নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লালনের মনের মানুষ

লালনের মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

পার্বতী বাউলের গান

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০


সাধনামগ্ন মানুষটির খড়মপরা পা জোড়া নাচে গানের তালে। পায়ের গোড়ালি সমান জটা চুল উড়ে সুরের ওঠানামায়। এ মুহুর্ত এক সাধকের গানে মগ্ন হওয়ার। তিনি সাধক পার্বতী বাউল। আসামে জন্ম নেওয়া এ বাউল বেড়ে উঠেছেন চট্টগ্রামের রাউজানে। দেশভাগের সময় পাড়ি জমান কলকাতা


পার্বতী বাউলের গান - Parvathy Das Baul Songs Collection

১। এ কথা বলবো কারে {0- 4:50 }
২। আউলা সূতার টানা { 4:53 - 7:24 }
৩। পিয়ারী { 7:25- 11:47 }
৪। বৃন্দাবন বিলাসিনী রাই { 11:47- 18:20 }
৫। আছে শ্যামঅঙ্গে রাই { 18:20 - 23:34 }
৬। জীবন নদীর কূলে কূলে { 23:35 - 31:55 }
৭। আমি গৌর বলে ডাকি { 31:55 - 37:35 }

Parvathy Das Baul Songs Collection


আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো

ওই কালার বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম
______
———-

শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী লো
আর দেখিয়া আড় নয়নখানি
কী হলো আজ কানুর গো

এ কী ভাব বৃন্দাবনে গো
দেখি নাই ভাই ত্রিভূবনে
হংস কহে সদানন্দের
চরণ রেখো মাথে গো

————–
হংস দাস
পার্বতী দাস বাউল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

সেলিম৮৩ বলেছেন: এগুলো ক'জন শােনে বলুন।
ইয়াং জেনারেশন রক, কক ছাড়া বোঝেই না।
মিউজেকের ঠ্যালায় বোঝাই যায়না কেউ গান গাইতাছে না কষ্টে চিল্লাইতাছে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

তানভীর আকন্দ বলেছেন: বাউল গান বরাবরই ভাল লাগে, পার্বতী বাউলের গান শোনা হয় প্রায়ই। কপাল ভাল ইউটিউব ছিল, নাহলে এ গানগুলো হয়তো কোনওদিনই শোনা হতো না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.