নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধত্ব আর অন্ধকার বাদ দিয়ে, আলোকিত হই জেনে , নির্মাণ করি একটি সভ্য জাতি ।

ভারত ও পাকিস্তান বিরোধী

আশাফ আনিস

ভারত ও পাকি বিরোধী । পড়ছি ঢাবিতে । অবসরে বাংলা ভাষার উন্নয়নে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করি।

আশাফ আনিস › বিস্তারিত পোস্টঃ

সংক্ষিপ্ত ইতিহাসঃ আলজেরিয়ার যুদ্ধ

২২ শে জুন, ২০১৫ রাত ১১:১৭

ষোড়শ শতক থেকে আলজেরিয়া ছিল বারবার জলদস্যুদের একটি ঘাঁটি । ১৮৩০ সালে ফরাসিরা এটি অবরোধ করে । আলজেরিয়রা আবদুল কাদেরের নেতৃত্তে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যায় এবং ১৮৪৫ সাল পর্যন্ত তা অব্যাহত থাকে । এই সময় ফরাসিরা আলজেরিয়ায় উপনিবেশ স্থাপনে ব্রতি হয় । আলজেরিয়াতে সূচিত বিভিন্ন বিদ্রোহসমূহ ফরাসিরা সহজেই দমন করে এবং ১৮৭১ সালে বিদ্রোহের পর আলজেরিয়াকে মেট্রোপলিটন ফ্রান্সের অন্তর্ভুক্ত করা হয় । প্রশাসনিকভাবে গভর্নর জেনারেল শাসিত ছিল আলজেরিয়া । খুব কম নাগরিকদের ভোটাধিকার দেয়া হয় । অপরদিকে ১৮৭০ সালে ইহুদিদেরকে রাজনৈতিক অধিকার দিলেও আরবদের দেয়া হয় নি । ১৯৪২ সালে মিত্রবাহিনী আলজেরিয়ায় প্রবেশ করে এবং ১৯৪৩ সালে "কমিটি অব ন্যাশনাল লিবারেশন" গঠিত হয়। এটি জেনারেল দ্যা গল ও অন্যান্য ফরাসি সংস্থা দ্বারা সূচিত হয় । আরব জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং ফরাসি সামরিক কর্মকর্তাদের নির্যাতনের ফলে ফ্রান্স ও আলজেরিয়দের মধ্যে অঘোষিত যুদ্ধ চলতে থাকে। ১৯৫৪ সালে থেকে চলে আসা এই যুদ্ধের ফলে আলজেরিয়া ক্রমাগতভাবে স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যায় । ১৯৬২ সালে ফ্রান্স আলজেরিয়ার স্বাধীনতা স্বীকার করে নেয় ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ রাত ১১:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জুন, ২০১৫ রাত ১১:৪০

শাহেদ সাইদ বলেছেন: এত বড় যুদ্ধের এত ছোট ইতিহাস?

৩| ২৩ শে জুন, ২০১৫ রাত ১২:৫৭

নাহিদনোমান বলেছেন: ধন্যবাদ, এ বিষয়ে আরো জানতে চাই.....লিংক থাকলে দিন

৪| ২৩ শে জুন, ২০১৫ রাত ১:০০

নাহিদনোমান বলেছেন: উইকি তো অন্য তথ্য দিচ্ছে Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.