নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর প্রদীপ

আমি একজন ছাত্র। আমার একান্ত ইচ্ছা সত্যকে জানা এবং মানা।

আলোর প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

নারী শিশুর ফরিয়াদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

আল কোরআনের সূরা নিসার, ৭৪ নং আয়াত অবলম্বনে লেখা

খোকন সোনা ঘুমিয়ে আছে মায়ের কোলে বেশ
সব শিশুরই জন্ম আনে, আনন্দের রেশ।
যে ঘরেতে শিশু থাকে, সে ঘর হয় আলোকিত
স্নেহের পরশ মাথায় নিয়ে, হয়ে উঠে পুলকিত।

নানান দেশের নানান মায়ের কোলে, পরিচয় থাকে শিশু
সব শিশুরা একই রকম, করে থাকে হিসু।
এক বিশ্ব এক জাতি, শিশূর জন্য মানায়
তবে কেন আজ শিশু ভাসে সমুদ্রের কানায়?

শিশু অধিকার নিয়ে দেখ, গড়ে উঠে কত সংগঠন
তবুও কেন লক্ষ শিশু ধুকে ধুকে দেয় জীবন?
জাতিসংঘের আছে দেখ, শিশূ অধিকার আইন
তবুও কেন শিশুর জন্য, থাকে তোদের বাইন?

ফিলিস্তিনে জন্ম যাহার, সে কি তবে শিশু নয়?
ইসরাঈলে মিসাইলে কেন, শিশু মৃত্যু কামনা হয়?
কামান যখন শিশূর দেহ, করে দেয় ছাই
স্মরণ কেন আসেনা তোদের, ওরা মানব ভাই?

ফিলিস্তিনে জন্ম নেয়া যদি হয় তাদের পাপ
তোদের জন্ম দিয়েছে তবে কোন জারজ বাপ?
তোরা যেমন বিশ্ব চালাস, চালাস জাতিসংঘ
স্মরণ কেন হয়না তোদের ওরাও পৃথিবীর অংগ।

সিরিয়াতে জন্ম নিলো আজকে যে বনী আদম
তার বুকেতে লাথি দিতে লাগেনা তোদের শরম?
শিশুর জন্ম দিয়ে বুঝি পাপ করেছে মা?
তোরা বুঝি মা ছাড়া, ডাক শিখেছিস হাম্বা!!!

ওরা শিশু, ওরা ভাই-বোন, ভবিষ্যৎ এ পৃথিবীর
তবে কেন ওদের জন্য, নেই কোন শান্তির নীড়?
যত রকম নীতিকথা, হয়েছে সব বরবাদ
নারী শিশু, আবাল বৃদ্ধা, করছে তাই ফরিয়াদ।
অসহায় নারী-শিশূ, ডাকবেনা আর তোদের
ওরা আজ ধরনা দিল, দরবার প্রতিপালকের।
মুখ ফুটিয়ে বলছে তারা হে পরওয়ারদেগার
উমরের মতো শাসক, পাঠাও তুমি আবার।
আবার পাঠাও আবু বকর কিংবা সালাউদ্দিন
বিশ্বমাঝে কায়েম হোক, মুহাম্মদের দ্বীণ।

যদি না দাও উমর, ওসমান অথবা বিন কাসিম
কিভাবে আমরা থাকবো বেঁচে শাসকেরা যে জালিম।
আমাদের তুমি বের করে নাও, ভেঙ্গে এই জনপদ
দূর করে দাও, মাথার উপর যত আছে বিপদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

বিজন শররমা বলেছেন: শিশুর জন্ম দিয়ে বুঝি পাপ করেছে মা ---আরে, জন্ম নেবার আগেই তো সে অমুকের গুলি খায় এই বাংলাদেশে, তার চাচা মামার কবর হয় রেঙ্গুনের বনে, তার খালু ফুফারা পায় জল কবর- বঙ্গোপসাগরের বুকে ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

আলোর প্রদীপ বলেছেন: বর্তমান পৃথিবীতে নারী পুরুষের এই আহাজারি ভারী করে তুলছে আকাশ বাতাস। দরকার একজন কান্ডারীর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.