নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের ক্ষুদ্রতা এবং জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নেশায় সর্বভূক পাঠক; পেশায় ইতিহাসনামা.কম -এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ভালোবাসি গণিত, যুক্তি এবং ডাটাকে।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

দিঘির পদ্ম

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০


দুপুর বেলাগুলো এই গ্রামে বড্ড নির্জন। সকাল সন্ধ্যায় কৃষক শ্রেণীর মানুষের আনাগোনা টুকুও যেন দুপুর বেলা ঘুমিয়ে পড়ে। বাংলাদেশের যে সব স্থানে এখনো বিদ্যুত আসেনি, এই গ্রামের কথা আপনারা সেখানেই পাবেন। তো, সেরকম এক দুষ্প্রাপ্য গ্রামে বৈশাখী রোদ আর মৃদুমন্দ হাওয়ায় বসে আমি লিখছি।
মানুষের মন আর সদ্য স্বাধীন হওয়া পাখির মাঝে অনেক মিল! সারাজীবন খাঁচায় কাটানো পাখি জানে না কিভাবে খাবার খুঁজতে হয়; মানুষের মন তেমনি আন্দাজ করতে পারে না হঠাৎ সুখ শান্তি বা দুঃখের মুখ দর্শন হলে কি করা উচিত! আমার অবস্থা খানিক সেরকমই। সারা জীবন ঢাকায় বড় হয়েছি, কিন্তু সব সময় মনে হয় আমি এই অজপাড়া গাঁয়ের সন্তান। প্রতিষ্ঠিত প্রকৌশলী হয়ে গ্রামে ফিরে আসলে, প্রানসুধা আর ক'ফোটাও অবশিষ্ট থাকবে না! বিষাক্ত শহর আমার প্রাণশক্তি নিঃশেষ করে দিবে।
দাদী দুবছর হলো নেই। মাঝে মাঝে তাই শূণ্য বাড়িটায় এসে আড্ডা জমাই। বাড়ি যে ঠিক শূণ্য তা নয়, দেখাশোনা করার জন্য আইয়ুব চাচার পরিবার আছেন।
আইয়ুব চাচা জমিজমার হিসেব রাখেন, ধান চালের কারবার দেখেন, সময় মতো পুকুরে মাছ ছাড়েন, আর দুমাস পরপর বাসায় এটা সেটা পাঠান। বাবা মা, আমরা সবাই তাই চাচাকে খুব পছন্দ করি।
.......................................................................................................................
মাঝখানে লেখায় ছেদ পড়েছিলো। আমার আবার চায়ের নেশাটা খুব চড়া। তাই দুপুর বেলা পদ্মকে চা দিতে বলেছিলাম। বেচারি! এই রোদের মাঝেও মাটির চুলায় চা বানাতে ও আপত্তি করে নি। ফর্সা মুখখানি আগুনের তাপে লাল বর্ণ ধারণ করেছে (এটা ভ্রমও হতে পারে!)।পদ্ম আইয়ুব চাচার বড় মেয়ে।
'পদ্ম' নামটা আমার মায়ের দেয়া। নামটা সুন্দর না? পদ্ম ইন্টার পাশ করেছে। কিন্তু নগরের বিচিত্র আধুনিকতা ওকে স্পর্শ করেনি বলে ও অন্য সবার মতো নয়। বলা যায়, আগের দিনের বাংলা সিনেমার নায়িকাদের মতো, যখন তখন যাদের প্রেমে পড়া যায়। কিজে ছাই পাশ ভাবছি! আসলে নানান মানসিক অশান্তিতে আমার মাথা ঠিক নেই।।
২.
বিকেলে আমি দিঘির পাড়ে বসে কিছু সুখটান দেবার আয়োজন করছি, এমন সময় পদ্ম হাজির। একজন পুরুষ যখন বিক্ষিপ্ত মনে উদ্দ্যেশ্যবিহীন সময় কাটায় তখন নারী সঙ্গ বর্জনীয়।
-"কিছু বলবে?"
-"না, মানে...চা খাবেন?"
আমি এরূপ আচরণের অর্থ বুঝলাম না, তবে লাইটারটা লুকিয়ে বললাম,
-"মন্দ কি?"
নীল কাপটায় করে পদ্ম চা নিয়ে এসেছে। দিঘি থেকে উড়ে আসা একরাশ শীতল বাতাস আমায় ভিজিয়ে দিলো।পদ্ম পিছনে দাড়িয়ে আছে।
-"রাতে ঠিক মতো ঘুমাও না মনে হয়।"
-"কই, নাতো।"
(নিরবতা)
-"তোমার প্রিয় রঙ কি?"
-"নীল।"
আশ্চর্য রিয়ার প্রিয় রঙও নীল! সেজন্যই আমাকে ও নীল কাপটা উপহার দিয়েছে।
_____________________________________________________
সকালে বাজারে গিয়ে দু ডজন নীল কাচেঁর চুড়ি কিনলাম। বাড়ি ফেরার আগে মোবাইলটা চালু করলাম। এদিকে নেটওয়ার্ক আছে।
এমন কিছুর জন্যই প্রস্তুত ছিলাম। রিয়া ম্যাসেজ পাঠিয়েছে, আংকেল স্ট্রোক করেছেন। ঢাকা গিয়েই বিয়ে করতে হবে।
এখন আমি দুইটা জিনিসের একটা করতে পারি- ঢাকা গিয়ে বাবার বড়লোক বন্ধুর মেয়ে রিয়াকে বিয়ে করা, নয়তো পদ্মকে নিয়ে বাসায় গিয়ে আম্মার হাতে পায়ে পড়ে কান্নাকাটি করা।
বাংলা সিনেমায় তো সব হয়। কিন্তু জীবনতো আর সিনেমা না। ভাবছি, এই কাহিনীর নায়ক অনেক বছর নিরুদ্দেশ থাকবে।
© প্রান্ত



মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮

শাহ আজিজ বলেছেন: আরও গুছিয়ে গল্পের ট্রেইল ঠিক রেখে লিখতে হবে। গল্পে কোন জটিলতা থাকবেনা। এই গল্পটি আবারো লেখত ।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী আবার লিখব। এডিট করলে কেমন হয়?

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০২

কাওসার চৌধুরী বলেছেন: পড়লাম, ভাল লাগল। শুভ কামনা আপনার জন্য।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৪

শাহ আজিজ বলেছেন: অনেকটা এডিট বা একটু বদল করে লিখতে হবে। থিম একই থাকবে।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে বস। চেষ্টা করবো, কিন্তু ভালো হবে এমন কথা দিতে পারছি না :)

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় আজিজ স্যারের টিপসটা দেখলাম। বিষয়ের বুনুনি বেশ ভালো হয়েছে।

শুভ কামনা রইল।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: লাইকে মৌরি হক ভায়ের সঙ্গে আমিও আছি।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: B-) আপনি তো কাছের মানুষ লাইক না দিয়ে যাবেন কোথায়!

৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছো, লাইক দিলাম।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রিয়ার চেয়ে পদ্মকে বিয়ে করাই ভাল। পদ্মকে বুকিং দিয়ে গেলাম:P

জুনিয়র??
0171....652 ঠিক আছে??

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ঐটা আম্মার নাম্বার! ফোন দিয়ে বলবেন_ 'আমি ওর বিশিষ্ট বড় ভাই' তাহলেই হবে B-)
আপনি শুধু ভালো জিনিস চান X(

৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: কাউরে দরকার নাই ;
দিঘীর পারে বসে চমৎকার কিছু গল্প লিখলেই হবে।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: একদম। আরো গল্প আসবে মনে হয়। :)

৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: একদম সহজ সরল একটি গল্প।

আমার বেশ ভালো লেগেছে। আপনার লেখার হাত ভালো। লিখতে থাকুন। আপনি অনেক দূর যাবেন।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: ইনসাআল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাক্যের ব্যবহার কিছু জায়গায় বেখ্যাপ্পা লেগেছে। আরেকটু সুন্দর হলে ভাল হত। কপি করার সুযোগ থাকলে ভাল করে কোটেশন করা যেত।

তবে নতুন হিসেবে ভাল ।

তোমার প্রপিকে সুন্দর একটা ছবি দাও।(যে কোন ছবি)

ভাল থাক।

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি একটু ক্লাসিক ঘরানায় লিখতে চাই, এজন্য মাঝে মাঝে বাক্য গঠন সুন্দর হয়না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
এইরে আমারতো কোন ভালো ছবি নাই! আচ্ছা বড় ভাই যখন বলেছেন।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তোমার নিজের কোন ছবির কথা বলিনি।

অন্য যে কোন ভাল ছবি-ফুল, পতা, প্রকৃতি....................।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে :)

১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অনেক অনেক শুভ কামনা।

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


সহজ থেকে হঠাৎ জটিল; ভালো প্লট তৈরি হয়েছে

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ জনাব।

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

বিজন রয় বলেছেন: আপনার লেখার সাথে আমার পরিচয় নাই।
সময় নিব।

শুভকামনা রইল।

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ।

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

মোস্তফা সোহেল বলেছেন: প্রান্ত আমার কাছে ছোট গল্প হিসেবে বেশ ভাল লেগেছে।তুমি গল্পের শেষে একটা চমক রাখতে চাও যেটা আমার কাছে খুব ভাল লাগে।
এভাবে লিখে যাও তোমার জন্য অনেক শুভ কামনা।

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সোহেল ভাই, আপনার সহজ সরল মন্তব্যে প্রীত হলাম।

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

সৈয়দ তাজুল বলেছেন: মনিরা আপুর সাথে একমত, গল্প আসতে আসতে দেখবে পদ্ম, রিয়ার চেয়ে ভাল মানের শাপলার সাক্ষাৎ ঘটবে ভাইটি।


মোটামোটা ভালই হয়েছে। লেখা চালিয়ে যাও।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: B-)

১৭| ০১ লা মে, ২০১৮ রাত ১:১৯

আকতার আর হোসাইন বলেছেন: খুব ভাল লাগল...

০১ লা মে, ২০১৮ সকাল ১১:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ, আখতার ভাই :)

১৮| ০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাদরে গ্রহণ করলাম।
চমৎকার হয়েছে!

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ, বড় ভাই। আপনারাই আমার পথ চলার অনুপ্রেরণা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.