নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঘি্নতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" › বিস্তারিত পোস্টঃ

যে কথা বললে বাহবা না পেয়ে সুশীল থেকে ছাগু/যুদ্ধপরাধী নামে অভিহিত হতে হবে!!!!!!!!!!

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

আপনি শানত্মিতে থাকুন বললেই তো আর আপনি শানত্মিতে থাকবেন না তাই.........৷

প্রথমেই শিবির প্রসঙ্গে আসি৷ ধর্মের নামে তারা যা করছে (আসলে এখানে করার পাস্ট ফর্ম বসাতে হবে, তবেই বাক্যটি সত্য হবে) তাহা যে ঠিক নয় তাহা একখান বাচ্চা ছাগলও বাচালের মত সব বলে দিতে পারবে, তারা ইসলাম মূল ধর্মকে বিকৃত করেছে৷ এটা একটা জঘন্য পাপ৷ তবে মামা কথা একখান৷

এবার সিংহের ঘারে:

বর্তমানে আরেকটি সুবিধাবাদি দল জামাত শিবিরের ধর্মের নামে রাজনীতি করছে বলে যে সব কান্ড করে চলেছে তাও তো কম নয়৷ এটা হচ্ছে আধুনিক যড়যন্ত্র৷ জনগনকে বুঝ দেয়া হচ্ছে যে এটা তাদের অপরাধ৷ যদি এই অপরাধে সাধারন মানুষকে মানুষকে পাখির মত গুলি করে হত্যা করা যায় তবে যারা পাখির মত গুলি করে সাধারন মানুষ হত্যা করছে তাদের শাসত্মিটা কি হতে পারে৷ তারপরও তারা যেমন পাখির মত গুলি করে মানুষ হত্যা করছে৷ সেখানে মানুষের প্রতিবাদ করার জায়গাটা কোথায়৷ বাক স্বাধীনতা কোথায়৷ গুলি করে ঝাঝরা করা বাক স্বাধীনতা!!!!!!!!!৷ মুখ খোলা রেখেছে কথা বলার জন্য কিন্তু গুলি করে বুকটা ঝাঝরা করে দিচ্ছে৷ যারা চিত্‍কার করে বলতে পারছে না যে তাদের একটা মনের কথা৷ মা বলে ডাক দেওয়ার সময়টা পর্যনত্ম দিচ্ছে না তাদের৷ তাদের কি শাসত্মি হতে পারে৷ তবে আমার দেশ গণতন্ত্রের দেশ৷ জনগন যা চায় সেইটাকেই প্রাধান্য দেওয়া হবে এই দেশে৷ এটাই আমার আশা৷



প্রচার এ যাহারা....

উনারা সুবিধাবাদী৷ দেখছেন সরকার এর পক্ষে মত দেওয়াই ভালো নইলে কখন আবার গুলি করে ঝাঝরা করে দেয়৷ অথবা ঘাড় ধরে বের করে দেয়৷ উনাদের কথা আর কি বলার আছে৷ কথা হল সবাই রুটি রোজগার নিয়ে ব্যসত্ম এই আর কি?



সিংহের পানি দেয়া সদ্য ফোটা গোলাপ........

এটা নিয়ে কিছু না কিছু না বললেই নয়৷ দাবী নিয়ে মাঠে নেমেছে দাবী আদায় না হওয়া পর্যনত্ম মাঠ ছাড়বেন না৷ তবে কথা হল সরকার যেভাবে তার ক্ষমতায় থাকার জন্য বিরোধী শক্তিকে আটকাচ্ছে৷ যেভাবে তাদের বাক স্বাধীনতার ক্ষমতাকে গুলি করে ঝাঝরা করছে৷ তার একটু যদি এই গোলাপের উপর মানে ঠুশ ঠাশ দুইটা গুলি চলে তবে তাদের দাবী দাওয়া কোথায় গিয়ে উঠে সেটাই দেখার বিষয়৷ সরকারের পানি পেয়ে গোলাপটা ভালোই ফুটছে তবে.............. প্রশ্নটা এখানেই যে কোথায় নিরপেক্ষ গোলাপ৷ এখানে রাসত্মা অবরোধ হয়না৷ এখানে জনগনের কোন ক্ষতি হয়না৷ কেবল মাত্র ২ ৪ মাইল ঘুরে যেতে হয় এই আরকি৷ পানি তো আসছে৷ নো চিনত্মা ডু ফুর্তি৷ নাচো গাও মাতো৷



আমি নাক গলাই না তবুও সাধারন মানুষের জন্য..........

সরকার বিরোধী পক্ষকে যেভাবে বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা করছে তার বিচার চাই৷ সকল রাজাকারের বিচার চাই৷ ১৬-৪০ বছরের সাধারন মানুষ কখনই রাজাকার নয় তাদের নির্বিচারে খুনের বিচার চাই৷ পিলখানা হত্যার বিচার চাই৷ সাগর রুনির বিচার চাই৷ কালো বিড়ালের বিচার চাই৷ ব্লগে যারা আছি তারা সবাই নানা দিক বিবেচনা করতে পারি এটা আমাদের বৈশিষ্ট্য৷ তাই দ্বিমুখী চিনত্মা করতে শিখি৷ ক্ষমতার অপব্যবহার করে গুলি করে ঝাঝরা করে গনতন্ত্র প্রতিষ্ঠা হয় না৷ এটা আমাদের বুঝতে শেখা দরকার৷



লেখাটি গতকাল লেখা সময়ে অভাবে পোষ্ট করতে পারিনি৷ তাই আজ......................

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নায়করাজ বলেছেন: মজায় আছেন মনে হয়। টেলিভিশন দেখেন না, পত্রিকা পড়েন না, ইন্টারনেটে খোজ রাখেন না। নেত্রী যা বলে সেইটাই তোতা পাখির মতো বলে গেলেন।

জামাতী তাণ্ডব বা নাশকতা চোখে পড়ে না। সংখ্যালঘুদের উপর হামলা, লুট, অগ্নিসংযোগ চোখে পড়ে না। পুলিশ হত্যা চোখে পড়ে না। যানবাহন ভাংচুর দেখেন না। ঝটিকা আক্রমণ দেখেন না। রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলাটাকে নাশকতা মনে হয় না।

নিজের বিবেক যদি জামাত শিবিরের কাছে বন্ধক দিয়া রাখেন, তাইলে তো আর কিছু বলার নাই।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: লেখাটা গতকালের লেখা৷ তাই আজকের বিষয়গুলো উঠেনি৷
আর আপনি বোধ হয় দলান্ধদের মতই কথা বলছেন৷
মনে রাখবেন ব্লগাররা দ্বিমুখী চিনত্মা করতে পারে৷ যেমন পারে (-) এর দিকে তেমন পারে (+) এর দিকেও.........

২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রাহিক বলেছেন: পোস্টে আজকের দিনের প্রথম প্লাস ।

৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আজকের দিনের প্রথম অশেষ ধইন্যা আপনার জন্য৷ দেশটাকে ভালবাসি৷ অস্ত্র নয় বিবেক হোক মোদের প্রধান অস্ত্র৷ আর ব্লগারদের প্রধান বৈশিষ্ট্য তারা দ্বিমুখী চিনত্মা করতে পারে৷ এ থেকেও দেশে শানত্মি আসতে পারে৷

৪| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

কাল্পনিক চরিত্র বলেছেন: -

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২২

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: চুপি চুপি মাইনাস কেন? যদি মাইনাস দেন তবে বুক ফুলাইয়া কারণ দর্শাইয়া দিয়া যান৷ খুশি হব৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.