নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিনদু

চন্দ্রবিনদু › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান নয়, ভারত আমাদের প্রধান শত্রু, কারন পাকিস্তান মেরেছে একবার আর ভারত মারছে প্রতিদিন

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১

কারা দেশপ্রেমিক আর কারা দেশ

বিরোধী? গতকাল শাহবাগ প্রজনন চত্বরের মূখপাত্র

এইডস সরকার বলল সালাউদ্দিন কাদের

চৌদুরীর রায়ে নাকি প্রমানিত হল

দেশবিরোধীদের স্থান এ দেশে নেই।

আমার প্রশ্ন কে দেশ বিরোধী?

সালাউদ্দিন কাদের চৌধুরী আজ পর্যন্ত

দেশ বিরোধী কোন কাজ কি করেছে।

দেশের প্রতি, তার এলাকার প্রতি তার

ভালবাসার কারনে, অবদানের

কারনে জনগন তাকে ৬ বার সংসদ সদস্য

নির্বাচিত করেছে।

আমি মনে করি বর্তমানে যে কোন

বাংলাদেশীর ভালবাসার পরিমান

মাপা যায়

সে ভারতকে কতটা ঘৃনা করে তার

মাপকাঠিতে। আর

দেশবিরোধীতা মাপা যায় ভারতের

প্রতি গোলামি ও দালালি করার

মনোভাব থেকে। কারন মুক্তিযুদ্ধের পর

ভারত প্রেমের ভান করে শুধু

বাংলাদেশকে ধর্ষনই করে গেছে কিন্তু

বিনিময়ে কিছুই দেয়নি। মু্ক্তিযুদ্ধের সময়

সহয়তাও ঠিক একই কারনে।

যাতে নির্বিচারে ধর্ষন

করতে পারে প্রতিবাদ ছাড়াই।

যারা ভারতের অত্যাচারের

বিরুদ্ধে প্রতিবাদ করে তারাই

আজকে তোদের মত ভারতের দালালদের

কাছে দেশ বিরোধী।

তোরা যারা ভারতের টাকায়

শাহবাগে নাস্তিক মঞ্চ

বানিয়ে ভারতের হুকুম মত আলেমদের

ফাসির জন্য চিল্লা ফাল্লা করিস অথচ

ফেলানী হত্যার জন্য একটু প্রতিবাদও

করিস না তারাই আসল দেশদ্রোহী। কারন

ভারতের সাথে বাংলাদেশের

খেলা হলেও তোরা ভারতের সাপোর্ট

করিস।

আমরা দেশপ্রেমিক কারন

আমরা বাংলাদেশের উপর

অত্যাচারী ভারতকে ঘৃনা করি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০

শ্ঊভ বলেছেন: পোস্ট টি পড়ে ,বিশেষ করে মাপকাঠি দেখে না হেসে আর পারলাম না ,
হা, হা, হা ..........

হায়রে .........

২| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮

অনেকের মধ্যে একজন বলেছেন: তুই রাজাকার তোর বাপ রাজাকার তোর চোদ্দ গুস্টি রাজাকার ঐ বেটা মুর্খ রাজাকারের অবৈধ সন্তান... পাকিস্থান আমাদের একবার মেরেছে? শালা রাজাকারের বাচ্চা। ১৯৪৭-১৯৭১ পর্যন্ত তিলে তিলে মেরেছে আমাদের। আর এখন আমাদের কাছে হেরে গিয়ে নিজেরা নিজেদের মারছে!! লল। আর শাহবাগ কোন ভারতীয়দের কথায় হয়নি। শাহবাগ হয়েছিল তোদের মত রাজাকারদের দেশ থেকে পরিষ্কার করার জন্য...

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

চন্দ্রবিনদু বলেছেন: হম তোদের মত পতিতাবৃত্তি করার জন্যইই শাহাবাগে গাঁজার আসর বসেছিল তার প্রমান আর কত দিব রে
তোরা নাস্তিক তোরা রাজাকার
তোর কীট

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

চলতি নিয়ম বলেছেন: পোস্ট খানি লটকানো হোক। দেশোদ্ধারে এই পোস্টের বিকল্প নাই। সাকাসহ দন্ডপ্রাপ্ত এবং আটককৃত সকল ফাকিস্থানি মুক্তিযোদ্ধাদের মুক্তির জন্য ভারত আর এই নাস্তিক সরকারের ফাসীর বিকল্প নাই।

এইপোস্ট স্টিকি না হইলে মডারেটরের ভ্যান চাই। ভ্যান চাই।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩

অনেকের মধ্যে একজন বলেছেন: পাকিস্থানিরা যদি তোর বোন এবং মাকে তুলে নিয়ে গিয়ে সবার সামনে গন ধর্ষন করত তাহলে বুঝতি রাজাকারের বিচার কেন চাওয়া হয়। মুর্খ কোথাকার। ইসলামের নাম বিক্রি করে তোমরা।

