নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিনদু

চন্দ্রবিনদু › বিস্তারিত পোস্টঃ

এ লাজ কোথায় রাখবে-বিনপি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০২

বিএনপিকে এখন আর লাঠিচার্জ

কিংবা গুলি করতে হয়না!তাদের মিছিল ছত্রভঙ

করতে পুলিশ শুধু একটা বাঁশি বাজালেই কাজ

হয়ে যায়। বিএনপির নামটা এখনও

বাঁচিয়ে রেখেছে শিবির। কথাগুলি আওয়ামিলীগ

সাংসদ গোলাম মাওলা রনি গত

রাতে জিটিভিতে একটি টকশোতে বলেছেন।

কিন্তু কিছুদিন পর দেখা যাবে এই

চুড়ি পরা দল,চুড়ি পরা বাদ দিয়ে টেন্ডার

নিয়ে বানিজ্য করছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

ক্লিকবাজ বলেছেন: পুলিশের ডান্ডার বাড়ি আর কাঁদানো গ্যাস কিংবা রাবার বুলেট উপেক্ষা করে আন্দোলন করার রজীর সব দলেরই আছে। কিন্তু বর্তমান BAL সরকার যেভাবে নিলজ্ব্য-বেহায়া, কাপুরুষ হয়ে মেটাল বুলেট দিয়ে পাখির মতো গুলি করে মানুষ মারার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে তাতে বিরোধী দলের একটু হিসেব করেই মিছিল-মিটিং আন্দোলন করতে হয়। তবে তার মানে এই নয় যে, হিসাবটা শেষ হয়ে গেছে, হিসাবতো সবে মাত্র শুরু।

BAL এর কুত্তাগুলারে পিডানোর জন্য পাব্লিক খালি সুযোগের অপেক্ষায় আছে। সারা জীবনতো আর ক্ষমতায় থাকবেনা, পুলিশ আর প্রশাসনের আঁচলের নীচ থেকে একবার বাহির হৈয়া দেখুক কাদের হাতে চুড়ি আর কাদের জাতে মুগুড়-জুতা-ঝাড়ু।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

টি-ভাইরাস বলেছেন: হা হা হা হা রনি নিজেত চোর ও এই সব কথা কয় কেমনে ... আসলে কথা সত্যি চোর এর মা এর বড় গলা

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

স্বাধীকার বলেছেন:
পাগলা কুকুরদের সাথে কেমন আচরণ করতে হয়-তা বিএনপি চর্চা করছে। এটা খারাপ না। দেশের ৯০ভাগ মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়-এটা বিএনপিরই পক্ষে আছে-তাহলে বিনা কারণে কেন রাজপথে মানুষের জীবন ও সম্পদের হানি করবে। বিএনপি এদেশের মানুষের দল, বিএনপিকে কেন লগি বৈঠা নিয়ে রাজপথে পিটিয়ে মানুষ মারতে হবে। মানুষ বিএনপি সাথেই আছে।

হা এই জনতাকে সংগঠিত করে দেশে একদলীয় বাকশাল কায়েমকে ঠেকানো বিএনপির দায়িত্ব। এটা সময় হলে হবে। গত ৭টি বছর সীমাহীন অত্যাচার আর গুমের পরও এখনো বিএনপিকে বাংলাদেশ হতে নিঃশেষ করতে পারেনি বাকশালী অপশক্তি, পারবেনা। জাস্ট ওয়েট এন্ড সি।

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

চন্দ্রবিনদু বলেছেন: boom

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

হুমায়ুন তোরাব বলেছেন: ১৩.২.১২
১৪.২.১২

এই দুই তারিখের পেপার দেখলে বুঝবেন,কে কি পারে আর না পারে।

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

হুমায়ুন তোরাব বলেছেন: march hbe,sorry

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

আমি ভূমিপুত্র বলেছেন:
তো ভাইজানে কী চাইতাছেন, গোলাম মাওলা রনি যেমনে সাংবাদিকরে লাইথ্যাইছে, বিম্পি ও তেমনে দেশের ইকোনমির পোঙ্গা মারুক আর আম্বারা/বাম মিডিয়া এই চান্সে বিম্পির পপুলার কেয়ারটেকার ইস্যুরে ট্যাগিং দিয়া চাঙ্গে উঠাক....।

চরি ভাইজান , বিম্পির এই আবালগিরি দেখতে হইলে আমনেরে কতদিন ওয়েট করতে হয় কিডা জানে..... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.