নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

প্রফেসর

০৬ ই মে, ২০১৮ রাত ৯:২০



বোশেখ মাসেও নিয়মিত বৃষ্টি হচ্ছে। আমি কলাবাগানের এদিকে এসেছিলাম এক বন্ধুর সাথে দেখা করতে। বাসায়
ফেরার পথেই ঝুম বৃষ্টি নামলো। বৈশাখী ঝড় নয়, একদম শ্রাবণের ধারা। যদিও বৃষ্টিতে ভিজতে আপত্তি নেই তবুও আশ্রয় ছিল তাই আশ্রয় গ্রহণ করলাম। আমাদের এক পারিবারিক বন্ধুর বাসা এই কলাবাগানেই। তিনি একসময় এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনার বাসায় আমাদের আসা যাওয়া ছিল এবং আছে।

টিং টং, আমি বেল টিপলাম।
দোতলা বাড়িটায় প্রফেসর একাই থাকেন। কাজের লোকেরা দিনের বেলা কাজ করে দিয়ে চলে যায় আর একতালায় একজন দারোয়ান থাকেন।
দারোয়ান আমাকে দেখে কেচিগেট খুলে দিলো।
এই সন্ধ্যাকালীন বৃষ্টিতে গরম পুরি আনা হয়েছে। দারোয়ান প্রকাশ্যে তার ভাগ গলাধঃকরণ করছে আর আমাকে দেখে মুচকি হাসছে। আমি পুরো কাকভেজা হয়েই উপরে উঠে আসলাম।
সন্ধ্যের সময় তিনি পড়াশোনা করেন, কিন্তু বৈশাখে তো আর রুটিন ধরে চলা যায় না। দেখি তিনি বারান্দায় বসে আয়েশ করে চা- পুরি সেবন করছেন।
-"প্রান্ত, এই বৃষ্টিতে কোথা থেকে এলে.."
মনে মনে একটু লজ্জা পেলাম।
-'' যাও, বাথরুমে তোয়ালে রাখা আছে।''

হাত পা কোন রকম মুছে, আমি প্রফেসরের পাশে এসে বসলাম।
তিনি মুচকি হেসে বললেন,''এদিকে হটাৎ কি মনে করে?''
আমি একটু বিব্রতবোধ করলাম। উনি কি কিছু আঁচ করতে পারলেন?
-''না মানে, এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম।''
-"হা হা, এত ইতস্তত করার কি আছে? কেমন বন্ধু?"
-"বিশ্ববিদ্যালয়ের সহপাঠী।"
-"ভালো, নাও গরম পুরি খাও।"
আমি পুরি খেতে খেতে বললাম,"আসলে মেয়ে বন্ধু, কিন্তু অন্য কোন সম্পর্ক নেই। ওর বয়ফ্রেন্ডের জন্য শপিং করার জন্য আমায় ডেকেছিলো। "
প্রফেসর একেবারে চুপ মেরে গেলেন। আমিও অস্বস্তি নিয়ে পুরি খেয়ে চললাম।
-"আসলে চরিত্র খুব নাজুক জিনিস।"
আমি প্রফেসরের দিকে চাইলাম।
-"মানুষই নিজেকে নিজে মূল্যহীন করে ফেলে।"
আমি প্রফেসরের দিকে তাকিয়ে বললাম, এ কাজের জন্য আমি তিনশত টাকা পারিশ্রমিক নিয়েছি।
এবার তাঁর মুখে হাসি ফুটলো। -"সাবাস"
-"দুপুরে খাওয়া হয়েছে?"
-"জ্বী, বান্ধবীর টাকায় দুপুরে এক হোটেলে খেয়েছি।"
-"ওয়েটারকে টিপস দিয়েছিলে?"
-"জ্বী"
-"বান্ধবীর গাড়িতে ঘুরলে নাকি?"
-"না, রিকশায়।"
-"রিকশাওয়ালাকে টিপস দিয়েছো?"
আমি খাওয়া বন্ধ করে বললাম,"নাতো"
-"ওয়েটার খাবার সার্ভ করে, এজন্য তাকে বেতন দেওয়া হয়। তারপরও আমরা তাদের টিপস দেই, খুশি করি। অথচ চোখের সামনে
একজন রিকশাওয়ালা কষ্ট করে প্যাডেল চাপেন, তাকে ৫-১০ টাকা বেশি দিতে হলে, আমরা প্রথমে দুটো কথা শোনাই। কখনো ভেবেছো।"
আমি ভাবতে বসলাম।
প্রফেসর সাহেব নিরবতার অবসান ঘটিয়ে বললেন,"আসলে এগুলো হচ্ছে সংস্কৃতির বিষ। ভিনদেশী সংস্কৃতি মানুষের পোশাক রুচি পাল্টায় না, পাল্টায় মানুষের দর্শন।"
দর্শনের সাবেক এই অধ্যাপকের কথা খুব ভালো ভাবে জরিপ করলাম। আসলেই, কালো হওয়া কি দোষের কিছু। কেন সবাই চায়, ইংরেজদের মতো ফর্সা হতে। সব দাঁত সমান না হলে কেন স্কেলিং করতে হবে? আমাদের ভাবনার জায়গাটা আসলে কোথায়? চুল
ছোট রাখলে, তাতে দোষটা কি। দেশও ভালো নেই, মানুষও ভালো নেই। আইন শৃঙ্খলার যা দশা! এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে পুরি আর মুখে রুচলো না।
প্রফেসর সাহেব আরেকটা কথা বললেন," এশিয়ায় আমরা হতে চেয়েছিলাম ইউরোপ, কিন্তু হয়ে যাচ্ছি আফ্রিকা! "


