নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর প্রদীপ

আমি একজন ছাত্র। আমার একান্ত ইচ্ছা সত্যকে জানা এবং মানা।

আলোর প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

সেলফি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

কেউবা তুলে দালান কোঠায়
কেউবা তুলে ফুল বাগিচায়
কেউবা টাওয়ারের উপরে উঠে
উল্টো হয়ে সেলফি টুটে।

কেউবা আবার সমুদ্র ঝড়ে
সেলফি তুলতে লেগে পড়ে
আসুক ঝড় তাতে কি
সেলফি ছাড়া জীবনের মানে কি?

সেলফি তুলে কপোত কপোতি
জড়িয়ে থাকা মনের আকুতি
শালিনতার গোষ্ঠি কিলায়
এসো অন্তরঙ্গে সেলফি উঠায়।

ঐ যে দেখ এক হাত বোমা
পিন খুলে তার সেলফি উঠায়
অন্য রকম ভাব নিয়ে
ফেসবুকে আপলোড দিয়ে যায়।

সেলফি তুলি বন্ধুক নিয়ে
এক হাতে তাকে মাথায় ঠেকায়
সেলফি বাটন চাপতে গিয়ে
গুলি আমার মাথায় ঢুৃকায়।

তবুও আমি সেলফি তুলি
অন্য রকম ভাবে চলি।
নিজের ছবি উঠানোতে
অন্য রকম ফিলিংস মাতে।

সুস্থ বিবেক জবাব দাও
এসব কোন মানসিকতা?
আত্মপ্রেম আর স্বার্থপরতা ছাড়া
বলবো কি মানসিক অসুস্থতা?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

সুমন কর বলেছেন: সব কিছুর একটা সীমা থাকার দরকার আছে!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

আলোর প্রদীপ বলেছেন: হুম, মনের আনন্দে আমরা সীমা পরিসীমার কথা ভূলে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.