নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের ক্ষুদ্রতা এবং জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নেশায় সর্বভূক পাঠক; পেশায় ইতিহাসনামা.কম -এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ভালোবাসি গণিত, যুক্তি এবং ডাটাকে।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

প্রাগৌতিহাসিক যুগে লেখা একটি শিশুতোষ ছড়া: ভুতের বাড়ি

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩



কবে থেকে দাড়িয়ে আছে পুরোনো এই বাড়ি,
ছোট্ট উঠান কোনে রাখা, মরচে পড়া গাড়ি।

আমি তো রোজ বাড়িটার ঐ পাঁচিল টাতে বসি
অশ্বত্থ আর বটের চারাও আমায় পেয়ে খুশি।

পাঁচিল খানায় বসে আমি, আকাশে মেঘ দেখি
কিংবা দেখি, দূরের মানুষ, গাছের ডালে পাখি।

এই বাড়িটা ভূতের বাড়ি, সবার মুখে শুনি
এইখানেতে খুন হয়েছে মস্ত বড় খুনি।

পথের ধারের বাড়িটাতে চামচিকেদের বাস
ঘরে ঘরে খোড়াখুড়ি, ইদুঁর করে চাষ।

এক সকালে কালো গাড়ি, থামলো বাড়ির গেটে
দেখি চেয়ে, দুটি মানুষ আসছে এদিক হেঁটে।

বাড়ির খোঁজে তারা বুঝি এই বাড়িতে এলো,
বাড়ির ভেতর মানুষ দুটি, ভয়েই মরে গেলো!

এখন আমরা তিন বন্ধু, পাঁচিলটাতে বসি
ভূত হয়ে আমরা সবাই, অনেক বেশি খুশি!
..........................................................................


লেখার সময়: ২০১৬/ অক্টোবর
ছবি: রামপুরায় অবস্থিত একটি তথাকথিত ভূতের বাড়ি। (গুগল ম্যাপ)

মন্তব্য ৬৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ওমেরা বলেছেন: ভুতের ছড়া ভাল হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ওমেরা আপু, আপনি কি কখনো ভূত দেখেছেন?

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ফোয়ারা বলেছেন:

:D

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন:

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বাহ! ভূতেদের জীবন আমার বড় পছন্দ!

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: রাজকন্যা আপু, আজকে রাতে আপনি একটা ভূত দেখবেন :-&

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Google street view :D

কবিতা ভালো হয়েছে B-))

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: Спасибо, босс

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!চমৎকার কবিতা।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভাই, আরো চমৎকার সব কবিতা পড়তে ২ চাপুন

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সনেট কবি বলেছেন: সহজ, সরল এবং সুন্দর।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ কবিজ্বী

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, ভালো থাকবেন

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

ঢাবিয়ান বলেছেন: বাড়ীটাকে দেইখা কোনভাবেই ভুতের বাড়ী মনে হচ্ছে না।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: বাড়িটা এখনো আছে, রামপুরা, রাজধানী আইডিয়াল স্কুলের পাশে :-&
যদিও আমরা এই বাড়িকে ভুতের বাড়ি বলে না, মানুষজন বলে, আমার তো নিজেরাই ভূত

৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

আখেনাটেন বলেছেন: ভালোই হয়েছে লেখা। :D

তয় এতদিন জানতাম বনশ্রীতে ভূতের বাড়ি।

নিচের ছবিটা।

নিচের ছবিটা।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আরে এই ব্যক্তিটিকে তো চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি...।
তুতেনখামেনের সমাধিতে এক ভূত আমাকে আপনার মতো, একজনের কথা বলেছিলো :-&

১০| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সুমন ভাই,
আপনি ভালো কে ভালো, খারাপকে খারাপ বলেন- আপনার মূল্যায়ন আমার কাছে খুব দামি

১১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ইয়াহু ভাইয়া আমি যাব। নিয়ে যাও :(

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: শুধুমাত্র ভূত পেতনি ঐ বাড়িতে প্রবেশ করতে পারে।
বাড়ির ঠিকানা- এমজি টাওয়ার বা রাজধানী আইডিয়াল স্কুলের পাশে....
ঐ বাড়ির সামনে এক মহিলা মজার সিঙাড়া বানায়, আমিতো ভূত, আমার কাছ থেকে টাকা নেয় না :#)

১২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২১

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ, @ প্রান্ত B-)
দারুন প্রাণবন্ত কবিতা। ভুতের বাড়ি, কিন্তু সে বাড়িতে খুন হয়েছে মস্তবড় একজন খুনি। দারুন রহস্যময় ভুতের বাড়ি। অনেক অনেক ভাল লাগা রইলো কবিতায়। জানি, তুমি অনেক দূরে যাবে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: কাউসার ভাই,
এই পৃথিবীতে একটা মানুষকে, কম্পিউটারে সর্বোচ্চ যতটুকু ভালোবাসা এবং শ্রদ্ধা করা যায়, আমি আপনাকে সেটা করে ফেলেছি।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভূত আমায় দেখে ভয় করে!! কোথাও ভূত দেখা গেলে শুধুমাত্র আমার নাম বলে দিবেন :P



লেখা ভালো হয়েছে.....

