নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের ক্ষুদ্রতা এবং জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নেশায় সর্বভূক পাঠক; পেশায় ইতিহাসনামা.কম -এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ভালোবাসি গণিত, যুক্তি এবং ডাটাকে।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

পহেলা অক্টোবর

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩


পহেলা অক্টোবর
সকালবেলা হাতিরঝিল বাস কাউন্টারে বাসের জন্য দাঁড়িয়ে আছি। এক থুত্থুরে বৃদ্ধা, জনে জনে ভিক্ষা চাইছে। তাকে দেখে বহু বছর আগের এক প্রতিবেশীর কথা মনে পড়ে গেলো। তিনি অনেক দিন গত হয়েছেন।
পকেটে দুটি নোট, একটি একশ টাকার, অারেকটি দশ টাকার। একশ টাকা দেয়ার তো প্রশ্নই আসে না!
দশ টাকা দেয়া যায়? আমি কলেজে পড়ি, প্রতিটি পয়সা মূল্যবান। তাছাড়া, একশ টাকা হলো ব্যাকআপ, দশ টাকা হলো ফের‌ত আসার ভাড়া। কাউন্টারে দশ টাকা দিয়ে দুটি পাঁচ টাকা নেবো? বৃদ্ধা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে...ব্যাগে একটা কয়েন থাকার কথা...।
কিন্তু বাস এসে গেলো।

কাজটা ঠিক হয়নি। চাইলেই দশ টাকা দেয়া যেতো। বাসে যেতে যেতে বৃদ্ধার চেহারাটা মনে পড়ছে। ঠিক করলাম, বাস থেকে নেমে হাঁটা পথটুকু রিকশা দিয়ে যাবো। একজন রিকশাওয়ালার উপকার হবে।
রিকশাওয়ালা ফুল স্পিডে প্যাডেল চাপছেন। এখন একটু ভালো লাগছে। রিকশায় ওঠার আগে, একটা ময়লা, হাড় বের হওয়া কুকুরকে বনরুটি কিনে দিয়েছি। শেষবারের মতো ক্ষুধার্ত জীবটিকে দেখার জন্য পিছনে তাকালাম।
একটা বাচ্চা টোকাই, রুটিটা কেড়ে নিয়েছে।


-প্রান্ত / রামপুরা,ঢাকা।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

স্রাঞ্জি সে বলেছেন:

নীচের ছবি টা সত্যি.....

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী গুরু :(

২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

আরোগ্য বলেছেন: নিচের ছবিটা মর্মান্তিক।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী, সত্যি বলেছেন, এর চেয়েও মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে, সকাল বেলা মগবাজার, ফার্মগেটের ফুটপাতে। কত চোখ এড়িয়ে যাওয়া যায়?

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

অন্তরন্তর বলেছেন: আসলে একটু চেষ্টা এবং ইচ্ছে এই দুটি হলে আমরা অনেক কিছু করতে পারি, এদের সাহায্য করতে পারি। আপনি যে একটু মনোবেদনায় ভুগছেন ঐ বৃদ্ধাকে সাহায্য না করে তাতেই আপনার কোমল মনের পরিচয় মিলে। এটা থেকে একটু শিক্ষা পেলাম আমরা সবাই কি বলেন? পরের বার এমন ভুল আর না করি আসুন সবাই মিলে এই চেষ্টা করি। রামপুরা আমারও বাসা যদিও আমি দেশের বাইরে থাকি দীর্ঘদিন। শুভ কামনা।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: পুরোটাই গল্প।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, সহমত পোষণ করছি।
আপনি আমার মনের কথা লিখেছেন। হয়তো জেনে থাকবেন ১লা অক্টোবর প্রবীণ দিবস, ২রা অক্টোবর, পথশিশু দিবস।
আবারো, আন্তরিক ধন্যবাদ

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

মোছাব্বিরুল হক বলেছেন: সবচেয়ে ভালো হতো মনে হয় মহিলাকে টাকাটা দিলে (সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত)
মহিলাটাকে টাকাটা না দিতে পারার জন্য আপনার জন্য যে খারাপটা লাগছিল এটাই আপনার ভালো মানসিকতার পরিচয়। (সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত)
ভালো থাকুন।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আসলে এটা আমার নিজের ঘটনা না ভাই, মধ্যবিত্তের এই মনস্তাত্তিক দ্বন্ধ নিয়ে ড.পার্থ চট্টোপাধ্যায়ের একটা বইয়ে পড়েছিলাম। সেখান থেকেই বিষয়টা মাথায় ছিলো, তাছাড়া, এমন কত কিছুই তো জীবনে হয়, আমাদের দোষ আর কতটুকুই।
আপনাকে একবার মিরিন্ডা খাইয়েছিলাম, আবার হবে নাকি?