বাইরে বৃষ্টি হচ্ছে। প্রফেসর সাহেব একটা সিগারেট ধরালেন।
-"প্রফেসর একটা ভালো বাংলা বইয়ের নাম বলুন। সাহিত্য মান ভালো হওয়া চাই।"
-"সাহিত্যে আমরা সেন্টিমেন্টাল জাতি। যা পড়ে লোকে কাঁদে, মন খারাপ হয়ে যায়, তাই লোকপ্রিয়। সাহসের কথা আমাদের মাঝে নেই।"
উত্তর পেলাম না, কিন্তু বৃষ্টি থামলে বেরিয়ে এলাম। আরেকদিন আসবো।

©প্রান্ত-২০১৮

মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৩০

কাওসার চৌধুরী বলেছেন:

কনগ্রেচুলেশন। আর তোমার এ+ পাওয়ায় মিষ্টি।

লেখাটি চমৎকার সুন্দর হয়েছে। শুভ কামনা তোমার জন্য।

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: :-/ :-/ কোন মিষ্টি খেয়ে এত তৃপ্তি পাইনি, অসংখ্য ধন্যবাদ কাওসার ভাই।

২| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


জীবনের একদিনের ঘটনা, ভালো

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার চিন্তাধারা কেমন লেগেছে, জানালে কৃতজ্ঞ থাকবো। আপনাদের মন্তব্য আমার কাছে অনেক জরুরী।

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৩৭

সফেদ বিহঙ্গ বলেছেন: ভালো লাগল পড়ে।

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ, কবি সফেদ ভাই। :)

৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪২

আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে,
সেই সাথে ভাল রেজাল্টের জন্য জানাই ফুলেল শুভেচ্ছা

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, যাতে জীবনে আরো বড় হতে পারি।

৫| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৪

ভুয়া মফিজ বলেছেন: চমৎকার লেখা। প্রফেসর সাহেবের কিছু কথা তো গভীর চিন্তার উদ্রেক করে। উনার কাছে আবার আসবেন, তারপর উনি কি বলেন তা আমাদেরকে জানাবেন।

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: মফিজ ভাই, আপনি মনোযোগ দিয়ে পড়েছেন, আপনাকে ধন্যবাদ।
অবশ্যই, প্রফেসর আমার মাঝেই অন্য আমি। ওনাকে আবার ব্লগে আনবো, অগ্রিম নিমন্ত্রণ।

৬| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৯

ভুয়া মফিজ বলেছেন: প্রফেসর আমার মাঝেই অন্য আমি। বুঝতে পারছি :) । সেজন্যে এই প্রফেসর সাহেবকে আমাদের মাঝে বারে বারে আনবেন!

