নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিনদু

চন্দ্রবিনদু › বিস্তারিত পোস্টঃ

জনৈক বিরহী স্বামীর পত্র

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

তুমি ছিলে দিনের সাথী, তুমি রাতের কাম

লজ্জাবতী বৌগো আমার, পেয়েও হারালাম

সাগর ফেরা হাওয়া কেবল কষ্ট বাড়ায় মনে

শূন্য ঘরে লুকিয়ে কাঁদি, কেউ না যেন শোনে

আমার হূদয় তোমায় দিয়ে বয়ে বেড়ায় দেহ

বৌগো তুমি আমার থেকো, করোনা সন্দেহ

বইয়ের পাতায় মন বসেনা, তোমার কথাই ভাবি

হূতপিন্ডের বন্ধ কপাট, আঁচলকোণে চাবি

বেঁধে তুমি বহুদূরে, একলা বিছানায়

ভালবাসার প্রেমিক তোমার বিরহে তড়পায়

স্বপ্নে দেখি তোমারই মুখ, চোখের কোণায় জল

দুঃখে শুধু ফুটতে পারে এমনি নীলোত্পল

কেঁদোনা গো সোনা মানিক, কাঁদলে মানায় না

কাঁদলে শুধু কষ্ট বাড়ে, দূঃখ তো যায়না

হাত বাড়ালে তোমায় পেতাম, এখন বহুদূর

তোমার স্বপ্ন-পুরুষ যে তাই বিরহে ভংগুর

বুকের ভিতর বিষপিঁপড়ে, চোখের নীচে কালি

হূদয় নামের ফাঁকা ঘরে ঘুঘুর গেরস্থালি

নাকের ডগায় চুমুর স্মৃতি, চিবুকে দংশন

কানের পাতায় বৌগো তোমার গোপন উচ্চারণ

এসব কথা কষ্ট বাড়ায়, ভালই না বলা

ভালই তুমি বহুদূরে শুক্লা-শকুন্তলা

দূরে আছো বলেই বুঝি মুল্যটা জানলাম

লজ্জাবতী বৌগো আমার, পেয়েও হারালাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাইগো, আপনার এই কবিতা এখন আমার জন্যও প্রযোজ্য... তবে ইনশাল্লাহ ওরা ২৫ অক্টোবর আসবে আমার কাছে, যদি আল্লাহ সব ঠিক ঠাক রাখেন... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.