নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লালনের মনের মানুষ

লালনের মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

একজন সুফিয়ার কাঙালিনী হয়ে উঠার গান

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৯



ছোটবেলায় যেখানেই বায়োস্কোপ হত সেখানেই ছুটে চলে যেতেন তা উপভোগ করতে। বায়োস্কোপ, সিনেমা, যাত্রা ইত্যাদির শিল্পীদের দেখলে তার খুব হিংসে হত। মনে হত যদি তাদের মত হতে পারতেন তাহলে কতই না ভালো হত ! সিনেমাতে গান গাওয়ার শখ সে ছোটবেলা থেকে ছিল। মাত্র ১৪ বছর বয়স থেকে গানের হাতে খড়ি। পরিবারের অন্য কেউ গান করতেন না। সেই সময়ের কথা যখন মেয়েদের এত স্বাধীনতা ছিল না। সমাজ, পরিবারের সকল বাধা অতিক্রম করে যে মেয়েটি মাত্র ১৪ বছর বয়সে সুফিয়া নামে গান গাওয়া শুরু করেছিলেন তিনি আজ সবার কাছে কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিত।

একনজড়েঃ
নামঃ কাঙ্গালিনী সুফিয়া
বয়সঃ আনুমানিক ৭৫-৭৭
জন্মস্থানঃ রামদিয়া, রাজবাড়ি
ভাই-বোনঃ এক বোন, এক ভাই (মোট ৩ জন)
প্রিয় খাবারঃ কাঁটা ছাড়া মাছ, বিরানী
প্রথম উপার্জনঃ ১০০০-২০০০ টাকা
যাঁর গান ভালো লাগেঃ লালন ফকির, আব্দুল আলীম
গুরুঃ দেবেন থাপা, গৌর মোহন্ত
নিজের গাওয়া প্রিয় গানঃ বুড়ি হইলাম তোর কারণে, কোন বা পথে নিতাই গঞ্জে যাই, আমার ভাঁটি গাঙের নাইয়া।
গান গাওয়া শুরুঃ ১৪ বছর বয়স থেকে
মোট রচিত গানঃ প্রায় ৫০০
প্রথম সিনেমার গানঃ রাজ সিংহাসন
ভ্রমণকৃত দেশঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন, ভারত।
বর্তমান নিবাসঃ জয়পাড়া, সাভার, ঢাকা।
কাঙ্গালিনী সুফিয়ার বিখ্যাত কিছু গান
কাঙ্গালিনী সুফিয়ার ভিডিও



> বুড়ি হইলাম তোর কারনে
> ওকি ময়নারে
> মনে বাবলা পাতার কষ লেগেছে
> আমার মাটির গাছে লাউ ধইরাছে
> কোনবা পথে নিতাইগঞ্জ যাই
> বন্ধু চিনা দায়
> কখন আসি কখন যাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.