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: ইনসাআল্লাহ, দোয়া করবেন ভাই।

৭| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫০

পবন সরকার বলেছেন: প্রান্ত, অনেক ভালো লিখেছো। লিখতে থাকো একদিন ভালো করবে। ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ পবন ভাই। আপনাদের জন্যই লিখে যাবো।

৮| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনিও তাহলে 'জাস্ট ফ্রেন্ড' গ্রুপের সদস্য?

০৬ ই মে, ২০১৮ রাত ১০:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার কষ্ট চোখে দেখা যায় না। :(
তবে এই লেখা কল্পনা প্রসূত :)

৯| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:১৬

সমুদ্রচারী বলেছেন: ভালো লাগলো লেখা,শুভ কামনা রইলো।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ, সমুদ্রচারী ভাইয়া। পাশে থাকবেন।

১০| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৭

মিথী_মারজান বলেছেন: বাহ্!
খুব ভালোলাগলো আপনার লেখাটা।
পড়া শেষেও আমেজটা আর ভাবনাটা সবাইকে কিছুক্ষণ ভাবাবে।
+++

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: তাই নাকি আপু।
শুনে খুশি হলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১১| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:১০

মাআইপা বলেছেন: A+ পাওয়া ভাই ............ গল্পটা তো চমৎকার হয়েছে।
আশা করছি আগামীতে ধারাবাহিকভাবে ভালো লেখা পাবো।

শুভ কামনা রইল

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: অশেষ ধন্যবাদ :) । মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

১২| ০৭ ই মে, ২০১৮ সকাল ৮:১১

তারেক_মাহমুদ বলেছেন: লেখাটিতে ভাববার মত বিষয় আছে,আমরা হোটেলে গিয়ে টিপস দিতে দ্বিধাবোধ করিনা কিন্তু দুই টাকার জন্য রিকশাওয়ালার সাথে ঝগড়া শুরু করে দেই। লেখা ভাল হয়েছে।

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ তারেক ভাই। আপনার মূল্যায়ন আমার কাছে অনেক দামি।

১৩| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: লেখা মোটামোটি হয়েছে।

লালনের ঘোড়াগুলি ঘাস খায় আকাশে।
আকাশ মেঘলা হলে নেমে আসে মাটিতে।
মাটিতে গল্পের বীজ। সাত মাসের পোয়াতি ধানখেত।
গরুর জাবর কাটা দুপুর। মজা পুকুর।
উদাসী কচুরিপানা ফুল।
ব্রীজের তলায় জলের হুলুস্থুল।
লালনের ঘোড়াগুলি বৃষ্টিতে ভিজে গল্প খায়।
বেঞ্চে ফেলে যাওয়া একাকী বিকেলের গল্প।
একাকী বিকেলে একটি ফড়িং জীবন কৃষ্ণচূড়ার লাল হয়ে যায়

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: রাজীব ভাই, আশা করি ভালো আছেন।
আপনি নিয়মিত আমার লেখা পড়েন ও মন্তব্য করেন, এজন্য আপনাকে এক আকাশ ধন্যবাদ।
আপনার কবিতাটি কিন্তু বেশ অর্থবহ।

১৪| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: প্রান্ত তোমার গল্প লেখার থিম গুলো সত্যি অসাধারন!আর বেশ সাবলীল ভাবেই লিখে ফেলছ সুন্দর সুন্দর সব গল্প।
প্রথম পাতায় লেখার সুযোগ পেয়ে গেলে।এখন থেকে আরও ভাল ভাল লেখা পড়তে পারব তোমার।
তবে লেখালেখি কিন্তু শুধু অবসরে।
তুমি তোমার সব স্বপ্নকে যেন ছুঁয়ে দিতে পার সে কামনায় করছি।

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: সোহেল ভাই, প্রথমেই ধন্যবাদ জানাই গল্পটি পড়ার জন্য, এবং সুন্দর একটি মন্তব্য করার জন্য।
জ্বী, আমি কলেজে ভর্তি হলে ব্লগে নিয়মিত আসতে পারবো না, আগে পড়ালেখা, তারপর ব্লগিং।
আপনার প্রত্যাশা পূর্ণ হোক। :)

১৫| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো ফলাফলের জন্য অভিনন্দন।ভালো ফলাফলের জন্য অভিনন্দন।

