নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের ক্ষুদ্রতা এবং জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নেশায় সর্বভূক পাঠক; পেশায় ইতিহাসনামা.কম -এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ভালোবাসি গণিত, যুক্তি এবং ডাটাকে।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

আদ্রিতাকে কি গিফট দেয়া যায়?

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫


ফোনাআলাপ:
-"দেখো, আমি কিন্তু আগেই বলছি, আমরা মধ্যবিত্ত পরিবার। তোমাকে ভালো কিছু গিফট করা আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া আমরা কলেজে পড়ি!"
-"এই কথাটা কি তোমার ডেইলি বলা লাগে? আমি কি বলছি তোমাকে গিফট দিতে? তুমি আমার সাথে এমন করো কেন?"

(আসলেও! আমি একটা গর্দভ, আমি বিষয়টা জানি। প্রেম জিনিসটাই আমার জন্য না, সেটাও জানি। কিন্তু কেউ বোধহয় ইচ্ছে করে প্রেমে পড়ে না। আমিও পড়িনি। আমাকে প্রায় ল্যাং মেরে ভালোবাসার গর্তে ফেলা হয়েছে)

-"আচ্ছা বাবা, বুজলাম। কিন্তু আজকে আসতে পারবো না।"
-"কেন? সত্যি পাঁচ মিনিটের বেশি লাগবে না..."
-"নেক্সট রোববার একটা পরীক্ষা আছে, আসতে পারবো না..."
-"তাহলে, হিমেলকে দিয়ে পাঠিয়ে দিবো?" (আদ্রিতার কাজিন)
-"কি??"
-"সেটা দেখো। এখন রাখি।"

প্রেম করি, বেশি দেখা করি না। আজব হলেও হতে পারে, আমি এমনই, কিছুই করার নাই। আমি আগেই বলছি। ইংলিশ কোচিং এর বাইরেও একশ বার বলছি, এখনও বলি। আমরা মধ্যবিত্ত পরিবার। আমাকে সামনে কিছু করা লাগবে। একদিন আদ্রিতা কি বলছে শুনবেন,
'আমাকে বিয়ে করে ঘরজামাই থাকবা, টাকা পয়সার চিন্তা করো কেন?'
দুই দিন কথা বলি নাই। কিন্তু কান্নাকাটি, ফোন দিয়ে জ্বালানো, আর ভাল্লাগে না।

বাসার নিচে এসে হিমেল ছোকরাটা ম্যাসেজ দিচ্ছে। নিচে নামলাম। ছেলেটা আমাকে পছন্দ করেনা। আদ্রিতা ওকে টাকাপয়সা এইটা সেইটা দিয়ে আমার কাছে পাঠায়। আজকেও আরেকটা 'গিফট' পাঠালো। আমি নামার সময় বুক শেলফ থেকে গোর্কির 'মা' বইটা নিয়ে নামলাম।

-পড়ে ফেরত দিতে বলবা।
-পুরান বইতো!?
-তো কি হইসে?
-আচ্ছা, বলবো নে।

হিমেল তার বাবা, কিংবা চাচার কাছে বিচার দিলে, এই মহল্লায় থাকা লাগবে না। কিন্তু জানি, আদ্রিতা ওর মুখ বন্ধ রাখবে।
চকলেট, কলম আর একটা সেন্টের বোতল। আর একটা কাগজের টুকরায় লেখা, একটা ফেসবুক আইডি খুলো না! আমার বান্ধবীরা কথা শোনায়। চিন্তা করেন অবস্থা! কয়দিন পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা!!
ফোন দেই, ধরেনা। বুঝতে পেরেছে, আমার মেজাজ গরম।

২.
দিনগুলো খুব মিস করি। এখন আমার আদ্রিতা কোথায়? কতদূরে!
প্যারিস ঢাকা থেকে কতদূরে?
হঠাৎ করেই ওর বাবা ওকে বিয়ে দিয়ে দিলো। আমার কিছুই করার ছিলো না, সত্যি!
আমি ওর সাথে শেষবারের মতো দেখা করার সময়, কাঁদতেও পারি নাই। ওকে আমি কাঁদতে শুনেছি, ফোনে। বাস্তবে মন খারাপ করতে দেখেছি। কিন্তু যখন ও আমাকে জড়িয়ে ধরে রাস্তার মধ্যে কাঁদছিলো;....তখন চারদিকে সব থেমে গেছে, আমার বুকে প্রচন্ড ব্যাথা হচ্ছে, চোখটা হয়তো লাল। আমি শুধু বললাম, "আদ্রিতা, I Love You."
বিকেল মরে যাচ্ছে, আমি শেষবারের মতো বললাম, " দেখো তুমি অনেক ভালো থাকবে।"

