নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

স্কেচ

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৮

৯/৪"২০


অনেকদিন পর আঁকতে বসলেন তাপস। কমপক্ষে বছর তিনেক।
কিন্তু তার আঁকার খাতাটা খুঁজে পেলেননা। ঘরেই কোথাও লুকিয়ে আছে হয়তো। মেয়ের দিস্তা খাতাটাই হাতে নিলেন শেষমেশ।


নিজের একটি ব্যঙ্গচিত্র আঁকবেন ভাবছেন।
গতবার প্রধানমন্ত্রীকে এঁকেছিলেন।
গারদ থেকে ভূমিষ্ঠ হয়ে, নিজের একখানা ছবি না আঁকলেই নয়।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৯

মৃন্ময়ী শবনম বলেছেন: ঘরের দেয়ালেও ভালো ছবি আঁকা যায়। ছবিটি আঁকা শেষ হোক।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: শহরের পার্কে বিষন্ন মানুষ',, এই থিমে ছবি এঁকে আমি গতবছর এক প্রতিযোগিতায় 2য় হয়েছিলাম।
ছবিটি ভাতেখিচুড়ি হলেও থিমটায় বাজিমাৎ হয়েছিলো মনে হয়।

২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১১

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! পেয়ে গিয়েছি নতুন লেখা।
গল্প লেখা কঠিন কাজ । ছোটগল্প আরও একটু বেশী কঠিন । অল্প কথায় গল্পের সারাংশ তুলে ধরা সহজ নয় ।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু
আশা করি আপনি গল্পের প্লট ধরতে পেরেছেন। তাও 4নং প্রতিউত্তরে চোখ বুলাবেন আশা করি।
আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। শুভরাত্রি।

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: এসেছিলাম ছোট গল্প পড়তে। প্রত্যাশার তুলনায় গল্প আরো ছোট। ভালোই হলো বেশি সময় লাগল না। তবে যেহেতু আঁকার হাত একেবারেই নেই কাজেই গারোদ থেকে ভূমিষ্ঠ হয়ে তাপস বাবু নিজের ছবি আঁকার হেতুটা ঠিক বুঝলাম না।


অফ টপিক:- এতদিন পর ব্লগে এলে। দীর্ঘদিন পড়াশোনায় ব্যস্ত ছিলে, যে কারণে বিরক্ত করিনি। আপাতত লম্বা ছুটি। এবার ডায়েরির পাতা উল্টায়া কয়েকটি পোস্ট দাও। অপেক্ষায় রইলাম...

শুভকামনা প্রিয় প্রান্তকে।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আঁকার হাত নেই একথা কোথায় পড়লেন পদাতিকদা? হাহাহা।
4নং প্রতিউত্তর পড়ুন দয়া করে।
দীর্ঘ অনিশ্চয়তায় পড়াশোনার রিদমটাই নষ্ট হওয়ার পথে। আমার এলাকায় একজন
রোগী পাওয়া গেছে। যাচ্ছেতাই দিন কাটছে। ভাবছি কদিন ব্লগে লিখবো ফোন দিয়ে।
আপনাদের খবর কি? বাসার সবাই ভালো তো?

৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৮

আহমেদ জী এস বলেছেন: ব্লগার_প্রান্ত,




গল্পের বক্তব্যটি দূর্বোধ্য ।


নিরাপদে থাকুন আর থাকুন সুস্বাস্থ্যে..............

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: কাল্পনিক চরিত্র তাপস একজন পেশাদার কার্টুনিস্ট। মানহানির মামলায় হাজতবাস হয়েছিলো তার।
ডার্ক হিউমারের আড়ালে আগামী সময়ের একটি স্কেচ এই অল্প কথার গল্প।
আপনার মন্তব্যে প্রীত হলাম। ডার্ক হিউমারের আসল কথাই দূর্বোধ্যতা।
শুভকামনা।

৫| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: হুমায়ুন ফরিদী প্লটটা মিস করলে মাইন্ড করতাম। হাহা
ধন্যবাদ কবি

৬| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: ভালো।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংকস। খিলগাঁ তো বাসাবোর সাথেই। বাসায় থাকবেন আশা করি।

৭| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪০

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: Thanks

৮| ০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনার মনে হয়েছে যে, আপনি একটা গল্প লিখেছেন?

যাক, আপনাকে হয়তো কমপক্ষে গরুর রচনা মুখস্হ করতে হবে; তারপর, উহাকে বারবার লিখতে হবে; তাতে আপনার হাত আসবে।

০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি কিছু হলেই গরু রচনা লেখার পরামর্শ দেন। আবার, এখন গরুর বদলে ট্র্যাক্টর দিয়ে হালচাষ হয়। আপনি গরু প্রাণীটিকে খুব মিস করেন বোঝা যাচ্ছে।
বাসায় আয়না টায়না নেই?

৯| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কি অবস্থা ?

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: সস্তার ৩ অবস্থা :প

১০| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: হু 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.