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
দাসত্ব'র পোষ্ট থেকে কপি পেষ্ট

[১]
গত ৪২ বছরে কোন ভাষা এদেশের উঠতি প্রজন্মের ভেতরে জনপ্রিয়তা পেয়েছে ?
ক) হিন্দি খ) উর্দু

[২]
কোন দেশের শিল্পিরা এদেশে ঘনঘন আসে কালচারাল শো করার নামে ?
ক) ভারত খ) পাকিস্তান

[৩]
কোনদেশ আমাদের বাজারে বৈধ এবং অবৈধ (চোরাচালানী) ভাবে বাৎসরিক ৫০০০ হাজার কোটি টাকার ব্যবসা করে , বিনিময়ে ওদের মার্কেটে ১০০ কোটি টাকার ব্যবসাও করতে দেয় না আমাদের ব্যবসায়িদের ?
ক) ভারত খ) পাকিস্তান

[৪]
কোন দেশের চলচ্চিত্র এদেশে দেশীয় চলচ্চিত্রের ভাত মেরে দিয়েছে ?
ক) ভারত খ) পাকিস্তান

[৫]
কোন দেশ ফ্রি করিডোর পেয়েছে বাংলাদেশ থেকে , ট্রানসিট নয় ?
ক) ভারত খ) পাকিস্তান

[৬]
কোন দেশের সীমান্তরক্ষি বাহিনীর অফিসাররা ২০১১ 'র ২৫ শে ফেব্রুয়ারিতে ডিনার পার্টি করে ফুর্তি করেছিলো যেই ২৫ শে ফেব্রুয়ারি আমাদের ৫৭ জন বীর অফিসার বিডিয়ার হত্যাকান্ডে শহীদ হয়েছিলেন ?
ক) ভারত খ) পাকিস্তান

[৭]
কোনদেশ আমাদের ন্যায্য পাওনা নদীর পানি মাস্তানের মত কেড়ে নেয় , কে বানিয়েছে ফারাক্কা বাঁধ - পদ্মাকে মৃত নদী বানাতে , কে বানাচ্ছে টিপাইমুখ বাঁধ ?
ক) ভারত খ) পাকিস্তান

[৮]
পুরো ক্রিকেট বিশ্বে কোনদেশ আমাদের ক্রিকেট দলকে তাদের দেশে সিরিজ খেলতে অস্বীকার করেছে ?
ক) ভারত খ) ইংল্যান্ড গ) অস্ট্রেলিয়া ঘ) পাকিস্তান

[৯]
কোনদেশ চোরের মত করে আমাদের জামদানি আর আমের পেটেন্ট নিজেদের নামে করে ফেলে ?
ক) ভারত খ) পাকিস্তান

[১০]
কে আমাদের সীমান্তে পাখির মত গুলি করে বাংলাদেশী মানুষ মারে [ গত ১০ বছরে ১০০০+ ] ?
ক) ভারত খ) পাকিস্তান

[১১]
আমাদের মিগ-২৯ বিমানগুলোর রক্ষনাবেক্ষনের বর্গা দেয়া থাকে কোন দেশের কাছে ?
ক) ভারত খ) পাকিস্তান

[১২]
কে আমাদের সমুদ্রসীমায় আগ্রাসী মাস্তানী করে ? আমাদের খনিজ সম্পদপূর্ণ সমুদ্র ব্লকের মালিকানা জোর করে দখল করতে চায় ?
ক) ভারত খ) পাকিস্তান

[১৩]
কোনদেশের সব নিচুমানের গাড়ির জন্য এদেশের মার্কেট খুলে দেয়া হয়েছে জাপানিজ গাড়িতে ট্যাক্স বাড়িয়ে ?
ক) ভারত খ) পাকিস্তান

[১৪]
কোন দেশটি যখন তখন আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক গলায় , চোখ রাঙ্গায় ?
ক) ভারত খ) পাকিস্তান

[১৫]
১৯৭৫ পরবর্তী সময়ে কাদের সিদ্দিকিকে অস্ত্র দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে সাহায্য করেছিলো কে ?
পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনিকে অস্ত্র দিয়ে বাংলাদেশকে অশান্ত করে তোলে কে ?
ক) ভারত খ) পাকিস্তান

[১৬]
সমুদ্র সীমান্তে মাছ ধরতে যাওয়া বাংলাদেশী জেলেদেরকে ধরে নিয়ে লুট করে কে ? ওদের কে জেলে পুরে কে ?
ক) ভারত খ) পাকিস্তান

[১৭]
কোনদেশের অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রিকে সম্বোধন করা হয় মুখ্যমন্ত্রী ?
ক) ভারত খ) পাকিস্তান

