নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর প্রদীপ

আমি একজন ছাত্র। আমার একান্ত ইচ্ছা সত্যকে জানা এবং মানা।

আলোর প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

মঞ্জিলের পথ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

জীবন নদীর ঘাটে আজ লাখো যাত্রীদের ভীড়
কান্ডারী তুমি শান্ত হও হইয়োনা অধীর।
ধীরে ধীরে তরী ভিড়াও ঘাটে, সমুদ্র উত্তাল
পাড়ি দিতে হবে হাজারো ঢেউ সমুদ্র জঞ্জাল।

তোমার হাতের নকশীতে দেখ কত মানুষের প্রাণ
বাঁচাতে হবে এই যাত্রীদের, করোনা অভিমান।
দ্বিধা সংকোচ বাঁধা দাও ঠেলে
কেতন উড়াতে ওই দুর মঞ্জিলে।
চলো দুর্বার গতিতে এবার যাত্রীদের নাও তুলে
কোন জীবনের ক্ষয় যেন না হয় তোমার কোন ভূলে।

বিশাল যাত্রীর ভীড়ের মাঝে পথ চিনেনাতো কেউ
ভয় পাবে যাত্রীদের অনেকে, দেখিলে উত্তাল ঢেউ।
ভয়ে ভয়ে করিবে যপ, কতযে অতীতের ভূল
দেখবে সবাই সেজদা করিতে এক আল্লাহ-তে মশগুল।

আসলে এরা ভীরু কাপুরুষ, জীবন যাদের বিলাশী
জীবনকে যারা মনে করে থাকে এক অভিনাশী।
যেদিন আসিবে মৃত্যু দুয়ারে, কাঁপিবে থরথর
ভয়েতে তারা কাফন ধরিয়া হইবে জড়সড়।
করিবেনা ভূল কখনো জীবনে ক্ষমা করো আজাজীল
এক আল্লাহ-তে মগ্ন আজ থেকে মোর দীল।
আজাজীলের সেই ছোবলের কথা বুঝে কেবল সে
মৃত্যু দুয়ারে একবার পৌঁছিয়াছে যে।

তোমার তরীতে উঠিয়াছে যারা, তারা সব এমনি
তবুও তোমায় দিতে হবে পাড়ি এই তটিনী।
উত্তাল তরঙ্গে ছেড়নাকো হাল
উড়াইয়ো বাতাসে পাল।
সত্য চাহিয়া উদার আকাশে, আল্লাহকে রাখিও স্মরণ
মঞ্জিলে আজ আয়োজন চলে করিতে তোরে বরণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.