নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের ক্ষুদ্রতা এবং জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নেশায় সর্বভূক পাঠক; পেশায় ইতিহাসনামা.কম -এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ভালোবাসি গণিত, যুক্তি এবং ডাটাকে।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ

০৯ ই মে, ২০১৮ রাত ৯:৪৮



আমি বুঝতে পারছি, আমি আর বেশিক্ষন বাচঁবো না। একটু পরেই হয়তো ওরা আমার মাথায় গুলি করবে। কাল সকালে খবরে আসবে রামপুরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত এক। অথচ আমি কোনদিন এসব ছুয়েও দেখিনি।
বাবা মাকে নিয়ে ভাবনা নেই, আসাদ ভাই আছেন। আমার প্রথম প্রেমও আমাকে একদিন ভুলে যাবে, ঘরকন্না হবে। আমার বন্ধু-বান্ধবরা আমায় নিয়ে হা হুতাশ করবে, কিন্তু কেউ কোনদিন জানবে না, আমার কি হয়েছিলো।
আমার নিজের শরীরের রক্ত দেখে আমি ভয় পাচ্ছি। কি দোষ করেছি আমি? চিৎকার করে বলতে ইচ্ছে করছে,"আমি কি করেছি...!?"
কিন্তু মুখটা শক্ত করে বাঁধা। হয়তো আমার জীবন মূল্যহীন, হ্যাঁ হ্যাঁ আমার জীবনের কোন মূল্য নেই। নয়তো ওরা কেন আমাকে মেরে ফেলছে?
আমার বাবাকে একটু পা ধরে সালাম করতে ইচ্ছে করছে, শেষ বারের মতো।

ব্যথা আর ক্লান্তিতে ভর করে এ চোখে ঘুম নেমে এলো। স্বর্গীয় ঘুম! লোকগুলোর মনে কোন মায়া নেই।
ঈশ্বর; কাল সকালে আমার ঘুম ভাঙবে তো?

পরিশিষ্ট: পরদিন কোন 'বন্দুকযুদ্ধের' খবর পেপারে এলো না।

©প্রান্ত-৫-৯-২০১৮
ছবি: গুগল

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫২

ফারহানা সুন্দর মন বলেছেন: ভাল লাগল, শুভকামনা রইল

০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আপু, আপনার জন্যও শুভকামনা রইলো।
হ্যাপী ব্লগিং!

২| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০৯ ই মে, ২০১৮ রাত ১০:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ, সাজ্জাদ ভাই। অনুপ্রাণিত হলাম :)

৩| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আর একটু লম্বা হলে মন্দ হতো না।

০৯ ই মে, ২০১৮ রাত ১০:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ মাইনুল ভাই। আপনাকে আমার প্রফেসর গল্পটি পড়ার অনুরোধ করলাম।
আমার অনেক প্রিয় এক বড় ভাইয়ের নাম মাইনুল। তিনি আমাকে ক্লাস ৬-৭ এ কৃষি শিক্ষা পড়াতেন। :)

৪| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


এসব ভালো স্বপ্ন নয়

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: হাহাহা =p~ এর আরো কিন্তু ব্যাখ্যা করা যায় !

৫| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:১৮

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার লেখেছ। আমার খুব ভাল লেগেছে। অনেক শুভ কামনা তোমার জন্য।

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ কাউসার ভাই। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৬| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: হৃদয় ছুঁয়েছে।
শুভেচ্ছা।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ বরকত ভাই :)

৭| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:০৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এক প্রান্তর শুভেচ্ছা, বেশ লাগল

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ যুক্তি ভাই, অসংখ্য ধন্যবাদ :)

৮| ১০ ই মে, ২০১৮ রাত ১২:২৮

মাআইপা বলেছেন: দুঃস্বপ্ন অথবা মৃত্যু পথযাত্রীর একান্ত ভাবনাগুলো বেশ ফুটেছে।

শুভকামনা রইল

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: শুকরিয়া শুকরিয়া :)

৯| ১০ ই মে, ২০১৮ রাত ১২:৪১

শামচুল হক বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া কথা। ভালো লাগল।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ শামচুল ভাই, পাশে থাকবেন।

১০| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রান্তর কবিতা গল্প লিখছো লেখো। তবে বিষয়টি চেজ্ঞ করতে অনুরোধ করবো। পজেটিভ আউটলুক হওয়াই কাম্য।

শুভ কামনা রইল।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি আপনার সাথে একমত, বিষয়টি মাথায় রইলো দাদা।

১১| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: চমক আছে।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: এক আকাশ ভালোবাসা।

১২| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:২৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হৃদয়গ্রাহী !
এমন অনেকেই এমনি করে কথিত বন্দুক যুদ্ধে নিহত হোন, যারা কোন অপ্রাধ করেনি, হতে পারে কোন না কোন জিঘাংসার শিকার।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সেতু ভাই, পড়ে মন্তব্য করার জন্য :)

১৩| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:২৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সংশোধনীঃ অপরাধ

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সমস্যা নাই :)

১৪| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৫১

তারেক_মাহমুদ বলেছেন: ভালই, গল্পটি আরো বড় করলে ভাল হতো।

১০ ই মে, ২০১৮ রাত ৯:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি একমত।

১৫| ১২ ই মে, ২০১৮ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: অল্প কথায় অনেক সুন্দর লেখনী। ধন্যবাদ

১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য :)

১৬| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় একটি বারতা রেখে গেছেন। ভাল লাগলো তা পড়ে।
এই ব্লগে এটাই কি আপনার প্রথম পোস্ট? হলে বলতেই হয়, শুরুটা বেশ ভালই করেছেন।
আশাকরি, ভাল আছেন। ভাল থাকুন, শুভকামনা....

২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: এটি আমার প্রথম পোষ্ট নয়। আমার প্রথম পোষ্ট একটি কবিতা। সেগুলো ড্রাফটে নিয়ে রেখেছি। আমার সব পোষ্ট একবার ড্রাফট করে ফেলেছিলাম, তারপর সবগুলোকে আর উদ্ধার করা হয়নি।
মন্তব্য এবং লাইকের জন্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা

১৭| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর লেখা B-))

২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ :)

১৮| ২৯ শে মে, ২০১৯ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: এটি আমার প্রথম পোষ্ট নয়। আমার প্রথম পোষ্ট একটি কবিতা। সেগুলো ড্রাফটে নিয়ে রেখেছি। - হ্যাঁ, আমার মনে আছে যে আমি আপনার প্রথম দিকের বেশ কয়েকটি পোস্টে মন্তব্য করেছিলাম। এটা পড়ে একটু সন্দেহ হওয়াতে জিজ্ঞেস করেছি।

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী, আপনি আমার প্রথম দিকের লেখায় মন্তব্য করেছিলেন।
কৃতজ্ঞতা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.