নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লালনের মনের মানুষ

লালনের মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাঁশি চাই, বাঁশির গান চাই, বাঁশির সুর চাই !

১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫০



বাঁশি চাই
বাঁশির গান চাই - বাঁশির সুর চাই!
অমরত্বের গুপ্তধন চাই-সে সুরে-
অস্তিত্ব বিনাশের পরও যে বাঁশি বিলাপ করে !!!
প্রাসাদ ছেড়ে বনরাজিতে তুমি কি কখনো ঘর বানিয়েছিলে!
গিরিশৃঙ্গ, পাহাড় তুমি কি কখনো ডিঙ্গিয়ে ছিলে !
সুগন্ধি জলে গোসল করে; সূর্যের কিরণে কি কখনো শরীরটিকে শুকিয়েছিলে !
ভোরে নির্মল আকাশ নিচে বসে কখনও কি দ্রাক্ষারসের স্বাদ নিয়েছিলে ?
গোধূলিতে দ্রাক্ষাকুঞ্জে স্বর্ণের ঝাড়বাতির গুচ্ছের পাশে কি কখনো একাকী বসেছিলে ?
বাঁশি চাই
বাঁশির গান চাই-
বাঁশির সুর চাই!
অমরত্বের গুপ্তধন চাই-সে সুরে-
অস্তিত্ব বিনাশের পরও যে বাঁশি বিলাপ করে !!!
মুক্ত আকাশের নিচে ঘাসের উপর নিশি যাপনের বিছানা কি কখনো বিছিয়েছিলে ?
বৈকালিক বাতাসে আকাশকে চাদর বানিয়ে কি কখনো শরীরে জড়িয়ে ছিলে ?
বন্ধু –
যদি এই সব না করে থাকো
তাহলে বিদায় দাও অতীত! বরণ করো আগামী!
বাঁশি চাই
বাঁশির গান চাই-
বাঁশির সুর চাই!
অমরত্বের গুপ্তধন চাই-সে সুরে-
অস্তিত্ব বিনাশের পরও যে বাঁশি বিলাপ করে !!!
সে গুপ্তধন আমার হৃদয়কে সমতল করবে
পাপ মোছনেরপরও যে বাঁশি বিলাপ করে!
বন্ধু,
ভুলে যাও অসুখের কষ্ট;
ভুলে যাও আরোগ্যেরও আশা !
এই কবিতা ঘাম দিয়ে লিখা – মানুষের কবিতা।

--- লিখেছেন মুনিম সিদ্দিকী




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.