নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিনদু

চন্দ্রবিনদু › বিস্তারিত পোস্টঃ

আমি আজও পরাধীন

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

পাকিস্তানিরা মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল-

আমরা তা হতে দেই নাই, যুদ্ধ করে পেয়েছি স্বপ্নের শহীদ মিনার,

আজ বাংলিশ আর হিন্দী কেড়ে নিচ্ছে আমার মায়ের ভাষা,

রেডিও জকির জ্বালাতনে সালাম বরকতকাঁদে অন্তরীক্ষে

আমরা কিছুই বলিনা, বলেনা সুশীল বুদ্ধিজীবী

আমরা আজ নতুন করে পরাধীন

মুক্ত বাংলায় ।



পাকিস্তানিরা আমাদের চাকরীতে নিত না অস্পৃশ্য বলে !

আজ এ বাংলায় শত বেকার ঘুরে রাস্তায়, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতিতে আবদ্ধ স্বাধীনতা ।



লুট করে নিয়ে যেত সর্বস্ব কিছু পশ্চিমা হানাদার-

আজ লুট করে স্বদেশী হায়েনার দল টেন্ডার, দলবাজীতে-

আমার জনগণ অন্ধকারেই পড়ে থাকে ।



হানাদার রক্ত ঝড়াতো ঢাকার রাজপথে সেদিন ৭১/৬৯ এ,

আজও রক্ত ঝড়ে বিশ্বজিতের কোমল অসহায় শরীর থেকে হায়েনা আর

ধর্ম ব্যবসায়ী বাংলাভাইয়ের নিজস্ব আদালতে

স্বাধীনতার নায়কদের শাসনে প্রতিদিন ।



আমরা এখনও পরাধীন দেশের স্বৈরশাসকদের হাতে,

আমরা এখনও দরিদ্র তাদের লুটপাটে,

আমার মা বোন এখনও বিশ্ব বেহায়াদের লোলুপ দৃষ্টির সীমানায়,

আমরা এখনও বন্দী পাকিস্তানীদের শাসনের মত

আমাদের স্বাধীনতা এখনও আসেনি, চারদিকে অমাবস্যার অমানিসা,

আমরা এখনও স্বাধীনতার সংগ্রামে প্রতিদিন,

মৌলবাদ আর ধর্মান্ধের কঠিন পাতানো জালে বন্ধি,

রাজাকারের গাড়ীতে উড়ে স্বাধীনতার রক্ত পতাকা,

সেই সব আদর্শ ভুলানো মুক্তিযাদধার স্বার্থে বন্দি,

আজও আমার সোনার যোদ্ধারা কাঁদে

গ্রামে গঞ্জে, বাংলার আনাচে কানাচে ।



আমরা এখনও স্বাধীন হইনি ।

আমরা আবার স্বদেশীর হাতে পরাধীন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

টাইটান ১ বলেছেন: অসাম শালা।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

চন্দ্রবিনদু বলেছেন: ধন্যবাদ হালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.