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: ছবি কথা বলে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্রো। আমি ব্লগে ডুবে ডুবে জল খাই, মানে অফলাইনে থাকি। আপনি বেশ অ্যাক্টিভ লোক। ভালো, এমন লোক আরো চাই, আমাদের বয়স হয়েছে, আর আগের মতো সময় দিতে পারি না, আপনারাই ব্লগটা চাঙ্গা রাখছেন!
সময় হলে আমার অন্য লেখাগুলো পড়ে দেখার নিমন্ত্রণ

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @বল গার_প্রান্ত
এসব নিত্য দিনের ঘটনা। তবে ব্যাপারটা যে মনে দাগ কেটেছে এটাই অনেক...

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: গুরু, ইহা কল্পনাপ্রসূত।
বুঝেন, আমি কি ট্যালেন্ট! B-) বাই দা ওয়ে, শরিরস্বাস্থ্য ভালো? ভাবীর খবর কি?

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

ভুয়া মফিজ বলেছেন: এতোদিন পরে উদয় হলেন.....শেষ পর্যন্ত!

প্রায়শ্চিত্ত করার ধরনটা ভালো লাগলো। অপরাধবোধ জাগ্রত হওয়া অনেক বড় ব্যাপার। দেশের ভবিষ্যত আপনাদের হাতে। এই বোধ যদি কর্মক্ষেত্রে রাখতে পারেন.........দারুন একটা ব্যাপার হবে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: দোয়া করবেন, যাতে আমরা বড় হতে পারি, বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা চিন্তা গুলো অমর হোক।

ভালো কথা, মাশুক নামে আমার এক ঘনিষ্ট ছোট ভাই আছে, খুব ভালো দাবা খেলে!

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওই ব্যাটা! বানানো গল্প আমি পড়ি না। তবে সত্য বলার জন্য ধন্যবাদ।

শরীর ভালো। তর ভাবীর খবর আমি জানি না। সে বাপের বাড়ী থাকুক না হয় দুরে গিয়া মরুক, আমাদের কী???


প্রতি বিশ্যুদবারে রাতে ব্লগে আসবি। আড্ডা হবে!

আমার মত ভন্ডামি না করে ঠিকমত পড়বি। নয়তো আন্টির কাছে ফোন দিব।
ভালো থাকিস।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: হোহোহোহোহো গুরু.... B-)
বিশ্যুদবারে রাতে ব্লগে আসার প্ল্যানটা মন্দ না, তবে সেদিন রাত জেগে পড়ি, ৯টার দিকে ঘুম থেকে উঠি। কিন্তু আই উইল ট্রাই, আর পুজায় তো সারাদিন আড্ডা হবে। রেডি থাইকেন....
আর ভাই, আম্মুকে একদিন কল দিয়ে আমার খোঁজ খবর নিতে পারেন না?

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

ভুয়া মফিজ বলেছেন: দাবা আমিও খুব ভালো খেলি! একসময় ঢাকায় লীগে খেলতাম!
ভালো কথা, মাশুককে নিয়ে একটা গল্প লিখেছি, পড়েছেন?

গতবার লাইক দিতে ভুলে গিয়েছিলাম, এবার দিলাম। কিপ ইট আপ! :)

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: তাই নাকি?? সেই তো! ভাইয়ে ভাইয়ে মিল আছে B-)

না পড়লে, বললাম কেমনে? ;)

১০| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: এই মাসের ১০ তারিখ আমার জন্মদিন।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: তা কেক খাওয়াবেন না?

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫

কাওসার চৌধুরী বলেছেন:



আমার প্রিয় ভাইটা কেমন আছে? হঠাৎ করেই হাওয়া হয়ে যায়!! আবার ফিরে আসে। আজকের পোস্টটি খুবই মানবিক। দেশের সব মানুষ যদি তোমার মত হতো। দেশটার চেহারা পরিবর্তন হয়ে যেত।

ভাল থাকিও সব সব সময়। আর পড়াশুনায় মনোযোগ দাও।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: শ্রদ্ধেয় কাউসার ভাই,
আপনি মনোযোগ দিয়ে অনুবাদ করছেন, অনুবাদ খুব কঠিন বিষয়, এজন্য কি একটু ব্যস্ত থাকেন? আপনার অনুবাদ গুলো, লা জওয়াব....
ভাইয়া আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। সকালে ৯টায় কলেজ, তবে আগে স্যারদের কাছে পড়া থাকে, ছুটির পরেও পড়তে হয়, বাসায় আসি ৩:৩০, ৪:০০ এর দিকে, কোন দিন পাঁচটাও বাজে। জানেনই তো, বাবা মা রা আমাদের উপর ভরসা করতে পারে না, স্যারদের কাছে তাই নিত্যদিন পড়া গেলা লাগে.....
একটু শুয়ে থেকে, সন্ধ্যায় পড়তে বসি, রাত ১১টায় শুয়ে পড়ি, আবার সকালে কলেজ।
ব্লগের জন্য সময় বের করা বেশ কঠিন, আর সে সময়টুকুতে আপনাদের লেখা পড়েই কাটিয়ে দেই।
আপনি কি কোন বই বের করার পরিকল্পনা করছেন? করলে দয়া করে জানাবেন।
পূজায় আশা করি কথা হবে। ভালো থাকবেন।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

