নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আর এই সব ক্যাচাল ভাল লাগছে না সো..............

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

অনেকদিন তো হল৷ আসত্মিক-নাসত্মিক, ছাগু-কালো বিড়াল-সাদা বিড়াল, পাকি-ভারত, আমলীক-জামাত, বিএনপি-হরতাল, ভাল লাগছে না৷ আমি একজন সাধারন ব্লগার লেখার চেয়ে পড়াকেই মূল্যটা বেশী দেই৷ তাই এক তরকারিতে আর ভাত ভাল লাগছে না৷ চাই মুখরোচক পোষ্ট৷ আমার তো মনে হয় এই শাহবাগ নিয়ে একটা থিসিস রিপোর্ট করতে হবে৷ ওহ ভালো কথা থিসিস রিপোর্ট নিয়ে আমি একটি সাইট করেছি কিছু মনে না করলে ঘুরে আসতে পারেন এই খান থেকে৷ যেটা বলছিলাম- দেশকে যদি সবাই সত্তিকার অর্থেই ভালোবেসে থাকেন তাহলে এত ক্যাচা-কেচি না করে সবাই বিবেক কে জিজ্ঞেস করুন যে আপনি যা করছেন বা করার চেষ্টা করছেন তা কতটা যুক্তিযুক্ত৷ আর সবাই একজন আরেকজনের দোষ না ধরে নিজের দোষগুলো ধরার চেষ্টা করি৷ ঐযে কথায় আছে না "হাম ভালো তো জগত ভালো"৷



বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে কেউ বলতে পারবে না যে আমার কোন দোষ নাই৷ একটু শুদ্ধভাবে খেয়াল করুন আপনার ভুল কোনটা৷ আমি মনে করি আপনি আপনার ভুলটা ধরে ফেললেই সমস্যা গুলোর সমাধান হওয়া উচিত৷ সবাই নিজ নিজ স্বার্থ বোঝে তো তাই এই অবস্থা৷ আর ২০১৩ইং সালের জনগণ আর ১৯৭১ সালের জনগন এক নয় এটাও সবাইকে বুঝতে হবে৷ আমি হিমু টাইপের মানুষ রাজনীতি টাযনীতি বুঝি না তবে এইটুকু বুঝি কেউ সাধু বাবা নন৷ কেউ নিজে ক্রাইম করে, কেউ অন্যের মাধ্যমে করে, কেউ উত্‍সাহ পেয়ে করে, কেউ উত্‍সাহ দিয়ে করে৷ কেউ রাতের আধাঁরে খুন করে ক্রাইম করে, কেউ মিছিলের উপর গুলি করে করায়৷ আশাকরি আমরা বাঙালীরা সবাই মানুষ৷ মানুষ হওয়াতে আমাদের মাঝে বিবেক বলতে একটা কথা আছে সেটা আমরা প্রত্যাখ্যান করতে পারি না৷ আমাদের সবের্াচ্চ অস্ত্র হওয়া দরকার বিবেক৷ তবেই শানত্মির পতাকাটা বাংলায় ওড়া সম্ভব নচেত্‍ গুপ্ত হত্যা, খুন, গুম, দূর্নীতি, ভাঙচুর চলবেই৷ আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের অস্ত্র বিবেককে ব্যবহার করে এখন থেকেই সত্‍ ও শানত্মির পথে চলার চেষ্টা করি৷ ধন্যবাদ৷

মন্তব্য ২ টি রেটিং +১/-১

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

ডুবুরি বলেছেন: "ওহ ভালো কথা থিসিস রিপোর্ট নিয়ে আমি একটি সাইট করেছি কিছু মনে না করলে ঘুরে আসতে পারেন এই খান থেকে৷"

দূর হ পাগল, তুই রাজাকার...

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: সাইট বানাইলে রাজাকার/পাগল হয় এইটা প্রথম শুনলাম৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.