নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিনদু

চন্দ্রবিনদু › বিস্তারিত পোস্টঃ

বিনোদন আর বিনোদন

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

সারাদিনের কিছু হাস্যকর ঘটনার মধ্য যে ৫টি ঘটনা আমাকে অনেক বেশী বিনোদন দিয়েছে তা নিম্নে তুলে ধরিলাম

…………………………………………

১। ঢাকার একটি ভোট কেন্দ্র থেকে Live News দেখাচ্ছিল---



৭১ টিভি সাংবাদিকঃ দলে দলে মহিলারা ভোট দিতে যাচ্ছেন আমি এখন তাদের সাথে কথা বলব ।



এই শীতের মধ্যে আপনারা ভোট দিতে যাচ্ছেন,এ নিয়ে আপনাদের অনুভূতি কেমন?



মহিলাদের একজনঃ আমরা ভোট দিতে যাচ্ছি না,গার্মেন্টসে কাজ করতে যাচ্ছি!!!





২। আপনি ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন এই শীতের মাঝে আপনার কেমন লাগছে………Channel 24



উত্তর = সরি ভাই আমি আনসার



24= তাহলে লাইনে কেন দাঁড়িয়েছেন আপনি?



উত্তর= আমাকে দাড়াতে বলা হয়েছে তাই দাঁড়িয়েছি





৩। এক পাগলের ছেলে একাই ৪৭৫ টি ভোট দিয়ে গিনেজ বুকে নাম লিখিয়েছে।



৪। সিলেটে ভোট দেওয়ার মত কেউ ছিলনা তাই গরু এসে লাইনে দাঁড়য়েছিল।



৫। কুয়াশার কারনে ভোটার উপস্থিতি কিছুটা কম।বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়বে……মুন্নি সাহা



…………………………………………

থাক অনেক বিনোদন পায়ছে আজ বাংলার জনগন,আর কয়েকদিন বিনোদন না খাইলেও চলিব।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

গ্রাম্যবালক বলেছেন: ইহাকে আওয়ামীগ বলে। :P :P

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

নানাভাই বলেছেন: ইহাকে চুদুর বুদুর বলা হয়।
শেখ হাসিনা যে কখন কি বলেন নিজেও নিশ্চয়ই তার তাত্পর্য ভেবে দেখেন না।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪২

মুহসিন বলেছেন: ভাই এদেশে সবই চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.