নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

বসন্তে মেঘ

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৪


"চৈত্রের রোদে শুষ্ক এ মন
আদ্র হবে না জানি-
বসন্তে মেঘ, আসবেনা ফিরে-
ভিজবেনা রাজধানী। "

করুণ আকুতি, শুনে রহমান,
ঝরালো মেঘের জল-
বৃষ্টিতে ভিজে উল্লাস করে,
বোকা মানুষের দল।

আজকে একটু বৃষ্টি হলো। বহু প্রতীক্ষিত বৃষ্টি। স্বাধীনতার মাসে একটু স্বস্তি, একটু পরিষ্কার জলজ বাতাস।
বৈজ্ঞানিকেরা বলেছেন, এ সপ্তাহে আরো বৃষ্টি হবে।
বৃষ্টি মানে ধুলো থেকে রেহাই। এখানে সেখানে পানি জমা। গলির সরু রাস্তাটা পিচ্ছিল হওয়া। বৃষ্টির পরে বুক ভরে শ্বাস নেয়া।
মেঘলা আকাশে আলোর রেখা দেখে মনে হয়, এই মুহূর্তে বিশ্ববসতির সবচেয়ে দামি তৈলচিত্রটা আকাশে আঁকা হয়েছে।

তারপর নাগরিক ব্যস্ততার পৌণপুনিক চাপে হারিয়ে যাই নিজের অস্তিত্বে।
মাঝেমাঝে কবিতা লিখি, আর সভ্যতার ভবিষ্যৎ ভেবে প্রচন্ড দুঃখিত হই।

বিনিময় মূল্যহীন দুঃখগুলো ভুলতে সময় লাগেনা যদিও।

খুব রাতে গনিতপীড়িত আমাকে, আবার যখন বৃষ্টির রিমঝিম স্পর্শ করে,
কিংবা, বোকা মেয়েটা ফোন দিয়ে প্রশ্ন করে,- কেমন আছো?

তখন অবিরাম দুঃখগুলো কিছু সময়ের জন্য হারিয়ে যায়...

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪০

মাহমুদুর রহমান বলেছেন: আজ পরিবেশটা মেঘলা মেঘলা।এক অন্যরকম ভালো লাগা কাজ করছে।

আল্লাহর কাছে শুকরিয়া এতো সুন্দর নেয়ামতে জন্য।

আর সুন্দর পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী, সত্যি বলেছেন। আজকের দিনটা সুন্দর। আল্লাহর কাছে সত্যিই কৃতজ্ঞতা
আমার জন্য দোয়া করবেন,
আপনাকে ধন্যবাদ, নিয়মিত আমার লেখা পড়ার জন্য

২| ২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

সুমন কর বলেছেন: কিছু লাইন, কিছু কথা আর ছবি মিলিয়ে পোস্টটি ভালো হয়েছে।

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: যদিও আগের মতো পাঠক নেই
তাও আপনাদের ভালো লেগেছে শুনলে ভরসা পাই
ধন্যবাদ

৩| ২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: মেঘে ভর করে ছুটে চলে জীবন অজানার পানে.....

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: কি অবস্থা ভাই?
কেমন আছেন? পোষ্ট দেন না কেন?

৪| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৭

পবন সরকার বলেছেন: ভালো লাগল লেখা।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ পবনদা

৬| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৫

নতুন নকিব বলেছেন:



ছোট্ট কবিতাটি সুন্দর হয়েছে।

ধন্যবাদসহ পোস্টে +

২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ নকিব ভাই
ভালো থাকবেন

৭| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ১০:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভবের সহজ সরল প্রকাশে ভাললাগা :)

২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু
আপনার জন্যও শুভকামনা

৮| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে, ছবি দুটিও মনোরম।

শুভকামনা প্রিয় প্রান্তকে।

২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ জানাই দাদা
আপনার ভালোলাগা জানিয়ে দেওয়ার জন্য :)

৯| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছবিটা ভালো হয়েছে। কবিতাও সুন্দর!

২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন

১০| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: অবস্থা ভালোই :)
ব্লগে ভিজিটর কম তাই পোস্ট করতেছি না।

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ও তাই বলেন :|
এই সমস্যার শেষ কবে হবে ভাই?

১১| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: #include
using namespace std;
main()
{

cout

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: #include
using namespace std;
main()
{

১২| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: উপস..... আমি তো ভুলেই গেছি, সামুতে কোড পুরো সাবমিট হয় না....

Who knows?

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: no one

১৩| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৮

স্রাঞ্জি সে বলেছেন: কিরে তুমি তাইলে বাঁইছা আছ.......

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ইয়েস B-)

তুমি তো মাঝে মাঝে ব্লগে আসো, তা হাত পা সব ঠিক জায়গায় আছে ??

১৪| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আগে তো নাম ছিল প্রান্তর পাতা।
নাম কি করে বদলে গেল?

শুভ কামনা।

০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী ভাই, নাম বদলানোর জন্য মেইল করেছিলাম B-)
ধন্যবাদ
ভালো থাকবেন

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩০

আনু মোল্লাহ বলেছেন: বাহ! বেশ সুন্দর পোস্ট।
অনেক ভাল লেগেছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৪

জুন বলেছেন: কবিতা নাকি আর কিছু জানিনা তবে পড়তে অনেক ভালোলাগলো প্রান্ত ।
বৃষ্টির প্রতি ভালোবাসা অজস্র আপনার মত আমারো ।
কাল রাতের ঝড়ের আগের আকাশ

০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.