নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর প্রদীপ

আমি একজন ছাত্র। আমার একান্ত ইচ্ছা সত্যকে জানা এবং মানা।

আলোর প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

আইলানের আহবান

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

আমি শিশু কুবান থেকে পথ ধরেছি সাগরে
যাব আমি জনমানবহীন শূণ্য ঐ পাহাড়ে।
ভূমধ্যসাগর পাড়ি দিতে চলতে চেয়েছি একা
আব্বু আম্মু সবাই মিলে, করল আমায় দেখা।
তারাও আমার সাথে যাবে, থাকবেনা সিরিয়ায়
বাশার তোরে ঘৃণা করে সকল বাবা-মায়।
বিশ্বে জুড়ে দাপুটে চলে কত বাশার আহারে
আমার মতো কত শিশূ দিন কাটায় অনাহারে।
ইসরাইলি শিশুরা দেখ, আনন্দে মেতে বেড়ায়
আমরা কি তব শিশু নয়, পাইনা যে কোথাও ঠায়।

লক্ষ মা যে, আঁচল তলে আগলে রাখতে চায়
জাতিসংঘের আইনেও মিলেনা তাদের ঠায়।
আমার চেয়ে বয়সে বড়, আমার আপন ভাই
আমার সাথে মরলো সেও, সাগর কিনারায়।
আমার কাছে যে মুখ ছিল, অতি প্রিয় হায়রে
এ পৃথিবী তাদেরও ঠায় দিলোনা ভাইরে।
মা আমার অতি প্রিয়, সাথী হলো আমার
মৃত্যু যার লেখা ছিল ভূমধ্যসাগর পাড়।

বিশ্ব বিবেক শুনে রেখ, বলছি আমি আইলান
আর যেন কোন শিশু, না হারায় এভাবে প্রাণ।
তোমরা যারা বিশ্ব চালাও, অভিভাবক মানুষের
ঠায় দিও সব শিশূরে, বিশ্ব হাসুক ফের।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

কেলকুলাস বলেছেন: চমৎকার হয়ছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

আলোর প্রদীপ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

কেলকুলাস বলেছেন: আমিও একটা কবিতা লিখলাম অনেক দিন পর ।চোখের পানিও পড়ল কযেক ফোটা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.