নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিনদু

চন্দ্রবিনদু › বিস্তারিত পোস্টঃ

আমার নাম না জানি আবার কবে চেঞ্জ করে দেয় সরকার??

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৫

জন্মের পর থেকে শুনলাম

যমুনা সেতু ,এখন শুনছি বঙ্গবন্ধু

সেতু ,এতোদিন শুনলাম

মাওলানা ভাসানী নভোথিয়েটার এখন

নাকি বঙ্গবন্ধু

নভোথিয়েটার ,আগে মা বলত

তোকে ঢাকা মেডিকেল

কলেজে পড়তে হবে এখন

বলে তোকে বঙ্গবন্ধু মেডিকেল

কলেজে পড়তে হবে ,আগে টিভিতে দেখ

চীন মৌত্রী আর্ন্তজাতিক সম্মেলন

কেন্দ্র এখন আগাঁরগাওয়ের

সামনে দিয়ে গেলে সেটা দেখি বঙ্গ

আর্ন্তজাতিক সম্মলেন কেন্দ্র

হয়ে গেছে ।এখন বন্ধুদের কাছে আমার

আবেদন আগামী ১০জাতীয় সংসদ

নির্বাচনে সবাই

আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত

করবেন নাহলে বাংলাদেশ পরিবর্তিত

হয়ে বঙ্গবন্ধু দেশ হবে কি করে ???

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

শুক তারা বলেছেন: কথা সত্যি , যারা পাকিস্থানের পা চেটে মজা পাইসে আর ভবিষ্যতে তাদের গোলামি করতে ইচ্ছুক ছিল তাদের কাছে বন্গবন্ধুর নামটা হজম হবে না। উনি না থাকলে মেডিক্যাল কলেজ, সেতু, নভোথিয়েটার তো দুরের কথা নিজের ঘড় পর্যন্ত থাকতো না। ইতিহাস পরেন আর জেনে নিয়েন পাকিরা বাংগালিদের কিভাবে অর্থনৈতিকভাবে পংগু করে দিয়েছিল, যে বন্গবনধুর জন্য একটা দেশ পেলাম তার নামে দেশের কিছু থাকাতেও এত গা জললে মুড়ি খান

২| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭

আমার জন্য লেখা বলেছেন: আপনার বাপের নামটা মনে হয় বদলাইয়া গুলাম আজম হয়া গেছে

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

চন্দ্রবিনদু বলেছেন: হায় হায় কিতা কয়
তার মানে বংজ্ঞ বল্টু আপনাদের পিতা ছিল মনে হয়

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

রবিউল ফকির বলেছেন: ভাই যে যেইভাবে পারেন মন্তব্য দিয়া যান। তবে এইটাও সত্য বঙ্গবন্ধু বলেন আর শেখ মুজিব বলে যুদ্ধে কিন্তু উনি সরাসরি অংশগ্রহন করেন নাই। যুদ্ধে অংশগ্রহন করেছেন আমার চাচা, এই রকম কারো বাবা, কারোর দাদা, কারোর মা, আবার কারোর মা-বোনের শম্ভ্রম হানি করে যুদ্ধ করে ছিনিয়ে এনেছি স্বাধীনতা। ঐ বঙ্গবন্ধুর পরিবারের কেউ কি যুদ্ধে অংশগ্রহন করেছিল? তার পরিবারের কেউ কি শম্ভ্রম হারিয়েছিল? তারা কিন্তু ঠিকই নিরাপদে ছিলেন। উনার ঘরে কি একটি ছেলেও উপযুক্ত ছিলেন না যুদ্ধের জন্য? এমনকি উনার কাছের/নিকটতম কোন আত্মীয় (মায়ের কিংবা বাবার দিকের আত্মীয়) কেউ কি যুদ্ধে অংশগ্রহন করেছে যদি থাকে তবে তার নামটা দয়া করে জানাবেন।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২

চন্দ্রবিনদু বলেছেন: ফকির ভাই এইটা আপনি কি বললেন।আপনারে তো এখন সবাই ছাগু ট্যাগ দিবে।ভাই আমিও তাই বলি,আজ যারা বড় বড় গলায় চিল্লায় যে রাজাকার নিধন করিব।আচ্ছা রাজাকার নিধন করবে খুব ভাল কথা।কিন্তু তারা কেন রানা প্লাজার বিচার চায় না,তারা কেন বিশ্বজিৎ হত্যার বিচার চায় না।নাকি এরা চেতনা ব্যাবসায়ী। আচ্ছা আপনার কথায় আসি,কয়দিন আগে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী ৬৭ তম জন্মদিন পালন করিলেন।তার মানে ৭১ এর সময় তার বয়স ছিল ২৫ তাহলে সে কোন অংশগ্রহণ করেন নাই।অথচ তার চেয়ে অনেক কম বয়সী মহিলারা ইজ্জত হারিয়েছেন।কথা একটাই নৌকায় চড়লেই আপনি মুক্তিযোদ্ধা আর না করলেই রাজাকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.