বালা মেটে না

৪| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৫

সোহানী বলেছেন: নীল আকাশ ২০১৩ বলেছেন: ভারতকে ঘৃণা করা যাবেনা, কারণ আমাদের এই স্বাধীনতা ভারতেরই দয়ার দান। এত বিরাট যার বুকের পাটা, তার আহার যগানর জন্য দুয়েকটা ফেলানি কিছুই না.....................

৫| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৬

রেজওয়ান26 বলেছেন: ভারত ও পাকিষ্থান কখোনো আমাদের বন্ধু হতে পারেনা ।

সত্যিকার অর্থে এ্ই পৃথীবিতে বাংলাদেশের কোন বন্ধু নেই!

১৯ শে মে, ২০১৪ রাত ৮:১৭

আশাফ আনিস বলেছেন: দুর্বলের বন্ধু থাকে না । দুর্বলের হয় মনিব থাকে , না হয় এমন আরও অনেক গুলা দুর্বল মিলে সে মনিবের চামচামি করে ! তখন বাকি দুর্বল গুলা তার বন্ধু হিসেবে দেখা দিলেও সময়ে বন্ধুত্ব চিপা দিয়ে বের হয়ে আসে

৬| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:০০

আমি অতি সাধারণ বলেছেন:
যেকোনো দেশের প্রতিনিধিত্ব করে সে দেশের পররাষ্ট্রনীতি আর বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দুর্বল করে রেখেছে দেশের দুর্নীতিবাজ প্রশাসনযন্ত্র। এদের কারনেই বাংলাদেশিরা দেশে দেশে অবহেলা বঞ্চনার শিকার হচ্ছে। পৃথিবীতে আর কোন দেশ নাই যেখানকার মন্ত্রী এম পি রা হাজার হাজার মানুষ মারা যাওয়ার পর ও ঠাট্টা করে, পদত্যাগ ত দুরের কথা।
আরা আমরা হলাম বেহায়া জনগণ যারা বারবার একই প্রজাতির দুই দৈত্যকে নির্বাচিত করে আসছি।

চরিত্রহীনদের ভোট দেয়ার চেয়ে না ভোট দেয়া উত্তম।তাদের কুবুদ্ধি এতো উত্তম যে এখন না ভোটের বিধানই বাতিল করে দিছে। হায় !!! লজ্জা ... ঢাকার বিশুদ্ধ বাতাসের মত rare হয়ে গেছে...

২০ শে মে, ২০১৪ রাত ১২:২৩

আশাফ আনিস বলেছেন: আমরা হলাম বেহায়া জনগণ যারা বারবার একই প্রজাতির দুই দৈত্যকে নির্বাচিত করে আসছি। ভাই ,আর কেউ আছে ? বলেন ? আর এখন নির্বাচিত করার ক্ষমতাও নাই আমাদের !

৭| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন প্রজন্ম পাকিস্তানকে যতটুকু ঘৃণা করে , আপনাদের প্রতিও ঘৃণার পরিমাণ এতোটুকু কম নয় । বিশ্বাস করেন ,আমি আপনাদের এতোটুকু কম ঘৃণা করি না


লেখক বলেছেন: দুর্বলের বন্ধু থাকে না । দুর্বলের হয় মনিব থাকে , না হয় এমন আরও অনেক গুলা দুর্বল মিলে সে মনিবের চামচামি করে ! তখন বাকি দুর্বল গুলা তার বন্ধু হিসেবে দেখা দিলেও সময়ে বন্ধুত্ব চিপা দিয়ে বের হয়ে আসে
দারুন বলেছেন।
++++


আর আমাদের কথিত রাজনীতিবিদ নামের মেরুদন্ডহীনেরা যেন সেই দুর্বল হবার প্রতিযোগীতায় লিপ্ত!!!
কে কত বড় মোসাহেব তার প্রতিযোগীতা যেন চলছে-গত কদিন ধরে!!

ঘেন্না হয়। ছি:

২০ শে মে, ২০১৪ রাত ১২:২৮

আশাফ আনিস বলেছেন: আমরাই এদের নির্বাচিত করেছি , করছি সেটা ১ বছর না হোক , ৭ বছর , তারও ৫ বছর আগে ! বস্তির সেই ভোটার আর একজন ডক্টরেট এর ভোটের গুরুত্ব একই ! এটাই গণতন্ত্র ! আর এজন্যই মাথা তুলে দাঁড়াবার শেষ জায়গাটুকুও হারিয়ে ফেলি আমরা

৮| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৫৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার একটি পোস্টে দি ফ্লাইং ডাচম্যান কমেন্ট করেছিলেন-

ফেলানী... ও ইয়া ইয়া। শিট। পুওর গার্ল। ভেরী ব্যাড হ্যাপেন্ড টু হার।
টেল মি মোর অ্যাবাউট হাউ ফেলানী ওয়াজ ডিনাইড জাস্টিস হোয়াইল হ্যাভিং দিস গ্লাস অভ ভদকা...

আমাদের শোক এই পর্যন্তই। আরো একজন ফেলানী আসার আগ পর্যন্ত আমাদের এই নেশার ঘোর কাটবে না। তারপর আবারো কিছুদিন বিড়বিড় করবো। আবারো ঘোর। আবার ফেলানী। আবার....

২০ শে মে, ২০১৪ রাত ১২:৩১

আশাফ আনিস বলেছেন: আসবে হয়তো কোনোদিন । থামবে এই আবার আবার আবার ! যুক্তিহীন , তবু স্বপ্ন ও যদি শেষ হয়ে যায় , তবে বদলাবে না তো আর কখনোই ! তাই স্বপ্ন দেখি , এই .।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.