নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সম্পদ

আবদুল মমিন

সততাই সম্পদ

আবদুল মমিন › বিস্তারিত পোস্টঃ

কোন দিকে যাব কেউ কি রাস্তা দেখায়া দিবেন ?

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫

াধারণত কাহারো কোন বিষয় নিয়ে সমালোচনা করা আমার ভালো লাগে না । তার মদ্ধে যদি হয় চারিত্রিক , তা হলে তো আর দূরে থাকার চেষ্টা করি , কিন্তু কেন যানি একটা বিষয় নিয়ে আর চুপ থাকতে পারলাম না , বাংলাদেশের রাজনীতিতে আলোচনার চাইতে সমালচনা ই খুব বেশী করে হয়ে থাকে তার মদ্ধে দরমের নামে যারা রাজনীতি করেন তারা এক কদম এগিয়ে আছেন এ ব্যাপারে ,তার ও দশ কদম এগিয়ে আছে যারা তারা হোল জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির , কেন বললাম এ কথা ? একটা প্রুফ আপনাদের কে দেখাব এখন যেখানে আরেক ইসলামী সংগঠন এর নেতার সমালচনা করতে গিয়ে তাকে মুসলমান এর গন্ডি থেকেই বাহিরে পাঠিয়ে দিলেন এই ইসলামী সংগঠক ।


তিনি তার শুহায়েদ খান



নামক ব্লগে চরমনাই পীর কে ইসলাম থেকে বাহীর করেই দিলেন

নিছে তার নিজের কিছু করম দেখুন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনি রাজনীতি যেভাবে বুঝেন, সেটা যথস্ট নয়, আপনি রাজনীতির উপর বিদেশী লেখকের লেখা পড়তে পারেন, ইন্টারনেটে পড়তে পারেন।

আপনি যে উদাহরণ দিয়েছেন, ওগুলো আজকের রাজনীতির ভেতর পড়ে না।


২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ৫০% মানুষ নাম লিখতে পারে না, কিন্তু তাঁরাও রাজনৈতিক শক্তি, যেহেতু ভোট আছে; আবার ক্যাডার ফেডাররা দল করে কিন্তু রাজনীতি বুঝার মতো অবস্হানে নেই; ফলে, কমপ্লেক্স সমস্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.