নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমকালিন

আমার আমি

এম এ আহাদ....

হৃদয়ে বাংলাদেশ

এম এ আহাদ.... › বিস্তারিত পোস্টঃ

ফকিরের দুষ্টামি

১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

একটা ফকির সারাদিন ঘুরে ফিরে কিছু না পেয়ে খালি হাতে বাসায় ফিরলো । বাসায় এসে চিন্তা করতে লাগলো আজ কিভাবে কি করা যায়। হটাৎ একটা দুষ্টুমি বুদ্ধি বের করলো। আজ আমি খালি পানি চুলায় বসাইমু আর এখান দিয়ে যদি কোনো ফকির যায় তখন তাকে ডেকে এনে একসাথে রান্নার কথা বলে তার চাউল দিয়ে দুজনে রান্না করে খামু।
এই দেখা যায় একজন ফকির আসছে ডাক দিয়া কহিলো ।
--- ভাই আজ আসেন আমার সাথে এক সাথে রান্না করে খাই।।
--- আচ্ছা ভাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখানে আপনার সাথেই সামিল হই।।
--- আপনার চাউল দেন আমি একটু বাহিরে থেকে আসি।।
ফকির মনে মনে চিন্তা করিলো আজ চাউল পাইছি কম। একটু চালাকি করলে ওর ভাতটাই দুজনে খেতে পারবো। ফকির এসে জিগ্যেস করিলো।
--- ভাই আপনি কি পাতিলে চাউল দিয়েছেন?
--- হ্যা ভাই দিয়েছি আপনি রান্না করুন আমি হাত মুখ ধুয়ে এসে খাবো।।
ফকির রান্না করে কিন্তু ভাত হয়না এভাবে জ্বাল দিতে দিতে শেষে দেখে পানি শুকিয়ে গেছে সেই পাতিলে কোনো চাউল নেই ভাত হবে কি করে। এখন দুজনেই দুজনের দিকে তাকাতাকি করে আর বলে আপনি তাহলে পাতিলে চাউল না দিয়ে আমারটা খাওয়ার আশা করছেন? অপরজন তাকে একই প্রশ্ন করে ভাই আপনি তাহলে পাতিলে চাউল না দিয়ে আমারটা খাওয়ার আশা করছিলেন।।
গল্পটি লোক মুখে শুনেছিলাম। সবাই যদি পরের আশা করেন তাহলে সেই পর খুজে পাওয়া বড়-ই কঠিন।
আপনি যেমন চালাক তেমনি চালাক আরো আছে বুজলেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.