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: কিন্তু ভাই, নাম বললে তো চাকরি থাকবে না :P

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর। ভূতের কবিতা বেশ ভালো লাগলো । ++

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ দাদা,
আপনি আমার লেখা নিয়মিত পড়েন এবং মন্তব্য করেন। আমার নিয়মিত পাঠকদের মাঝে আপনি অবশ্যই অন্যতম,
ভালো থাকবেন সর্বদা

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

হাবিব বলেছেন: অসাধারন....................

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংকস স্যার B-)

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

জুন বলেছেন: ভুতের বাড়ীর পাঁচিলে পা তুলে বসে থাকা প্রান্তর সাহস তো কম নয় :-&
অনেক মজা পেলাম দুঃসাহসী ছড়াকারের ছড়ায় :)

আচ্ছা এটা কি রামপুরা রোডে টিভি ভবনের কাছাকাছি উল্টোদিকে্র বিল্ডিং যা কিছুদিন আগেও লাইব্রেরীর তকমা ধারন করেছিল ?
বছর কয়েক আগে ওখান দিয়ে যাতায়তের সুত্রে দেখেছি সেই লাইব্রেরীর নামটির অক্ষরগুলো একটা একটা করে ভুতে গিলে খাচ্ছে B:-)
ছড়াটিতে অনেক ভালোলাগা প্রান্ত ( আমার ভাগ্নের নাম)
+

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আরে বাহ!
আপনার ভাগ্নের নামও প্রান্ত
কি দূর্দান্ত!!
আপু, রামপুরায় টিভি ভবনের একটু আগে, স্বপ্নের আউটলেটের পাশেই এই বাড়ি, এই বাড়িটা নিয়ে মামলা চলছে, যাদের বাড়ি, তারা বাড়িটা নিয়ে খুবই উদাসীন। কয়েকবছর আগে এখানে লাইব্রেরীর নাম ছিলো? সম্ভবত না। দেখবেন, একটা রাজধানী আইডিয়াল স্কুল আছে, তার পাশেই বাড়িটা দাড়িয়ে আছে।
জানেন, এখানে একবার সত্যি সত্যি গোলাগুলি করে একজন মারা গিয়েছিলো!
আমার কিন্তু আপনার ভাগ্নে হতে কোন আপত্তি নাই :#)

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ভূতের ছড়া ।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ পরি আপু,
একদিন সময় করে আমাদের ভূতের বাড়িতে আসবেন, গরম গরম মগজ সেদ্ধ পাওয়া যায় :-&
মজা করলাম :P , ভালো থাকুন সবসময়।

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

Sujon Mahmud বলেছেন: ভালো হয়েছে

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

শিখা রহমান বলেছেন: প্রান্ত কবিতাটা খুব ভালো লেগেছে। কবিতারা যখন গল্প বলে সে কবিতা মনে দাগ কেটে যায়।

ছবিটাও সুন্দর। আমার খুব পুরোনো ভাঙ্গাচোরা শ্যাওলামাখা ছায়া ছায়া বাড়ি ভালো লাগে।

শুভকামনা নিরন্তর!!

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ শিখা আপু,
আমার লেখা একটা কাহিনী কবিতা পড়েন http://www.somewhereinblog.net/blog/abcd11/30239190
ভাঙ্গাচোরা শ্যাওলামাখা ছায়া ছায়া বাড়ি বাইরে থেকে দেখতে ভালোই লাগে, কিন্তু ভেতরে গেলে .... :-&

২০| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

খাঁজা বাবা বলেছেন: চমৎকার

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ বাবা, একটু দোয়া কইরা দিয়েন :)

২১| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০

মোস্তফা সোহেল বলেছেন: প্রান্ত তুমি তো দেখি ছড়া চমৎকার লেখ!