আরজু পনি বলেছেন: অনেক সময় ইচ্ছে থাকা সত্তেও অনেক কাজ করতে সিদ্ধান্তহীনতায় ভুগি আমরা।
আপনি স্টুডেন্ট করার কিছু নেই। হিসেব করতেই হবে। কিন্তু তারপরও বৃদ্ধার জন্যে খারাপ লাগছে।
আমি কখনো কখনো রিক্সায় না চড়ে বাসে চড়ে সেই রিক্সাভাড়া দিয়ে বাসে যারা যা বিক্রি করে সেসব থেকে জিনিস কিনি এই ভেবে যে, সে যদি দিন শেষে পরিশ্রম করেও কিছু বিক্রি করতে না পারে শেষে ভিক্ষা শুরু করবে বা অপরাধে জড়িয়ে পড়বে।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনার কথা জানানোর জন্য ধন্যবাদ।
আপনাকে স্যালুট।
আমাদের সবারই যার যার অবস্থান থেকে সকলের কল্যাণে কিছু করা উচিত। ধন্যবাদ

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

বাকপ্রবাস বলেছেন: সুন্দর ভাবনা। ভাল লাগল পড়ে।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: B-) থ্যাংকু

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

আখেনাটেন বলেছেন: উপলব্ধিটুকু ভালো লাগল। যদিও মানুষের থেকে এই মানবিক গুণগুলো বিলুপ্তপ্রায়।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: আখেনাটেন ভাই.....
কত বছর পর, কেমন আছেন? নিশ্চয়ই ভালো।
বিলুপ্তপ্রায় এই অনুভুতিগুলো লুকিয়ে থাকে মনের কোনায়।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর চিন্তা,আমাদের সবার ভাবনা এমনটি হওয়া উচিত। আশাকরি পড়াশুনা বেশ৷ ভালই চলছে। অনেক শুভ কামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: তারেক ভাই,
আস সালামুআলাইকুম।
মন্তব্যে ধন্যবাদ। পড়াশোনা বুলেট ট্রেনের মতো চলছে, দোয়া করবেন। :)

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

স্রাঞ্জি সে বলেছেন: কাল সারাদিন কোথায় ছিলে..... ব্লগে দেখিনি যে

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্রো, আমি টাঙাইল ট্যুর মেরে এলুম ;)
বাসায় ফিরেছি রাত ১২টায়....

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কিছু কিছু ছবির কোনো ক্যাপশন লাগেনা। ছবিই কথা বলে।
আমি দুইটি সমাজসেবামূলক গ্রুপে কাজ করছি। সেখানে কাজ করার জন্য শতাধিক মানুষের কাছে হেল্প চাইলেও পাইনা। নিজ থেকে সব খরচ করতে হয়। আমি নিজে স্টুডেন্ট মানুষ। ইনাকাম কি করতে পারি? একটু কষ্ট হয়, তবে তাদের আর কি বলব! খুব বড় বড় কথা বলে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের সাপোর্টে কিন্তু করার বেলায় কে সামনে এগিয়ে আসে বলুন? :(

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: প্রথমেই আমার ব্লগে স্বাগতম।
আমি এই ব্লগে সবচেয়ে কম বয়েসে সেফ হয়ে রেকর্ড করেছিলাম, কিছুদিন আগে, ম্যাট্রিক পরীক্ষার বন্ধে। এখন দেখছি (অথবা মনে হচ্ছে), আমার চেয়েও কম বয়েসে আপনি সেফ হয়ে গেছেন। (অচেনা হৃদি ও হতে পারে, আমি ঠিক নিশ্চিত নই :) ) তবে এ কথা বলার অর্থ হচ্ছে, অভিনন্দন, এটা নিশ্চয়ই একটা গর্ব করার মতো বিষয়। নিয়মিত লিখুন........
সমাজসেবামূলক গ্রুপে কাজ করছেন যেনে আনন্দিত হলাম, যারা এসব কাজে যুক্ত, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। টাকা পয়সা বড় বিষয় না, ইচ্ছেটাকে বাঁচিয়ে রাখুন...আপনার আদর্শ, পরিশ্রম, ইচ্ছেশক্তিই পারে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে। চালিয়ে যান, দোয়া রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.