আমার ইন্টার পরীক্ষা খারাপ হলো না, প্রথমবর্ষ থেকেই ভালো করে পড়েছি।
পরীক্ষা দিয়েই আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম। সোজা টরোন্টো।
শুধু আসার আগে হিমেলের বাচ্চাটাকে ইচ্ছে মতো পিঠিয়ে এসেছি।


৩.
বালিশটা উড়ে এসে আমার মাথায় লাগলো।
আদ্রিতার কাজ।
ওর ছেলেমানুষী গেলো না।

-"এইযে ব্লগারমিয়া, সারাদিন কি ব্লগেই পড়ে থাকবেন?"

আমার পিচ্চি মেয়েটা টি শার্ট ধরে টানছে আর বলছে,
-"বাবা, কফি খাবো, কোল্দ কফি" .....ওর সবগুলো দাঁত এখনো উঠেনি, হাহাহা।

বের হতে হবে। আজকে আদ্রিতার জন্মদিন, কি গিফট দেয়া যায় বলুনতো।
আগেতো পুরোনো বই দিয়ে কাজ চালাতাম, এখন?



মো.আশরাফুল আলম খান প্রান্ত/ ঢাকা

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: Let Her Go
গান শুনুন! :)

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি ভাবলাম, দেখি তো কে মন্তব্য করলো,এখন দেখি আমি নিজেই :|

২| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

বর্ণা বলেছেন: বাহ বেশ ছিল।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: হিহিহি...আপনাকে প্রথম মন্তব্যে পেয়ে খুব খুশি হলাম আপু।
সারাজীবন আজকের দিনটির মতো হাসি খুশি থাকুন। আবারো ঈদের শুভেচ্ছা।

৩| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈদ মোবারক।
শুভ হোক প্রতিটি মুহূর্ত।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: সাজ্জাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের ওনাকে ঈদ তো গতকালই শেষ হয়ে গেছে। তারপরও ঈদের শুভেচ্ছা!

৪| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

বর্ণা বলেছেন: হি হি হি এ করুন। হা হা করলে বলা যায় না কি হয়ে যায়! ঈদ এর শুভেচ্ছা

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: হি হি হি হি হি হি হি হি হি হি হি হি

৫| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা ভালো না।
মন দিয়ে লেখা পড়া করতে হবে। লেখা পড়া শেষ করে ভালো একটা চাকরি করতে হবে।
তারপর প্রচুর টাকা জমিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবেন।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন:
ভাই ঘরজামাই হলে কেমন হয়? কখনো বিষয়টা বিবেচনা করে দেখছেন? আমি আপনার কমেন্টে লাইক দিলাম!

৬| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ঈদ মোবারক দাদা। আপনারা খোঁজ খবর নিলে মনটাই ভালো হয়ে যায়!
ভালো থাকবেন।

৭| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

স্রাঞ্জি সে বলেছেন: ডজন ডজন কতকগুলো এনেমি ছবি দেওয়া যায়।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: অ্যাঁ??

৮| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ সারাদিন পড়ার টেবিলে থাকি, সময় পেলে দাবা খেলি, ব্লগে আপনাদের লেখা পড়ি। দুই তিন মাস পরপর কোন লম্বা ছুটি পেলে গল্প কবিতা লিখি। এইতো...তবে একদিন আমি এই ব্লগের রাজা/মাফিয়া হবো, বলে রাখলাম!


তোর ডনগিরি আমি ঘুচাবোরে মনু...X(

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: :-0 পারবেন না হোহহোহো

৯| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দরকার হয় আজ শ'টাকার প্যাকেজ নিবো। তবু সামুর লেখক সমাজকে একহাত দেখে নিব.....;)


যুদ্ধ হবে, যুদ্ধ...

