নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিনদু

চন্দ্রবিনদু › বিস্তারিত পোস্টঃ

নষ্টামির আরেক ধাপে এগিয়ে গেল ভারত!

২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮

লিভ-টুগেদারের সন্তান বৈধ



বিয়ের বন্ধন নেই, তবু এক

ছাদের নিচে স্বামী-স্ত্রীর

মতো একসঙ্গে অনেক দিন

ধরে বসবাস। এমন সম্পর্কের

বেলায় সন্তান হলে তা বৈধ।

একই সঙ্গে ওই

জুটি পাবে স্বামী-স্ত্রীর

মর্যাদা।

ভারতের সুপ্রিম কোর্ট লিভ-

টুগেদার সম্পর্কের বিষয়ে গত

সোমবার এ ব্যাখ্যা দিয়েছেন।

বিবাহবহির্ভূত সম্পর্কের

ক্ষেত্রে মাদ্রাজের উচ্চ

আদালতের পর্যবেক্ষণের

বিষয়ে প্রশ্ন

তুলে আইনজীবী উদয় গুপ্তের

আবেদনের

পরিপ্রেক্ষিতে বিচারক বি এস

চৌহান এবং জে চেলামেশ্বরের

সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায়

দেন।

আজ বৃহস্পতিবার টাইমস অব

ইন্ডিয়া অনলাইনের

খবরে জানানো হয়, আদালত

জানিয়েছেন, নারী ও পুরুষ

দীর্ঘদিন একসঙ্গে বাস (লিভ-

টুগেদার) করার পর যে সন্তান

জন্মায়, তাকে অবৈধ বলা যায়

না।

আইনজীবী গুপ্ত বলেন,

বিয়ে মানেই এই নয়

যে স্বামী ও স্ত্রী পরস্পরের

সব অধিকার রক্ষা করে চলেন।

তাই দীর্ঘদিন ধরে যেসব

নারী ও পুরুষ স্বামী-স্ত্রীর

মতো জীবন যাপন করছেন,

তাঁদের বিবাহিত হিসেবে গণ্য

করা উচিত।

তবে গুপ্তর

বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের

আইনজীবী এম আর কালা বলেন,

এসব মন্তব্য বিয়ের

মতো সামাজিক প্রথার জন্য

ক্ষতিকর।

যুক্তিতর্ক শেষে বিচারক

চৌহান ও চেলামেশ্বর বলেন,

আদালত যা বলতে চান,

তা হলো যদি একজন নারী ও

পুরুষ স্বামী-স্ত্রীর

মতো দীর্ঘদিন ধরে জীবন

যাপন করেন,

তাহলে তাঁরা বিবাহিত বলেই

গণ্য হবেন। তাঁদের

সন্তানেরাও অবৈধ থাকবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬

bakta বলেছেন: এতে আর নষ্টামির কি দেখলে ভাই - চন্দ্রবিন্দু ? পরস্পর সহমত পোষন করে একসাথে থাকা আর সন্তান উৎপাদন কি ভাবে অপরাধ বা নষ্টামি হয় ? কোনো ব্যাখা আছে কি তোমার কাছে ?

বিয়ে মানেই কি পাড়ার/গা্য়ের লোককে জানিয়ে - একসাথে শোয়া আর ছেলে পিলে বিয়ানো ?

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৭

রেজা রাজকুমার বলেছেন: আরে কূয়োর ব্যাঙ.. তাইলে আইনস্টাইন হতে শুরু হকে বারাক ওবামা, স্টীভ জবস সবাই অবৈধ বা জারজ।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

গান পাগলা বলেছেন: তাহলে রেজা রাজকুমার, bakta আপনারা বলতে চা্চ্ছেন লিভ টু গেদার করা, সামাজিক ধরমীয় বিধান উপেক্ষা করে কুকুর বিড়ালের মত বাচ্চা পয়দা করা
নষ্টামি না।

৪| ১৩ ই মে, ২০১৪ সকাল ৭:৫৩

রেজা রাজকুমার বলেছেন: @লেখকঃ কূয়োর ব্যাঙ বলাতে মনে কিছু নিয়েন না।
আসলে বলতে চেয়েছি ব্যপারটা শুধু আমাদের দেশ-সংস্কৃতি দিয়ে দেখলে হবেনা। দেখতে হবে বৈশ্বিক চোখে। একটু দেশ থেকে বেরিয়ে দেখেন, বিভিন্ন জাত-পাত,রঙ-ধর্মের লোকের সঙ্গে পরিচিত হোন, মিশুন, কথা বলেন, দেখবেন বাস্তবতা অনেক রুঢ়।
সব কিছু ব্যক্তিগত ধর্মীয় চোখে দেখলে বিশ্ব থেকে থাকবেনা।তাই বলে আমি যে সমর্থন করছি সেটা আপনি হলফ করে বলতে পারবেননা।
আপনি এই লেখাটা একটু দেখুন - খানিকটা প্রাসংগিক আলোকপাত দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.