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: :-/ প্রাণ ভরে মিষ্টি খেলাম। ধন্যবাদ।

১৬| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০০

জুন বলেছেন: প্রান্ত প্রথমেই জানাই অভিনন্দন পরীক্ষায় সাফল্যলাভের জন্য।

টিপস দেয়া নিয়ে প্রফেসরের কথাটা মনে দাগ কেটে গেলো । সত্যিতো রেস্তোরায় গিয়ে ঠিকই তো টিপস দেই । রিকশাওয়ালাকে দুটাকা বেশী দিতে কষ্ট লাগে কেন !
অনেক ভালোলাগা রইলো ভালো একটি লেখায় ।
+

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আপু। আমার জন্য দোয়া করবেন। :)

১৭| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রান্তর রেজাল্টের খবর কী? কিচ্ছু জানতে পারছি না। এদিকে ১৭ জনের কমেন্ট জমে গেছে। আমিও তো ভয় পাচ্ছি। এতগুলি কমেন্টের উত্তর কখন যে হবে। পাশাপাশি গল্পটা ভালো হয়েছে। অভিব্যক্তিটা বেশ ভাল লাগলো। তবে গার্ল ফ্রেন্ডটি বেশ মন্দ নয়। আর প্রফেসর সাহেবের দেওয়া খাবারটি কী ঠিক বুঝলাম না।

অনেক শুভ কামনা রইল।

০৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: দাদা আমি A+ পেয়েছি! আপানকে আগেও জানিয়েছি, তবে শুনলাম আপনার নাকি ব্লগে কি সমস্যা হচ্ছে।
গল্প ভালো লেগেছে জেনে খুশি হলাম।
পুরি আমাদের এখানের জনপ্রিয় খাবার।

১৮| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৮

কাছের-মানুষ বলেছেন:
চমৎকার হয়েছে। গল্পে গভীর জীবন বোদ ফুটে উঠেছে।
বর্ননায় সাবলীলতা আছে।

ভাল রেজাল্টের জন্য অভিনন্দন রইল তোমাকে।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি বরাবরই আমার কাছের মানুষ! ধন্যবাদ।

১৯| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই, আশা করি ভালো আছেন।
আপনি নিয়মিত আমার লেখা পড়েন ও মন্তব্য করেন, এজন্য আপনাকে এক আকাশ ধন্যবাদ।
আপনার কবিতাটি কিন্তু বেশ অর্থবহ।

হুম, আমি ভালো আছি।
সব সময়ই লেখা পড়বো এবং মন্তব্য করবো।
কবিতাটি আমার না।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ রাজীব ভাই।

২০| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার অনুধাবন প্রান্ত !!
আমরা ফুটপাতের সবজী বিক্রীতের সাথে ১ টাকার জন্য দামাদামী করি। রিকশা ভাড়া কম দেই।
ইভেন দেশিয় অফিসে সমান যোগ্যতা থাকলেও বিদেশিদের বেশি বেতন দেই।
আমার মগজে বসে গেছে সব।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ঠিক বলেছেন আপু।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১০

বিদেশে কামলা খাটি বলেছেন: লেখা ভালো হয়েছে। আরো ভালো লেখা চাই।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: :) দোয়া করবেন।

২২| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো লাগার মতো লেখা। সুন্দর।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই, আপনারাই আমার অনুপ্রেরণা। :)

২৩| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সনেট কবি বলেছেন: সুখ পাঠ্য। ভবিষ্যৎ উজ্জল বলেই মনে হয়।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: সনেট কবি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার লেখা পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

২৪| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:৫৭

প্রামানিক বলেছেন: পরীক্ষায় সফলতার জন্য অভিনন্দন। লিখতে থাকেন একসময় ভালো করবেন।

০৮ ই মে, ২০১৮ দুপুর ২:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: আমাকে তুমি করে বলবেন প্রামানিক ভাই। খুশি হবো।
ধন্যবাদ আপনার শুভেচ্ছার জন্য।

২৫| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রফেসর সাহেবের সংস্কৃতির কথা সত্যি ভাবার বিষয়।

+++

১৩ ই মে, ২০১৮ দুপুর ২:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই, পাশে থাকার জন্য

২৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: :-B

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: :P =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.