[১৮]
কোনদেশ এবং তার প্রচারমাধ্যম বাইরের বিশ্বে আমাদেরকে জংগি রাস্ট্র হিসাবে প্রচার করে ক্ষতি করতে চায় ?
আমাদের জনশক্তি রপ্তানি আর গার্মেন্টসের মার্কেট দখল করে আমাদের অর্থনীতির মেরুদন্ড ভেঙে দিতে চায় ?
ক) ভারত খ) পাকিস্তান

[১৯]
কোনদেশের লোকেরা এসে আমাদের দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর চিফ বনে যায় যেখানে আমাদের দেশীয় মেধাবিরা যথেষ্ট যোগ্য হওয়ার পরও সুযোগ পায়না ?
ক) ভারত খ) পাকিস্তান

[২০]
কোনদেশের রাষ্ট্রদুত আমাদের ন্যায্য পানির দাবিতে সোচ্চার পানি বিশেষজ্ঞদেরকে "তথাকথিত" বলার স্পর্ধা দেখায় আমাদের দেশের ভেতরে বসেই ?
ক) ভারত খ) পাকিস্তান

[২১]
কোনদেশের কারনে আমাদের দেশীয় পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে ?
ক) ভারত খ) পাকিস্তান

[২২]
কোন দেশের স্যাটেলাইট চ্যানেল আমাদের দেশে অবাধে চলে , কিন্তু আমাদের চ্যানেল ওদের আকাশে প্রবেশাধিকার পায়না ?
ক) ভারত খ) পাকিস্তান

[২৩]
কোন দেশের টেলিকম কোম্পানীকে [এয়ারটেল] প্রায় বিনাট্যাক্সে একটি মোবাইল কোম্পানীর মালিকানা পাইয়ে দেয়া হয়?
ক) ভারত খ) পাকিস্তান

[২৪]
গত ৪০ বছরে কোন দেশ আমাদের সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ফেনসিডিল ঢুকিয়েছে ?
ক) ভারত খ) পাকিস্তান

[২৫]
কোন দেশ সিডরের সময় আমাদের নাখাভুখা মানুষদের ক্ষুধাকে পরিহাস করে ৫ লাখ টন চাল দেবার নাম করে পোকায় ধরা পচা চাল দিয়েছিলো ?
ক) ভারত খ) পাকিস্তান

[২৬]
কোন দেশে আমাদের দেশের মন্ত্রীরা গেলে তাদের সাথে ঐ দেশের সচিবরা ডাইনিং টেবিলে বসে বৈঠক করে এজ লাইক ভিক্ষুক?
ক) পাকিস্তান খ) ভারত।




জাস্ট রাজনীতি মাথা থেকে নামিয়ে প্রশ্নগুলোর উত্তর বেছে নিন।
কাদের কারনে আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছি ?
ভারত জুজু আর পাকিস্তান জুজু - কোনটা আসলেই আছে , কোনটা আসলেই নাই ?

আপনারা চাইলে আরও যোগ করুন কমেন্টে - আমি এডিট করে নোটে লিখে দিবো ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

চন্দ্রবিনদু বলেছেন: বাবু ভাই আস্তে বলেন

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

চন্দ্রবিনদু বলেছেন: আরে তোরা মনে হয় ব্লগে নতুন তাই আমাকে চিনিস না

হুম পারলে একটা পশম ছেড় আর বাবু ভাইয়ের প্রশ্নের উত্তর দে

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪

দূর আকাশের নীল তারা বলেছেন: দেশপ্রেমিক সে-ই যে প্রথমে পাকিস্তানকে, অতপর ভারতকে এবং সবার শেষে আমাদের রাজনীতিকদের ঘৃণা করে। যতদিন না পর্যন্ত পাকিস্তান ৭১এর হত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাবে, ততদিন পর্যন্ত পাকিস্তানকে ঘৃণা করতে হবে। স্বাধীনতার পর থেকে ভারত আমাদের একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয় নি। সেকারণে ভারতকেও ঘৃণা করতে হবে।

কিন্তু সবচেয়ে বেশী ঘৃণা করতে হবে, আমাদের দেশের প্রধান দুই দলের নেতাদের যারা ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের কাছে দেশ বর্গা দেন, ফ্রি ট্রানজিট দেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতে গিয়ে দেশের পানি সমস্যার কথা তুলতেই ভুলে যান, ভারতীয় নিম্নমানের সিএনজি আমদানী করে চড়া দামে এদেশে বিক্রি করেন, দেশের বাজার ভারতের জন্য খুলে দেন এবং কেবল ক্ষমতার জন্য রাজাকারদের বিচার প্রক্রিয়াকে ব্যাহত করেন, তাদের।

জুতা মারি বাংলাদেশে জন্ম নেয়া সেইসব মানুষের গালে, যারা পাকিস্তানের গণহত্যা ভুলে যায়, দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দেয় আর রাজাকারদের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে চায়।

আশা করি, বাবু ভাইয়ের সকল উত্তর দিতে পেরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.