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সোহেল ভাই,
অনেকদিন আগে ইহা লেখেছিলাম :`>

২২| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

অন্তরন্তর বলেছেন: মাস্টার প্রান্ত আপনার দেখানো বাড়িটা চিনলাম কিন্তু এটা ভূতের বাড়ি তা শুনিনি কখনও। আহা রামপুরা কত মিস করি। এই রামপুরা রোডে আমরা ছোটবেলায় ফুটবল, ক্রিকেট খেলেছি। আসল কথায় আসি ভুতের ছড়া আমার কাছে ভাল লেগেছে। শুভ কামনা।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: এলাকার সিনিয়র অন্তরন্তর ভাইকে পেয়ে ভালোই হলো,
যাক আপনি বাড়িটা চেনায় ভালো হলো। অনেকে বাড়িটাকে ভূতের বাড়ি বলে পরিচয় দয়, তবে সেখানে ভূত থাকে না, এক লোক সেখানে থাকে, আর দিনের বেলা সিঙ্গারা বানিয়ে বেঁচে...
ভূতের ছড়ায় ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন

২৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: Thank you boss
=p~ =p~ =p~

রাশিয়ান প্রোগ্রামারা কিন্তু ACM ICPC তে সর্বদাই প্রথম হয় :)

আর রাশিয়ান মেয়েগুলো B-))

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: রাশিয়ান প্রোগ্রামারা কিন্তু ACM ICPC তে সর্বদাই প্রথম হয়
জ্বী ভাই, রাশিয়ান হ্যাকাররাও জোশ।
আমার রাশিয়া যাওয়ার ইচ্ছা আছে B-)

২৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

কিরমানী লিটন বলেছেন: বাহ!চমৎকার কবিতা- খুব ভাললাগা ...।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ কিরমানী লিটন ভাই
ভালো থাকুন অফুরান

২৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

কালো_পালকের_কলম বলেছেন: আমিও এমন ভুত হতে চাই

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: দেবো নাকি ঘাড় মটকে?!!

২৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার রাশিয়া যাওয়ার ইচ্ছা আছে
তবে মিস প্রান্ত কি মিস রাশিয়া হবে ;)

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: কে জানে 8-|

২৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুঃসাহসি প্রান্ত
ছোড়াটা কি জানতো
লিখে সে দুর্দান্ত।

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃসাহসি প্রান্ত,
জানতো না সে, লিখে দুর্দান্ত...
জানিয়ে দিলো কি করি আজ ভেবে না পাই
ছোকড়া বলে, ধন্যবাদ ভাই :D

২৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

শাহারিয়ার ইমন বলেছেন: ভূতের বাড়ি নিয়েও ছড়া :D

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভূতের বাড়ি---ভূতের বাড়ি
পেতনি নাচে, পড়ে শাড়ি
:D

২৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভূত মানেই কি বট আর অশ্বত্থ গাছ?

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ভূতেরা বট আর অশ্বত্থ গাছ ছাড়া বাচতে পারে না, তাদের আবার কিছু, নিয়মকানুন আছে, যেগুলো স্ট্রিক্টলি মানা লাগে।
তেতুল গাছে পেতনি থাকে
বট গাছে দৈত্য
অশ্বত্থ গাছে মামদো
টেলিফোন লাইনে- ইন্টারনেট

৩০| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


ভাই ঠিকানা দেন ঘুরতে যাবো । দেখি সুন্দর ভুতের দেখা পাই কিনা ।


@আখেনাটেন

ভাই চলেন ওই বাড়িতে একটা পিকনিক করি ।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: অপু ভাই, আগেই বলি হতাশ হবেন না, ওখানে এখন নিয়মিত পদধূলি পড়ে,
তাও বলি, বাড়িটা টিভি সেন্টারের আগে রাজধানী আইডিয়াল স্কুলের পাশে অবস্থিত

@আখেনাটেন ভাইয়ের বাড়িটা কিন্তু জোশ

৩১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩

ব্লগার_সামুরা বলেছেন:

আপ্নিই আমার ব্লগের প্রথম অতিথি হয়েছেন। তাই আপনাকে স্বাগতম জানাতে আসছি। আমার ব্লগে আবার ঘুরে আসবেন।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ইয়েস, ঘুরে এসেছি
তবে আমি ভাবছি, আপনি কে.....
স্রান্জি?? যাহৌক ভালো থাকুন সবসময়

৩২| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

মীর সাজ্জাদ বলেছেন: দারুণ

১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংকস !!

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

বলেছেন: মুগ্ধ হলাম

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ লতিফ ভাই

৩৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

তাশমিন নূর বলেছেন: বেশ!! লেখকের ছড়ার ছন্দ লেখার প্রতিভা আছে। আশা করে শিশুদের জন্য কাজ করবেন ভবিষ্যতে। :)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ তাশমিন নূর আপু,
শিশুদের জন্য অবশ্যই কাজ করবো! পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.