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: :-0

১০| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


গল্প মোটামুটি

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ
জনাব কিছুদিন আগে এই গল্পটি লিখেছিলাম, আলোচিত পাতায় ছিলো, আপনি কি পড়েছেন?
নিম্ন মধ্যবিত্ত এক ছাত্রের সৌভাগ্যময় রাত

১১| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ওমেরা বলেছেন: এবার একটা নতুন বই দিতে পারেন ।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: সঠিক উত্তর। !:#P
পুরোটা পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ওমেরাপু

১২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

মীর শাহেদুর রহমান বলেছেন: গল্পটা মোটামুটি । ভাল গিফট পাবেন তবে চিন্তা করেন কোনটা ভাল ।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংক মীর ভাই,
আপনাকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, অনুরোধ করবো আমার
নিম্ন মধ্যবিত্ত এক ছাত্রের সৌভাগ্যময় রাত গল্পটি পড়ে মন্তব্য করতে, অনেকে পড়েছেন।
ভালো থাকবেন :)

১৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: হুম! প্রান্ত চলবে। ছদিনের ছুটিতে চুটিয়ে ব্লগিং এই আরকি।

ঈদের নামাজ না,পড়ে ঘুমালে, এটা কী নিম্নমধ্যবিত্ত এক ছাত্রের দুর্ভাগ্যময় দিন? না তোমার আজকের বাস্তবতা ?

এনিওয়ে,

শুভকামনা রইল।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া বাসায় কেউ ছিলো না, আমরা বাড়িতে কুরবানী দেই, তারা সেখানে ছিলেন। রাতে একটা বই পড়ছিলাম। আর ভাইয়া বিষয়টা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু আমি পরিস্থিতির স্বীকার! ইনশাআল্লাহ ভবিষ্যতে আর হবে না!
কাল বাদে পরশু থেকে আর থাকছি না। তবে আপনি কিছু লিখলে পড়া হবে, মন্তব্য হবে না :(

১৪| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ২:২০

বাকপ্রবাস বলেছেন: ভাবছি কী দিবেন

২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাবনা হইতে কিছু আসলে জানাইয়েন! :)

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

মাহের ইসলাম বলেছেন: হিমেলকে পিটিয়েছেন কেন ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ও নির্ঘাৎ গুটিবাজি করেছে।
(ভাইয়া আমি ব্লগে অনিয়মিত। পড়াশোনার চাপ)

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: একখানা নতুন বই আর বাচ্চা দেওয়া হউক B-))

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: নাউজুবিল্লাহ

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: নাউজুবিল্লাহ
=p~ =p~ =p~

তা আদ্রিতা দেখতে কার মতো??
জিজি হাদিদ নাকি কাইলি জেনার ;)

ফান করলাম B-))

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগার_প্রান্ত বলেছেন: জিজি হাদিদ, কাইলি জেনার কে তা চেনার জন্য গুগলে সার্চ করলাম।
এরা কেউ আদ্রিতার ধারকাছ দিয়াও যায় না B-)
ভাই, আপনি কিন্তু আমার খুব প্রিয় মানুষ হয়ে যাচ্ছেন, ঈদে সালামি দেওয়া লাগবে কিন্তু :P

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাই, আপনি কিন্তু আমার খুব প্রিয় মানুষ হয়ে যাচ্ছেন, ঈদে সালামি দেওয়া লাগবে কিন্তু ।
প্রিয় মানুষ মানে ঐটা না তো ;)
সেলামী দেওয়া হবে B-))

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: কিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিকককিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিককিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিককিককিকিকিকিকিকিকিকিকিকিকিকিকি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

২০| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ!!!
আমার নামতো আর আদ্রিতা,নীলা,মিমি,তাসনিম নয় B-))

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনি একটা আজিব লোক, আই লাইক ইউ :#)

২১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি একটা আজিব লোক, আই লাইক ইউ
=p~ =p~ =p~

আসলেই তো B-))

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: =p~
ভাই শুভ রাত্রি, চোক্ষের বারোটা বাজান, আমি ঘুমাইতে গেলাম...সকালে পড়া আছে
টাটা সি ইউ :)

২২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: চোক্ষের বারোটা বাজান
An AI doesn't have eyes ;)

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২১

ব্লগার_প্রান্ত বলেছেন: লোল, আমারে পোলাপাইন পাইছেন হাহাহাহাহ বিনুদুন
কোন এ আই ও, আপনের মতো হইতে পারবো না B-)

২৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কোন এ আই ও, আপনের মতো হইতে পারবো না
Yeah baby B-)

AI doesn't recognise girls or like them B-))

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনার সাথে কথা বলার জন্য আমার এক বয়াম হরলিক্স খাওয়া লাগবে :|

২৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হরলিকস কেন??

গ্রিল চাই B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.